বেচাকেনা।
309
বার পঠিতকাঁপন লাগা শীতল বাতাস
গভীরের রাত গভীরে লুকায়
শিশির ভেজা আঁধার ঢাকে
মন মোহনার বাঁকে বাঁকে।
কে হও তুমি কে হয়বা কার
এক চিলতের বেঁচে থাকা
স্বপ্নেরা সব নিচ্ছে বিদায়
সুদ আসলের ডোরাকাটায়।
ক্লান্ত চোখের ফেরারি ঘুম
নিকোটিনের ধোঁয়ায় ওড়ে
সুখের কাঙ্গাল সুখ খুঁজে যাও
তিন টেক্কার প্রাসাদ বানাও।
এটাই জীবন জীবন যেমন
হাট বাজারের ভেলকিবাজি
মোটের উপর সোয়া আনা
তোমার আমার বেচাকেনা।
Friday, December 19, 2014
4:26:37 AM
তারিক লিংকন বলছেনঃ
doctorate of pharmacy onlineতোমার আমার বেচাকেনা…
কবিতা ভালই লেগেছে দাদা
আহঃ কি ব্যাবসায়ি দৃষ্টি!!!
শঙ্খনীল কারাগার বলছেনঃ
will metformin help me lose weight fastযাক একজন অন্তত পেলাম যে এই অখাদ্যটা গিলেছে। ধন্য আমি ধন্য হলাম।
kamagra pastillas
শিশিরস্নাত দ্রোহি বলছেনঃ
ভাল লাগলো
শঙ্খনীল কারাগার বলছেনঃ venta de cialis en lima peru
মন্তব্যে ও পাঠে অনেক ধন্যবাদ ।
শঙ্কর দেবনাথ বলছেনঃ
সহজ কিন্তু অসাধারন বোধের সুনিপুণ উচ্চারণ। ভাল লাগল।
শঙ্খনীল কারাগার বলছেনঃ
মন্তব্যে ও পাঠে কৃতজ্ঞতা।
দুর্বার প্রলয় বলছেনঃ
শঙ্খনীলদা, ভাল লাগলো লিখাটা।
শঙ্খনীল কারাগার বলছেনঃ
মন্তব্যে ও পাঠে নিরন্তর ভালোবাসা।
দুরন্ত জয় বলছেনঃ
ভাই সাহেব রাত বিরাতে এমন লিখা লিখছেন!
4:26:37 AM!!!!!!!
সবই এখন কিরাম জানি!
ভাল লাগলো।
শঙ্খনীল কারাগার বলছেনঃ
হ্যারে সময়টা আমার ওয়ার্ড ফাইলের টাইম এন্ড ডেট অপশন থেকে ক্লিক করে নেয়া। মিথ্যেটা কে করলো? আমি না আমার কম্পুটার?
এই কিরাম জানির অনুভূতি থেকেইতো কবিতাটা লিখেছি।
যাহ! লজ্জা দিসনা পচা একটা কবিতা তার আবার ভাল লাগা।
এই জয় সভ্যতায় এটা কিন্তু আমার প্রথম পোস্ট।
শিশিরস্নাত দ্রোহি বলছেনঃ
tome cytotec y solo sangro cuando orinoসুন্দর কবিতা about cialis tablets