একুশের শ্রদ্ধা…
242
বার পঠিতঅনেক শ্রদ্ধাজ্ঞাপন করলেন আজ…
ফুল দিতে গিয়ে ঠেলাঠেলি, গুতাগুতি, পাড়া-পুড়া দিয়ে চারপাশের মানুষকে অতিষ্ঠ করে শেষ পর্যন্ত একাধারে সফল ও ক্লান্ত…
আমি যেতে পারি নি। কিন্তু টিভিতে দেখেছি আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিশ্বাস করুন আর নাই করুন, ভাল লেগেছে… অনেক ভাল লেগেছে।
কিন্তু দিনশেষে নিজের মনে উচ্চারিত হওয়া একটা প্রশ্ন আপনাকেও করতে ইচ্ছে করছে-
ভাষা শহীদরা কে কোথায় কিভাবে মারা গিয়েছিলেন এবং তাদের কোথায় দাফন-কাফন করা হয়েছে, তাদের পরিবার কেমন আছে- জানেন?
লজ্জিত ভাবে স্বীকার করছি- আমি জানি না। about cialis tablets
আমি আরও স্বীকার করছি, যে এসব ব্যাপারে কোনদিন ন্যূনতম জানার চেষ্টাটাও করি নি।
পেশাগত ব্যাপারে একজনের সাথে কথা বলতে বলতেই ব্যাপারটা উঠে এলো। আর ভেতরে ভেতরে একটু একটু করে লজ্জিত বোধ করতে থাকলাম…
দুরন্ত জয় বলছেনঃ
আমিও একই কারণে লজ্জিত…
Nayon বলছেনঃ
লজ্জিত দেশ ও জাতি!