নববর্ষের ছড়া / শঙ্কর দেবনাথ
261 sildenafil efectos secundarios
বার পঠিতসকল জীবন ধকলবিহীন sildenafil basics 100 mg filmtabletten
নকলবিহীন সুখে, cialis online pharmacy forum
শান্তিতে থাক,
ক্লান্তিবিহীন বুকে।
ফুল ফুটুক আর ডাকুক পাখি
মাখুক আঁখি আলো,
ঘৃণার ঘরে বীণার স্বরে
মুছুক মনের কালো।
clomid and metformin success stories 2011
কেউ না যেন দুঃখে থাকে
রুক্ষে থাকে একা,
ইচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায়,
গন্ধে জড়াই লেখা। malaria doxycycline 100mg
side effects after stopping accutane
শঙ্কর দেবনাথ বলছেনঃ
সভ্যতার সকল সহ ব্লগার, পাঠক পাঠিকা ও সভ্যতার নেপথ্যের মাননীয় কারিগর গনকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই ভালোয় এবং আলোয় থাকুন।
শঙ্কর দেবনাথ।
তারিক লিংকন বলছেনঃ
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা…
আপনার লিখা এতো ছোট হয় ক্যান?
মাশিয়াত খান বলছেনঃ
rx drugs online pharmacyআপনাকেও শুভেচ্ছা
শঙ্কর দেবনাথ বলছেনঃ
আমি ছোটই লিখি। শুধু বড় হলেই কি লেখা সার্থক হয়? লেখক কে বাকসংযমী হতে হয়। অকারণ বেশি বলা কি সাহিত্যের কাজ, নাকি অল্প কথায় বেশি বলা?
মতামত দেবার জন্য সবাইকেই ধন্যবাদ।
banglakobita বলছেনঃ
does accutane cure body acneআজকের কবিতা: পৃথিবী কেঁদোনা আর
ভিজিট করুন: https://bit.ly/3e1cYHJ