সভ্যতার বিনির্মাণে আগামীর সভ্য- মার্চ ২০১৫
বার পঠিত“Life comes from physical survival; but the good life comes from what we care about.” – Rollo May ( Americal psychologist)
সভ্যতার পথচলায় আমাদের প্রায় এক বছর হতে চলল। এই এক বছরে সভ্যতার উঠান আলোকিত হয়েছে আপনার পরিশ্রম করে লেখা পোস্ট দিয়ে। সভ্যতা পেয়েছে অনেক নতুন মুখ,যারা সভ্যতার পরিবর্তনে ভুমিকা রাখতে দৃঢ়প্রত্যয়ী, বদ্ধপরিকর। সভ্যতা ব্লগ সেইসব ব্লগারদের সুযোগ দানে,সভ্যতার উঠানকে আলোকিত করতে, পরিপূর্ন করতে সাহায্য করে,অনুপ্রেরণা যোগায়। আমরা আশা করি, আমাদের এই পথচলায় আমরা আরো নতুন মুখ দেখব,যারা সভ্যতার উঠানকে রাঙিয়ে তুলবেন নতুন রঙে,নতুন সাজে। পাশাপাশি পুরাতন ব্লগাররা লেখার মানোন্নয়ন এর মাধ্যমে সভ্যতার বিনির্মানে তাদের অবদান আরো সুপ্রসারিত করবেন।
প্রিয় সভ্য,
আশা করি সুস্থ আছেন। গত মাসের ধারা অনুযায়ী এবারও আমরা “সভ্যতার বিনির্মাণে আগামীর সভ্য “- দের পুরস্কিত করব। আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের অনুপ্রেরণা যোগাবে। উক্ত ক্যাটাগরিতে যাদের নাম ঘোষনা করা হচ্ছে তাদেরকে তাদের পূর্ন নাম,ঠিকানা আদি সভ্যের ফেসবুক এ মেসেজ করে দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। normal starting dosage zoloft
সভ্যতার বিনির্মাণে আগামীর সভ্য
→ সেরা সভ্য: ইলেকট্রন রিটার্নস
→ সেরা মন্তব্য: মাশিয়াত খান
→ সর্বোচ্চ মন্তব্য: মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক
ধন্যবাদ
সভ্যতা ব্লগ টিম
সভ্যতা
বিনির্মাণে আগামীর পথে
দুরন্ত জয় বলছেনঃ
মিস হইয়া গেল গা!
ব্যপার না! নেক্সট টাইম দেইখা নিমু!
অভিনন্দন বিজয়ীদের!
অংকুর বলছেনঃ
প্রত্যকবার কি কলা আপনিই খাবেন ভাউ? অন্যদেরও সুযোগ দিন
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
কলা
অংকুর ভাই ভালো মজা নিতে পারেন দেখি
অংকুর বলছেনঃ
অভিনন্দন বিজয়ীদের….
দুরন্ত জয় বলছেনঃ
অংকুর বলছেনঃ
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
অভিনন্দন বিজয়ীদের sito sicuro per comprare cialis generico