সভ্যতার বিনির্মাণে আগামীর সভ্য- মার্চ ২০১৫
261
বার পঠিত“Life comes from physical survival; but the good life comes from what we care about.” – Rollo May ( Americal psychologist) viagra covered by insurance 2014
সভ্যতার পথচলায় আমাদের প্রায় এক বছর হতে চলল। এই এক বছরে সভ্যতার উঠান আলোকিত হয়েছে আপনার পরিশ্রম করে লেখা পোস্ট দিয়ে। সভ্যতা পেয়েছে অনেক নতুন মুখ,যারা সভ্যতার পরিবর্তনে ভুমিকা রাখতে দৃঢ়প্রত্যয়ী, বদ্ধপরিকর। সভ্যতা ব্লগ সেইসব ব্লগারদের সুযোগ দানে,সভ্যতার উঠানকে আলোকিত করতে, পরিপূর্ন করতে সাহায্য করে,অনুপ্রেরণা যোগায়। আমরা আশা করি, আমাদের এই পথচলায় আমরা আরো নতুন মুখ দেখব,যারা সভ্যতার উঠানকে রাঙিয়ে তুলবেন নতুন রঙে,নতুন সাজে। পাশাপাশি পুরাতন ব্লগাররা লেখার মানোন্নয়ন এর মাধ্যমে সভ্যতার বিনির্মানে তাদের অবদান আরো সুপ্রসারিত করবেন।
প্রিয় সভ্য,
আশা করি সুস্থ আছেন। গত মাসের ধারা অনুযায়ী এবারও আমরা “সভ্যতার বিনির্মাণে আগামীর সভ্য “- দের পুরস্কিত করব। আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের অনুপ্রেরণা যোগাবে। উক্ত ক্যাটাগরিতে যাদের নাম ঘোষনা করা হচ্ছে তাদেরকে তাদের পূর্ন নাম,ঠিকানা আদি সভ্যের ফেসবুক এ মেসেজ করে দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সভ্যতার বিনির্মাণে আগামীর সভ্য
→ সেরা সভ্য: ইলেকট্রন রিটার্নস
→ সেরা মন্তব্য: মাশিয়াত খান
→ সর্বোচ্চ মন্তব্য: মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক scary movie 3 viagra
ধন্যবাদ
সভ্যতা ব্লগ টিম
সভ্যতা
বিনির্মাণে আগামীর পথে
দুরন্ত জয় বলছেনঃ
মিস হইয়া গেল গা!
ব্যপার না! নেক্সট টাইম দেইখা নিমু! viagra online kaufen legal
অভিনন্দন বিজয়ীদের!
অংকুর বলছেনঃ
প্রত্যকবার কি কলা আপনিই খাবেন ভাউ? অন্যদেরও সুযোগ দিন
accutane initial breakout on back
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
কলা
অংকুর ভাই ভালো মজা নিতে পারেন দেখি
অংকুর বলছেনঃ
অভিনন্দন বিজয়ীদের….
kamagra oral jelly 50mg
দুরন্ত জয় বলছেনঃ all possible side effects of prednisone
অংকুর বলছেনঃ
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
অভিনন্দন বিজয়ীদের