সেই গাছ এই আজ
250
বার পঠিতপ্রাণ দেয়
ঘ্রাণ দেয়
দেয় ছায়াবুক,
জল দেয়
বল দেয়
দেয় মায়ামুখ।
শিস দেয়
বিষ নেয়
বিষহরা হয়,
জ্বরা নেয়
খরা নেয়
দেয় বরাভয়।
ধরে রাখে
ভরে রাখে
মাটি আর মা-টি,
বাসা দেয়
আশা দেয়
বন্ধু সে খাঁটি।
সেই গাছ
এই আজ
মানুষেরা কাটে,
মুখ বুজে
সুখ খুঁজে
মরুপথে হাঁটে।
শিশিরস্নাত দ্রোহি বলছেনঃ ovulate twice on clomid
সুন্দর কবিতা puedo quedar embarazada despues de un aborto con cytotec
তারিক লিংকন বলছেনঃ
আপনার প্রথম কয়েকটা ছড়ার সাথে মিলাতে পারছি না! এইটা আসলেই চমৎকার হয়েছে
শঙ্কর দেবনাথ বলছেনঃ
তারিক ভাই, আসলে কাব্যবোধ যার যার নিজস্ব বোধী সঞ্জাত। সেখানে অন্যদের সাথে নাও মিলতে পারে। একজনের যে কবিতা বা ছড়া ভাল লাগল, অন্য কারো সেটা ভাল না লাগতেই পারে। আমি আমার কাব্যভাবনা থেকেই লিখি।
মন্তব্য করার জন্য ধন্যবাদ। গঠনমূলক আলোচনা প্রত্যাশা করি।
ভালোয় থাকুন। আলোয় থাকুন।
শুভেচ্ছা সবারই জন্য।
দুর্বার প্রলয় বলছেনঃ can levitra and viagra be taken together
ভাল হয়েছে অনেক কবিতাটা।
শঙ্খনীল কারাগার বলছেনঃ can you tan after accutane
সেই গাছ
এই আজ
মানুষেরা কাটে,
মুখ বুজে
সুখ খুঁজে
মরুপথে হাঁটে।
আমরাতো আমাদের নিয়েই ভাবি আমাদের প্রাণটা নিয়ে ভাবি না।
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ
অল্পকথায় কাজ সেরেছেন, অবশ্যই প্রশংসনীয়।
যা লিখেন মশাই বেজায় ভালো
কোথায় খুঁজব কালো, সবইতো দেখি আলো…. missed several doses of synthroid
বেশ ভাল লাগল……
দুরন্ত জয় বলছেনঃ
ছড়া টা সেই লাগলো! will i gain or lose weight on zoloft
শঙ্কর দেবনাথ বলছেনঃ
শুভেচ্ছা সবাইকেই।