হরতাল
368
বার পঠিত- একদিন হরতাল হবে,
অপ্রেমের বিরুদ্ধে সর্বাত্নক হরতাল হবে!
অনশন করবে প্রেমভিখারী কপোত কপোতী!
স্লোগান হবে ফিরিয়ে দেয়া দলের বিরুদ্ধে!
কোণঠাসা করা বজ্র চাহনির ঘৃণাকে,
ফিরিয়ে দেয়া মুখগুলো পড়বে এক বিপাকে!
গণতান্ত্রিক সাইনবোর্ড হবে প্রেমিক কিংবা প্রেমিকার হৃৎপিন্ডের স্মারকলিপি,
সহসা কোন গোলাপের বাগানে প্রেমিকের হুংকার কোলাহল বাড়াবে!
অসংখ্য ছেড়া খাম আর নির্ঘুম রাতে শহর উত্তাল হবে!
বিদ্রোহীরা সেদিন প্রেমশহর ঘেরাও দেবে,
রক্তার্ত প্রস্তাবে ওদের ভালবাসতে বাধ্য করা হবে!
জানি একদিন হরতাল সফল হবে,
প্রেমিক-প্রেমিকাদের সব দাবি মেনে নেয়া হবে!
অনেকগুলো ‘যদি’ আর ‘কিন্তু’ এর ভীড়ে ঠেলে রাহেল রোদেলার কপাল ছুয়ে দেবে!
অর্পা নামের দেমাগী মেয়েটাও বেকার কৌশিককে ভালবাসি বলবে!
আকাশে বাতাসে সুঘ্রাণ হাফ ছেড়ে বাঁচবে!
সব অপ্রেম জিত হবে,
জানি সেদিনের জন্য হরতাল হবে!
এসজিএস শাহিন বলছেনঃ
শিরোনাম একই বাট টপিক সম্পূর্ণ ভিন্ন।
http://sovyota.com/?p=5139
আপনি কিন্তু চমৎকার লিখেছেন। walgreens pharmacy technician application online
মুদ্রা আতিক বলছেনঃ
private dermatologist london accutaneটপিকটা ধ্বংসাত্বক না এই আর কি
kamagra pastillas
দুরন্ত জয় বলছেনঃ
কবে হবে!!!
মুদ্রা আতিক বলছেনঃ
কবে হবে স্রষ্টা জানেন তবে একদিন নিশ্চিত হবেই। @দূরন্ত জয়
ফাতেমা জোহরা বলছেনঃ
চমৎকার…
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ ফাতেমাপু