অর্ধসত্য ইতিহাস
372
বার পঠিতজাদুঘর দেখেছ? জাদুঘর?
সেখানে জাদু দেখায় কিনা?
আরেহ নারে বোকা, ধুর।
ওই যে আধা সত্য আছেনা,
যাকে তারা কিনা ইতিহাস ডাকে,
সে নাকি সেখানে কথা বলে।
ইতিহাস মনে রাখবে কাকে?
মানুষকেই, তবে সে জয়ী হলে।
বাকি অর্ধেক মানুষের জীবনের
কোন অস্তিত্ব নেই ইতিহাসে,
পরাজিতদের কি ঠাঁই হয় মনের
মাঝে? তাদের উড়াও উপহাসে।
অর্ধ সত্য ইতিহাস আসে ফিরে
বারবার, কারণ তুমি যাও ভুলে-
চাও নাম যেন জয়ীর কূলে ভিড়ে
কিন্তু যাচ্ছ বিশ্বাসঘাতকের দলে।
মনে পড়ে মীরজাফর আলী খান?
জয়ী দলেই ছিল তবুও পরাজিত।
বা রাজাকারের পেয়ারে পাকিস্তান?
হারের চেয়ে বিশ্বাসঘাতকতা ঘৃণিত।
ইতিহাস কি শুধু জয়ীদের কথা বলে?
না, সে মনে রাখে কে বিশ্বাসঘাতক।
হয়ত জিতে গেলে ছলে-বলে-কৌশলে,
তবু মিথ্যা বুলি নিয়ে যাবে কাহাঁতক?
প্রকৃত সত্য নিজেই আসবে বেরিয়ে
আজ,কাল কিংবা শত বর্ষ পরেও।
তখন আর পার পাবে না লুকিয়ে-
জয় সত্যের হবেই হাজারবার হেরেও।
-মিনহাজ উদ্দিন শিবলী
১৪/০২/২০১৫
(ভালবাসা দিবস কিংবা স্বৈরাচার প্রতিরোধ দিবস, যে যেটা সমর্থন করেন সেটার শুভেচ্ছা )
দুরন্ত জয় বলছেনঃ
সেই সেই সেই হয়েছে। buy kamagra oral jelly paypal uk
মিনহাজ শিবলী বলছেনঃ
ধন্যবাদ
পারভেজ এম রবিন বলছেনঃ
চূড়ান্ত সত্য।
অপার্থিব বলছেনঃ
ভাল লাগলো কবিতাটি।
তারিক লিংকন বলছেনঃ
চমৎকার লাগলো। সত্যের জয় অনিবার্য এইটাই চূড়ান্ত…
মিনহাজ শিবলী বলছেনঃ
synthroid drug interactions calciumসত্যই চিরকাল চূড়ান্ত বিজয়ী
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
সত্য। সত্য।
ইতিহাসগুলো একপাক্ষিক। zovirax vs. valtrex vs. famvir