আমি বিদ্রোহ করব
476
বার পঠিতআমি বিদ্রোহ করব।
আমি বিদ্রোহ করব সকল জাতির
নারী এবং পুরুষের বিরুদ্ধে
যাদের হৃদয় আছে।
আমার বিদ্রোহে সকল জীব
এমনকি উদ্ভিদও
এবং উদ্ভাবক জগদীশ বসু।
আমি বিদ্রোহ করব
মাটি ফুঁড়ে সদ্য অঙ্কুরিত কিশলয়ের,
পৃথিবীর সকল সৌন্দর্যের বিরুদ্ধে।
যেখানে গ্রথিত হয় আবেগ, ভাললাগা
ভালবাসা।
এ ভালবাসার মর্ম জগত বোঝে না
নেই তা মেনে নেয়ার স্বাভাবিক রীতি
তবে কেন তার এত কারখানা
অহেতুক বিষ্ঠার আঁতুড় ঘর?
আমি বিদ্রোহ করব আমার অতীতের প্রতি
আমার জন্ম, শিক্ষা, ক্রমবিকাশ
গঙ্গা থেকে গঙ্গারিডই
এবং তারও আগের সকল পূর্বপুরুষ।
আমি বিদ্রোহ করব ভবিষ্যতের প্রতি
এবং বর্তমান অস্তিত্বের।
আমার বিদ্রোহ রাধা থেকে ভেনাস
নজরুল থেকে কীটস।
দেখালেন যারা সেই অসমর্থিত ধর্মের পথ,
তাদের সবার বিরুদ্ধে।
আমি বিদ্রোহ করব আমার প্রতি,
স্বীয় আত্মার প্রতি
আমার শরীর, মস্তিস্ক
এমনকি আমার হৃদয়।
আমার বিদ্রোহ স্বয়ং স্রষ্টার প্রতি
প্রাণ দানে যিনি সৃষ্টি করেছেন হৃদয়
আবেগ-অনুভূতি-ভালবাসা
অথচ অবহেলা যার পরিণতি দানে
পৃথিবীর সবচেয়ে সুন্দরতম রীতির
যত্তসব বিশৃংখল নিয়ম।
কোন সৃষ্টি মহান, অস্তিত্ব স্বীকার করে
যেখানে ভালবাসা নিরুত্তর?
তবে কেন হেন সব ভ্রান্তি-ভ্রম?
দাবি একটাই-
জগতের সকল সত্য প্রেমের মুক্তি হোক
সৌন্দর্য পাক পরিপূর্ণতা
নাহয়, আর কেন এ সৃষ্টিসকল?
আমি শুধু ভালবাসা চিনি
আমায় ভালবাসা দাও
নাহয় আমি বিদ্রোহ করব।
অংকুর বলছেনঃ
কবিতা খুব একটা বুঝিনা। তবে ভালো লাগল পড়ে।
দুরন্ত জয় বলছেনঃ
আমিও কম বুঝি
অংকুর বলছেনঃ
জয় কম বুঝ কিন্তু কবিতা তো লেখ
দুরন্ত জয় বলছেনঃ
ওগুলো কবিতা হয়!!!
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
ধন্যবাদ।
ঘুমন্ত বলছেনঃ
acquistare viagra in internetঅনেক সুন্দর লিখেছেন ভাই। পড়ে ভালো লাগল
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
অনেক ধন্যবাদ
তারিক লিংকন বলছেনঃ zoloft birth defects 2013
—
দারুণ…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আসলেই অসাধারন… posologie prednisolone 20mg zentiva
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
আপনারা যতটা দারুণ বলছেন, আসলেই কি ততটা দারুণ লিখেছি!!!
জানিনা।
দুরন্ত জয় বলছেনঃ glyburide metformin 2.5 500mg tabs
আসলেই হয়েছে
স্পীকার বলছেনঃ
দাবি একটাই-
জগতের সকল সত্য প্রেমের মুক্তি হোক
সৌন্দর্য পাক পরিপূর্ণতা
নাহয়, আর কেন এ সৃষ্টিসকল?
লাইনগুলো ভালো লেগেছে
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
ধন্যবাদ আপনাকে
দুরন্ত জয় বলছেনঃ
will i gain or lose weight on zoloftআমি শুধু ভালবাসা চিনি
আমায় ভালবাসা দাও
নাহয় আমি বিদ্রোহ করব।
ভাল লেগেছে লাইন গুলো
একটা বাংলা ছবির নাম মনে পড়ল
‘ভালবাসা দিবি কি না বল’
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
যার মনে যা
zithromax azithromycin 250 mg
দুরন্ত জয় বলছেনঃ
side effects of quitting prednisone cold turkeyমাথায় বারি মারার ইমো নাই কেন!!
অংকুর বলছেনঃ
আমি মাইরা দেই? metformin gliclazide sitagliptin
দুরন্ত জয় বলছেনঃ
দেখেন ডন ভাই দেখে রাখেন কার মনে কি আমি কইলাম ইমোর কথা আর , অংকুর সাহেব আছে আপনারে বারি মারার ধান্দায়!
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
এ বছরে আরেকটি মুক্তি পাচ্ছে- “ভাল তোকে বাসতেই হবে”
দুরন্ত জয় বলছেনঃ
মাইরা লা!! cialis new c 100
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
জয় ভাই রে না মারলে ওনি কিন্তু বিদ্রোহ করবে বললাম
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
হে হে…
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
আমি শুধু ভালবাসা চিনি
আমায় ভালবাসা দাও
নাহয় আমি বিদ্রোহ করব।
অসাধারণ accutane prices
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ can levitra and viagra be taken together
ধন্যবাদ