সড়কদ্বীপ
170
বার পঠিত cialis new c 100পিচের সমূদ্র দুই ধারে।
আমি মাঝে দাঁড়িয়ে সড়কদ্বীপের উপরে।
দ্বীপপুঞ্জ সড়ককে ভাগ করে ফেলে
যেমনি মোজেস তার লাঠির আঘাত দিয়ে সাগরের নীলে domperidona motilium prospecto
তৈরি করে ফেলেন পথ। clomid dosage for low testosterone
পিচের উপর চলে কলচালিত রথ।
তার প্রতিটাতে কত শ্রেণীর মানুষের জীবনের
কত রকমের গল্প। কত রকম মনের
কত রকম চিন্তা।
হঠাৎ সাঁই করে ছুটে যায় বাজিয়ে জীবন মরণের ঘণ্টা
শুভ্র লাল গাড়ি। diflucan 150 infarmed
এক পাশে সদ্য কলেজে ওঠা ছেলেটা-গালে হালকা দাড়ি
পিচসাগর পাড়ি দেবার করছে চেষ্টা।
ওধারে কাজ ফেলে শ্রমিক সস্তা সিগারেটের সাথে মেটায় চায়ের তেষ্টা। levitra generico acquisto
doxycycline monohydrate mechanism of action
ছুটে যাওয়া যানগুলো সাক্ষ্য দেয় কত শত গল্পের।
কিংবা সেখানেই শুরু হয় নতুন কল্পের-
যা বদল আনে মানবজগতে।
আমি হেঁটে চলি মোজেসের মত আমার সড়কদ্বীপের পথে-
দু পাশে পিচ সমুদ্দুর ভেদী।
সড়ক নিয়ে যায় কারে কোন গন্তব্যে, কেউ পৌঁছে হাসি;কেউবা কাঁদি।
-মিনহাজ উদ্দিন শিবলী
১৫/০৩/২০১৫ prednisolone injection spc
দুরন্ত জয় বলছেনঃ
use metolazone before lasixভাল লেগেছে, আপনার একবিতা অনেক ভাল হয়েছে ……
মিনহাজ শিবলী বলছেনঃ