তিয়াস
128
বার পঠিতবিধাতা মোরে দিয়াছে তিয়াস, তিয়াস মিটাতে দেয় নাই পানীয়।
কোমল, কঠিন কোন পানীয়ের ধারা বয়ে দিতে তার ইচ্ছে নেই সামান্য।
আরে বোকা সৃষ্টি, তাকায় দ্যাখ, তোর হাতেই ছিল শরাবের বোতল।
সূরা পানের ঘোরে ভাঙা কাঁচের টুকরায় নিজেরেই করলি কতল।
সৃজিয়া বিশাল সমুদ্দুর পাঠায় দিলা তার মাঝে, খুঁজে পাই না তল।
চারদিকে কত দিলা পানি, দিতে ভুলে গেছ তিয়াসের লাগি সুপেয় জল।
অলস জীব, তোরে আমি দিয়েছি মস্তিষ্ক সর্বোৎকৃষ্ট, কাজে লাগা তা।
তোরে সৃষ্টির কারণ খুঁজে দেখ, কেন প্রার্থনায় আমায় দিস তাগাদা?
ঈশ্বর আর সৃষ্টির কথোপকথন চলেই, বোকা সৃষ্টি বোঝে না ঈশ্বরে।
বোকা মন নিয়ে বুঝতে গিয়ে ভুল বুঝে অকারণে অশান্ত করে বিশ্বরে। doctus viagra
-মিনহাজ উদ্দিন শিবলী
০৩/০৩/২০১৫
দুরন্ত জয় বলছেনঃ
synthroid drug interactions calcium/ অলস জীব, তোরে আমি দিয়েছি মস্তিষ্ক
সর্বোৎকৃষ্ট, কাজে লাগা তা।// এটাই তো করি না!