ইচ্ছে
309
বার পঠিতদুষ্টুমিতে, মিষ্টি মেয়ে
তুই কি আমার মন ভরাবি?
শক্ত করে, হাতটি ধরে, চিমটি কেটে ,
আমার সনে পথ চলবি?
দুপুর বেলার তপ্ত রোদে,
রুমাল দিয়ে, ঘাম মুছে,
ক্লান্তি আমার দূর করবি?
মাঝে মধ্যে, ইচ্ছে হলে,
তুই কি আমায় পত্র দিবি?
ভালবাসতে চাইলে তোকে,
তুইও কি আমায় ভালবাসবি? viagra alternatives canada
মিনহাজ শিবলী বলছেনঃ
এটা লিখে প্রেম পত্র দিয়ে ফেলেন।
দুরন্ত জয় বলছেনঃ
মেয়ে যদি বুঝতো তাহলে তো হতই!
মিনহাজ শিবলী বলছেনঃ
আহারে, বোঝেনা সে বোঝেনা
দুরন্ত জয় বলছেনঃ
budesonide vs prednisone for catsহুম :’( :’(
অপার্থিব বলছেনঃ
বহুদিন পর কোন ছড়া পড়লাম …
অংকুর বলছেনঃ
এই লাইনগুলো সুন্দর।
আর আমআমরা কাউকে ভালোবাসলে সেও ভালোবাসবে এমনটা জরুরি না
এইমলেস ভেনাম বলছেনঃ