সোনালী ঠোঁটের শালিক
907
বার পঠিতআজ আর অতবেশি ঘাটাবো না তোমায়
কদিন হল ঘর পেরিয়ে বাইরে এলেই
ফেরার পথটা হারিয়ে ফেলি
মোড়ের মাথায় ডান -বাম বাম -ডান
করে করে সোজা পথটা গুলিয়ে ফেলি।
দিন কিংবা রাত মানিনা ঠিক ঠিকানা
খুঁজতে গিয়ে ভুল দরজায় কড়া
নেড়ে গৃহস্থদের জ্বালিয়ে মারি,
পথভুলো এই ঘরটা নিয়ে এখন আমি
কী যে করি! ভেবে না পাই গড়ের মাঠে
তাই বসে যাই, মনফড়িঙের গল্প শুনি
রাতদুপুরে খেঁকশেয়ালের আর্তধ্বনি
কাঁচপোকাদের চোখের ভেতর পুঞ্জিভূত
বেদনারা বড্ড বেশি সাবধানী
সোনালী ঠোঁটের শালিক নাকি
গুলকিবাড়ি একলা থাকে, ডানার স্বপ্ন
পালকে চেপে পৃথিবীকে গোপন রাখে
চিত্রাহরিণ আগামীকে গোত্তা মেরে
নিজের পথটা সামলে রাখে।
আমার হয়েছে যত জ্বালা পথ হারিয়ে
পথকে ফেলে আগ বাড়িয়ে পথ হতে
যাই, এই বলছি এই শোনো ভাই
আজ কিন্তু অতবেশি ঘাটাবো না তোমায়।।
দুরন্ত জয় বলছেনঃ tome cytotec y solo sangro cuando orino
গুলকিবাড়ি ও গোত্তা শব্দ দুটির অর্থ কি দাদা?
তারিক লিংকন বলছেনঃ venta de cialis en lima peru
“আজ আর অতবেশি ঘাটাবো না তোমায়”
— চমৎকার আকুতি!! ভাল লেগেছে অসীম!!! =D> =D> =D> =D> :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি:
জয়…
‘গুলকিবাড়ি’ – কবি মনে হয় বিশেষ একপ্রকার পাখির বাসা বুঝিয়েছেন, ও
‘গোত্তা’ — হচ্ছে চক্কর মারা বা ঘূর্ণি মারা!!!
অসীম নন্দন বলছেনঃ
ধন্যবাদ দাদাভাই
দুরন্ত জয় বলছেনঃ
ধন্যবাদ আপনাকে……
অসীম নন্দন বলছেনঃ
can levitra and viagra be taken togetherগুলকিবাড়ী একটা এলাকার নাম walgreens pharmacy technician application online
দুরন্ত জয় বলছেনঃ
puedo quedar embarazada despues de un aborto con cytotecঅহ!!
অংকুর বলছেনঃ
অনেক সুন্দর দাদা
অসীম নন্দন বলছেনঃ
ভালোবাসা নিয়েন
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
আমার হয়েছে যত জ্বালা পথ হারিয়ে
পথকে ফেলে আগ বাড়িয়ে পথ হতে
যাই, এই বলছি এই শোনো ভাই
আজ কিন্তু অতবেশি ঘাটাবো না তোমায়।।….. অনবদ্য
অসীম নন্দন বলছেনঃ
ভালোবাসা নিয়েন