মহানায়কের জন্মদিন
223
বার পঠিত১৯৫৬ সালের কথা ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের গণপরিষদে পাশ হয় পুর্ব বঙ্গের সার্থবিরোধি সংবিধান। বাংলাকে অন্যতম রাস্ট্রভাষা হিসাবে ঘোষণা করা হলেও।সংখ্যাসাম্যের অজুহাতে পুর্ববঙ্গের জনগোষ্ঠীর শতকরা ৬ ভাগ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিনহ করা হয়।অর্থাৎ বাঙালি প্রতিনিধিত্ব ৫৬ ভাগের পরিবর্তে ৫০ ভাগ এবং পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিত্ব ৪৪ ভাগের পরিবর্তে ৫০ ভাগ করা হয়।৮০ জন সদস্য বিশিষ্ট গণপরিষদে আওয়ামীলীগের সদস্য সংখ্যা ছিল মাত্র ১৩ জন। free sample of generic viagra
এই সংবিধানে পুর্ববঙ্গের নাম বদলে পুর্ব পাকিস্তান করা হয়।
প্রতিবাদে নেতার নেতৃত্বে আওয়ামীলীগের ১৩ জনের কেউ এই সংবিধানে স্বাক্ষর করেন নি।
সন্ধ্যায় আরব সাগর তীরে সাংবাদিক ও চরমপত্র বই এর লেখক এম আর আখতার মুকুল কে নেতা বলেছিলেন…
“দেখিস যদি বেচে থাকি তাহলে এই পুর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানাবোই”
হ্যা তিনি তার কথা রেখেছিলেন, পুর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছিল।
আজ তার জন্মদিন,শুভ জন্মদিন হে মহানায়ক
দুরন্ত জয় বলছেনঃ
পোস্টটা আরও দীর্ঘ হতে পারতো…
ইকবাল মাহমুদ অনিক বলছেনঃ
ইচ্ছে করেই সংক্ষিপ্ত করলাম
তারিক লিংকন বলছেনঃ
হ্যাঁ তিনিই পেরেছেন…
মহানায়ককে সালাম online pharmacy in perth australia