প্রার্থনা
211
বার পঠিততুই কি আমার সঙ্গী হবি?
আধখাওয়া আমার চায়ের কাপে চুমুক দিয়ে ঠোঁট পুড়িয়ে
ঝাড়ি দিয়ে ঢঙ্গী হবি?
তোর যাতনায় চুমুক দিয়ে
নষ্ট হবো,ক্লান্ত হবো।
ঠিক তখনই ভেজা চোখের মাসকারা ঐ,
আমার শার্টে মাখিয়ে দিয়ে জেলাস হাসা-হাসবি নাকি?
বলবি হেসে,”সার্ফ এক্সেল! লাগবে নাকি?”
একটু হেসে বলবো আমি, থাক না লেগে!
কি আসে যায়! কার কি আসে!
শারদ রাঙা ঐ নদীর কাশে,থাকবি জুড়ে?
আর কতকাল?শুভ্র পাখি,কৃষ্ণ আঁখি-
আঁকবি কাঁধে পবিত্র ফুল;কান্না ভেজা
আলতো চুমোয় একটু খানি ‘তুই’মাখিয়ে
ফ্রিজের শীতে জমিয়ে নিয়ে জ্বরের ঘোরে মাখবি চুলে?
আমি না হয় থাকবো পড়ে,হাজার বছর রাত্রি যাপন;
এক রাতের ঐ ফুলেল বাসর-কি আসে যায়?
ধুত্তুরি ছাই! আনরোমান্টিক! মরিস না ক্যান!
ফেসবুকের ঐ দুষ্টু ইমো,বুঝেই তো দেখ অন্তত আজ!
আর কতকাল এই ইশারায় সিদ্ধ হবি?
না বলা সব নকশী-কথায় আর কত কাল বিদ্ধ হবি?
তারিক লিংকন বলছেনঃ
আর কতকাল এই ইশারায় সিদ্ধ হবি?
না বলা সব নকশী-কথায় আর কত কাল বিদ্ধ হবি?
শেষের লাইনদুটো চমৎকার লাগলো…
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ cialis online pharmacy forum
আপনার নামটাও আমার খুব চমৎকার লাগে।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ইয়ে মানে, এটা কি ছিল?
scary movie 4 viagra izle
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
কেন ভ্রাতা? ফিলিংস চলে আসছে?
ফাতেমা জোহরা বলছেনঃ ventolin spray precio mexico
দারুণ তো !!