অস্তিত্বহীন সত্তানামা
314
বার পঠিত একটি অস্তিত্বহীন সত্তা বিরামহীন করছে ছোটাছুটি
একপ্রান্ত থেকে অন্য।
এক হাতে তার ধ্রুব সদ্য কাটা লাল রক্তের দাগ দুটি
শত্রু হননের জন্য।
একলা নয় সে, আরও কিছু অস্তিত্বহীন সত্তা চারদিকে
দিচ্ছে বেশ বিনোদন।
আমার কাছে কিছু অতি দুর্বোধ্য শ হাজার লাইন লিখে
আনে ছদ্মবেশী কজন। can your doctor prescribe accutane
পরিচয় এখন তাদের নানান, জলদস্যু একটা তার।
করে নাকি ক্ষতি সাধন।
তৃতীয় বিশ্বের সদস্য তাদের দিয়ে রাখে আশার ভার।
বুর্জোয়ার অরণ্যে রোদন।
সত্তা হতে পারে অস্তিত্বহীন, তবুও মিশে যায় অস্তিত্বে।
বাস্তব যদিও নয়।
পরাবাস্তবের নেশাখোর সত্যের মতই বিশ্বাস করে মিথ্যে।
মিথ্যাই বড় ভয়।
-মিনহাজ উদ্দিন শিবলী
২৩/০২/২০১৫
দুরন্ত জয় বলছেনঃ
বুঝি নাই
মিনহাজ শিবলী বলছেনঃ
বুঝায় দিব
দুরন্ত জয় বলছেনঃ clomid over the counter
অবশ্যই…
অংকুর বলছেনঃ
লাইনগুলো ভালো লেগেছে