“বিশ্বকাপের চৌদ্দগুষ্ঠি – ১ম পর্ব”
323
বার পঠিতপ্রাপ্ত গবেষণা অনুযায়ী প্রখ্যাত ভবিষ্যৎবোদ্ধা দাদা শুভংকরের মতে, এ বিশ্বকাপে প্রথম হোচট খাবে #নিউজিল্যান্ড। আগামী ১৭ ফেব্রুয়ারি #স্কটল্যান্ড এর বিপক্ষে হারবে তারা বলে ধারনা দিয়েছেন তিনি। তিনি প্রায় ২ ঘন্টার চেষ্টায় বিশ্বকাপের গ্রুপ পর্বের ফল পেয়েছেন। তিনি এও বলেছেন কাল তিনি গভীর পর্যবেক্ষণ করবেন এ বিষয়ে। আশার বাণী হলো তার ভবিষ্যত বর্ণনায় তিনি বলেছেন বাংলাদেশ ৫ টি ম্যাচে জয়ী হবে এমনকি অষ্ট্রেলিয়ার সাথেও। বিষয়টি আসলেই বেশ রোমাঞ্চকর, তিনি তার গবেষণা লব্ধ খসড়া ফল আমার হাতে কিছুক্ষন আগে হস্তান্তর করলেন। তা থেকে দেখা যায় যে ভারত (!) সর্বোচ্চ ম্যাচ জিতবে, ৬টি! এছাড়া অষ্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিন আফ্রিকা ৫ টি করে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে যাবে। পিছু ছাড়ছিনা কেননা এই দাদা শুভংকর ই প্রথম ২০১০ সালে বলেছিলেন ভারত - শ্রীলংকা ২০১১ এর ফাইনাল খেলবে এবং রোমাঞ্চকর ম্যাচে বিজয়ী
হবে ভারত।
সে যাই হোক তিনি কাল ১২ টায়
আমার সাথে আবার এ বিষয়ে
আলোচনা করবেন বলে সিদ্ধান্ত
নিয়েছেন। তিনি নাকি দেখছেন
বাংলাদেশ ফাইনাল খেলছে……..
তার কপলে ফুল-চন্দন (মৃত্যুর পরে
হিন্দুদের কপল,কপালে ফুল, চন্দন
দিয়ে অলংকৃত করা হয়) সেঞ্চুরির
(১০০ বছর) আগে না জুটুক এই চাই।
দুরন্ত জয় বলছেনঃ
হহাহা!!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
তারিক লিংকন বলছেনঃ
বাংলাদেশ ফাইনাল খেলবে এই স্বপ্ন দেখি!!
শঙ্খনীল কারাগার বলছেনঃ
side effects of quitting prednisone cold turkey