যে জীবন ফড়িংয়ের
246 achat viagra cialis france
বার পঠিতওগুলো একটা কাঠামো
শুধুই কিছু মাংস চামড়া টাঙ্গানো একটা হাড়ের ফ্রেম মাত্র।
যাতে তোমরা কেতাদুরস্ত রংচঙা পোশাক চাপাও;
দেখে সং সং লাগে, সেটা কি জানো?
আবার বাহারী তাদের নাম; মানুষ, মানব, মনুষ্য।
নীল রঙা রক্ত বইছে যার শরীরে তার গায়ে বেঢপ কদাকার সবুজ জামা;
যেন কত শ্যমলীমা আর মমতা তার মাঝে।
ধূসর বিবর্ণ ছাই রঙা ভেতরের মানবের শরীরে ঝুলছে লাল জামা,
যেন কত উচ্ছলতায় ভরপুর।
আমার দমবন্ধ করা হাসি পায় এদের সার্কাস দেখে।
কেউ দড়বাজিকর, কেউ ছলনাময় জাদুকর।
এসব কাঠামোগুলো কেবল ঠায় দাড়িয়ে থাকে।
ক্লান্তিকর একঘেয়ে সুন্দর বিস্ময়কর কিন্তু হতাশ।
তাদের চকচকে আয়নার মত চামড়া কেবল প্রতিফলিত করে।
নিজের দিকে শক্ত প্যারা লাগানো আবরনে
তাদের কখনো দেখা হয় না নিজের চেহারা।
তাদের হৃদয়ের পাশে কস থেটা, টেন থেটা, সাইন থেটা
মানে ক্যালকুলেটর- গননার যন্ত্র। পুনঃপৌনিক যার হিসেব
মূলদ অমূলদের জটিলতাপূর্ণ। acquistare viagra in internet
আমি সেইসব কাঠামোকে ঘৃনা করি।
আমার তো হবার কথা ছিল কোন শহুরে ম্যাগপাই।
কিন্তু এইসব কাঠামোর বন্দুকের ভয়ে পাখি হওয়া হয়নি।
যে জীবন আমি যাপন করছি সেটা আমার নয়।
এ জীবন একথা অন্যকারো।
হয়তো এসব যে জীবন ফড়িংয়ের।
Bangla Kosh বলছেনঃ
buy kamagra oral jelly paypal ukঅসাধারণ লিখনী ।
এমন লিখা আরো চাই লেখকের কাছে বাংলা কবিতা অনুরোধ ।