কন্সটান্টাইনঃ রাজনৈতিক মেরুকরণে কোণঠাসা ঈশ্বর
বার পঠিতকন্সটান্টাইন দা গ্রেট, কিংবা ফ্লাভিয়াস ভেলেরিয়াস আয়লোরিয়াস কনস্টানিয়াস আগাস্টাস, যিনি কন্সটান্টাইন ১ বা সেইন্ট কন্সটান্টাইন নামে সর্বাধিক পরিচিত। রোমান সেনা অফিসার ফ্লাভিয়াস ভেলেরিয়াস কন্সটান্টাইন এর এই পুত্র ছিলেন ৫৭তম রোমান সম্রাট কন্সটান্টাইন। ২৫ জুলাই ৩০৬ খৃষ্টাব্দ হতে, ২২ মে ৩৩৭ খৃষ্টাব্দ পর্যন্ত ক্ষমতায় থাকা এই রোমান সম্রাট তাঁর সময়ে অনেক সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সংস্কার করেন, যা শুধু সমকালীন ইতিহাসে নয় এখন পর্যন্ত সুদূরপ্রসারী প্রভাব রেখে চলেছে।
আজ সামরিক বিষয়াদি নিয়ে কথা বলবো না। আজ কথা বলবো সামাজিক আর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে।
কৃশ্চিয়ানিজম বা ক্যাথলিজম, পৃথিবীর বৃহত্তম এই সংগঠনের প্রকৃত প্রতিষ্ঠাতা কন্সটান্টাইন! কনস্টান্টাইন কে বলা হয় ইতিহাসের প্রথম ক্যাথলিক খৃস্টান সম্রাট! কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এ কথাটির যৌক্তিকতা কতটুকু। এ ব্যাপারে সন্দেহ নেই, কন্সটান্টাইন প্রথম খৃস্ট ধর্মকে রাস্ট্রিয়করন করেন। তিনি বাইবেল আপ টু ডেট মানে সোজা কথায় সংস্কারের ঘোষনা দেন। ইনফ্যাক্ট ভ্যাটিকান সিটির প্রায় তাবৎ ক্ষমতা কন্সটান্টাইনের প্রদত্ত। কিন্তু নিজুত টাকার প্রশ্ন হচ্ছে, কন্সটান্টাইন কি খৃস্টান ছিলেন? উত্তর হচ্ছে, হ্যাঁ এবং না। হ্যাঁ এই জন্য তাকে ব্যাপ্টাইজ করা হয়েছিল মৃত্যু শয্যায়। আর না এজন্য মৃত্যুর এক ঘন্টা আগেও তিনি খৃস্টান ছিলেন না। সারা জীবন ইভেন খৃষ্ট ধর্মকে জাতীয় ধর্ম ঘোষনার পরের বছর গুলিতেও তিনি জুপিটার মানে গ্রিক জিউসের উপাসক ছিলেন!
নিজের রাজনৈতিক বিচক্ষনতার পরিচয় দিয়েছিলেন তিনি কনস্টিনেন্টাপল ( অধূনা ইস্তাম্বুল ) প্রতিষ্ঠার ভেতর দিয়ে। তার সাম্রাজ্যের এক অংশের মানুষ মানে পূর্বের মানুষ কথা বলত গ্রিক ভাষায়, তাঁরা ছিলেন প্যাগান আর পশ্চিমাংশের খৃস্টানরা কথা বলতেন লুয়াটিনে। তাঁরা হয়ে পড়েছিলেন রোম কেন্দ্রিক মানে আরো ভালোভাবে বললে সেইন্ট পিটার্সের সমাধী কেন্দ্রিক। রোমের রোমানেরা হয়ে পড়েছিলেন সংখ্যালঘু। আর এই কারনেই রাজধানী স্থানান্তর করলেন পূর্ব আর পশ্চিমের মিলনাস্থলে এশিয়া মাইনরের ইস্তাম্বুলে। তার এই সিদ্ধান্ত পরে ইতিহাস বদলে দিয়েছিল।
কনস্টান্টিন বুঝতে চেয়েছিলেন তার প্যাগান ধর্মের অস্তিত্ব রক্ষা করতে। বুঝেছিলেন বাসবে তা আর সম্ভব না। আধুনিক ধর্ম হিসেবে খৃষ্ট ধর্ম বেশ বাড়বাড়ন্ত। নিরাকার ইশ্বরে বিশ্বাসীর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। একটাই উপায় প্যাগান ধর্মকে রক্ষা করার! খৃস্টান ধর্মে বিলীন হয়ে যাওয়া! খৃস্টান ইশ্বর কে আকার দেয়া। আর এতেই হয়ে যায় ইতিহাস! যিশু পরিণত হলেন ইশ্বর পুত্রে, পিতা ইশ্বর মা মানুষ! যেন প্যাগান ডেমিগড!
এ নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো।
এর পরের পর্বে আমরা দেখবো, কি ভাবে খৃষ্ট নিরাকার ইশ্বর প্যাগান সাকার ইশ্বরে বিলিন হয়ে গেলেন।
রেফারেন্সঃ
Athanasius of Alexandria
Epistola de Decretis Nicaenae Synodi (Letter on the Decrees of the Council of Nicaea) ca. 352
Sextus Aurelius Victor, Liber de Caesaribus (Book on the Caesars) ca. 361.
Libanius, Orationes (Orations) ca. 362–65.
Eusebius of Caesarea.
Anderson, Perry. Passages from Antiquity to Feudalism. London: Verso, 1981 [1974]. half a viagra didnt work
MacMullen, Ramsay. Constantine. New York: Dial Press, 1969. ISBN 0-7099-4685-6
Scheidel, Walter. “The Monetary Systems of the Han and Roman Empires”. In Scheidel, ed., Rome and China: Comparative Perspectives on Ancient World Empires. Oxford: Oxford University Press, 2010, ISBN 978-0-19-975835-7
Wright, David H. “The True Face of Constantine the Great.” Dumbarton Oaks Papers 41 (1987): 493–507
para que sirve el amoxil pediatrico
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
অসাধারন প্রেক্ষাপটে চমৎকার আলোচনা… চলুক…
zovirax vs. valtrex vs. famvir
এসজিএস শাহিন বলছেনঃ
সভ্যতায় স্বাগতম। গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার বিশ্লেষণ। পরবর্তী লিখা পড়ার অপেক্ষায়… can you tan after accutane
আসিফুজ্জামান পৃথিল বলছেনঃ tome cytotec y solo sangro cuando orino
পরবর্তী পর্ব দিয়ে দেয়া হয়েছে………… clomid over the counter