আমি লিখব
345
বার পঠিতআমি লিখব,
আমার কলমের গলা টিপে হত্যা করতে পারবি না।
ধর্মের নামে ধান্দাবাজি আর করবি সন্ত্রাস।
ফেলবি নাহয় আরও একটা দুটা বেশি লাশ।
ওরে বোকার দল-
যত চেষ্টাই করিস তোরা, পাপ থেকে পার পাবি না।
আমি লিখব,
আমার কলমের গলা টিপে হত্যা করতে পারবি না।
মস্তিষ্ক ধোলাই করে ফলন করছে মিথ্যার বীজের।
চিন্তা-চেতনা-বিবেক-বুদ্ধি তোর কিছুই নাই নিজের।
ওরে মুনাফিকের দল-
প্রকৃত ধর্মের সৌন্দর্যের মর্ম কভু অনুভব করবি না।
আমি লিখব,
আমার কলমের গলা টিপে হত্যা করতে পারবি না।
যে ধর্মের দোহাই দিয়ে তোরা করে যাস অন্যায়,
সে ধর্ম তোর মত পাপীরে নিবে না স্বর্গের দরজায়।
তোরাই নাস্তিকের দল-
মিথ্যা ধর্মের চশমা চোখে ধর্মের আলো দেখবি না।
আমি লিখব,
আমার কলমের গলা টিপে হত্যা করতে পারবি না।
-মিনহাজ উদ্দিন শিবলী
২৭/০২/২০১৫
দুরন্ত জয় বলছেনঃ prednisone side effects menopause
তোরাই নাস্তিকের দল-মিথ্যা ধর্মের চশমা চোখে ধর্মের আলো দেখবি না।
অংকুর বলছেনঃ
lasix dosage pulmonary edemaএইসব ভন্ড নিয়ে আসলে চলাও মুশকিল। সম্মুখযুদ্ধ হইলে এদের কবে শেষ করে দিতাম। কিন্তু এরা পলিটিক্স করে। ধর্ম নিয়ে পলিটিক্স। মানুষকে ভুল বুঝায়। এইটার প্রতিরোধ করার একটাই উপায়। লিখে যেতে হবে
মিনহাজ শিবলী বলছেনঃ
লিখতে গিয়েই অভিজিৎ, থাবা বাবারা মৃত্যু বরণ করে। লিখলেও মারে। বললেও মারে। তবে কি চুপ থাকব?অবশ্যই না। সত্য বলে মরে যাওয়াও ভাল। সৃষ্টিকর্তা দেখবেন কে সত্য কে মিথ্যা; সে বিচারের ভার তাঁর হাতে। আর যারা সৃষ্টিকর্তায় অবিশ্বাসী তারা তাদের বিবেক দিয়ে বিচার করবে কে ভুল আর কে ঠিক।
ঘুমন্ত বলছেনঃ
prednisolone injection spcঠিক বলেছেন। কত জনকে মারবে এরা? লিখেই যেতে হবে। আমাদের কথাগুলো সবাইকে জানাতে হবে। ধর্ম নিয়ে পলিটিক্স আর না cialis 10 mg costo
অংকুর বলছেনঃ
কলম চলবে
acheter cialis 20mg pas cher