চূড়ান্ত ছদ্মবেশ
174
বার পঠিততোমার না বলা শব্দগুলো
দিয়ে আমার হৃদয় ছিঁড়ে ফেলো।
আগামীকালের মূহুর্ত হঠাৎ
ভাসিয়ে নিয়ে যায় স্রোত।
আমার কারণ দর্শানো না হয়
আর তোমার নেই সময়
উভয়ে করছি এমনই কিছুর অপেক্ষা
যার পাব না কভু দেখা।
দিগন্তের ঐ আলো
গতকাল আরও উজ্জ্বল ছিল।
ছায়ার উপর ভাসমান-
বিবর্ণ হতে থাকা আসমান।
বলেছিলে রবে চিরকালে;
বলেই চলে গেলে পিছলে।
এটাই বোধহয় সর্বশেষ
চূড়ান্ত ছদ্মবেশ।
আমি চেয়েছিলাম-
তোমার লুকানো তথ্য।
তুমি জানতে চাইলে
আমার না বলা যত সত্য। venta de cialis en lima peru
আমি দেখি না কোন কারণ ক্ষমার-
পূজা কর না আমার পাপের প্রতীমার।
উভয়ে টিকিট কেটেছি সেই রেলে
যে আমাদের গেছে পেছনে ফেলে।
দিগন্তের ঐ আলো
গতকাল আরও উজ্জ্বল ছিল।
ছায়ার উপর ভাসমান-
বিবর্ণ হতে থাকা আসমান।
বলেছিলে রবে চিরকালে; para que sirve el amoxil pediatrico
বলেই চলে গেলে পিছলে।
এটাই বোধহয় সর্বশেষ
চূড়ান্ত ছদ্মবেশ। thuoc viagra cho nam
-(Final Masquerade- Linkin Park)
মিনহাজ উদ্দিন শিবলী (অনুদিত) will metformin help me lose weight fast
১৬/০৩/২০১৫
দুরন্ত জয় বলছেনঃ
অনুবাদ?
ভাল হয়েছে… synthroid drug interactions calcium
নিকৃষ্ট মানুষ বলছেনঃ
হুম। অনুবাদ।