আগামীর পথ চলার মূলমন্ত্র হোক মানবিকতা
1204
বার পঠিত‘সভ্যতা ব্লগ’ তার অগ্রযাত্রা শুরু করতে যাচ্ছে আগামীর পথে, এক নতুন সভ্যতার গোড়া পত্তনের মহতী প্রত্যাশা নিয়ে। তারুণ্যের এই স্বপ্নরঙিন যূথবদ্ধ পথচলায় এক সমদর্শী প্রবীণের সহমর্মিতা ও শুভকামনা জানাবার উদ্দেশ্যেই এই ব্যক্তিগত বার্তা প্রেরণের প্রয়াস।
আমাদের মনে রাখতে হবে যে সভ্যতা মানেই কেবল আগুন আর চাকা আবিষ্কার নয়, কিংবা নয় বাষ্পীয় ইঞ্জিন, বিদ্যুৎ, মহাকাশযাত্রা কিংবা হালের তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক প্রসার। সভ্যতা তার চেয়েও বড় কিছু। সভ্যতা এক শাশ্বত, সর্বজনিন, প্রগাঢ় মূল্যবোধের নাম; যার মূলমন্ত্র হচ্ছে মানবিকতা।
শ্রমজীবী মানুষের মুখপাত্র লেখক ম্যাক্সিম গোর্কি ‘মানুষ’ শব্দটি লিখতে গিয়ে সবসময় বড় হাতের অক্ষর ব্যবহার করতেন। ‘সভ্যতা’ গোষ্ঠীর তরুণদের কাছেও এই প্রবীণের বিনম্র আবেদন, তারাও যেন তাদের যাবতীয় চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা, উদ্যোগ ও অভীপ্সার কেন্দ্রে মানুষকে, তথা জগতের সকল প্রাণবস্তু, প্রকৃতি ও পরিবেশকে স্থান দেন।
সমাজের সকল সুবিধাবঞ্চিত, সংখ্যালঘু, শোষিত ও দুর্বল জনগোষ্ঠীর পাশে থাকার প্রত্যয় এবং আমাদের সকলের ধাত্রীমাতা এই ধরিত্রীর প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যকে রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দিয়েই তবে শুরু হোক এক উন্নততর সভ্যতা বিনির্মাণের লক্ষ্যে, আগামীর পথে আমাদের সম্মিলিত, সগর্ব পদযাত্রা!
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
সভ্যতা খুঁড়ে মনুষ্যত্ব জাগাই…
সভ্যতার মূলমন্ত্র হোক মানবতা…! :-bd
অংকুর বলছেনঃ
soulcysters net metforminমানুষের জন্যই সভ্যতা । সমাজের সকল সুবিধাবঞ্চিত, সংখ্যালঘু, শোষিত ও দুর্বল জনগোষ্ঠীর পাশে থাকার প্রত্যয় এবং আমাদের সকলের ধাত্রীমাতা এই ধরিত্রীর প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যকে রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দিয়েই তবে শুরু হোক এক উন্নততর সভ্যতা বিনির্মাণের লক্ষ্যে, আগামীর পথে আমাদের সম্মিলিত, সগর্ব পদযাত্রা! সহমত
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
চমৎকার বলেছেন অংকুর… :-bd
অংকুর বলছেনঃ
cialis online pharmacy forumধন্যবাদ ডন ভাই
রাজু রণরাজ বলছেনঃ
” সভ্যতার মূলমন্ত্র হোক মানবতা…!”
রাজু রণরাজ বলছেনঃ
ডন ভাই ♥
তারিক লিংকন বলছেনঃ
^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ prednisone side effects in dogs long term
এরপর আর কোন কথা হবে না। এইটাই মুলমন্ত্র হওয়া উচিৎ ‘সভ্যতা’ ব্লগের… sildenafil basics 100 mg filmtabletten
বাংলা ব্লগ দুনিয়ায় সভ্যতা ব্লগকে স্বাগতম । আশাকরি আমরা অনলাইনের যোদ্ধারা একটু মুক্ত এবং স্বাধীন মত প্রকাশের প্ল্যাটফর্ম পাব। শুভ কামনা রইলো আগামীর পথ চলায়…
অংকুর বলছেনঃ
সহমত লিংকন ভাই
ফাতেমা জোহরা বলছেনঃ
:-bd :-bd :-bd ^:)^ ^:)^
অংকুর বলছেনঃ
মানবতার জয় হোক
হারমেস বলছেনঃ
মানবিকতার বিকৃত অংশ দেখছি,,
হুমায়ূন অাজাদ বলেছিলেন:পশু -পাখি ই মানবিক….