বাংলাদেশের ফুটবল, লটারি এবং অন্যান্য।
332
বার পঠিত
মেসি-নেইমার-রোনালদো নিয়ে তর্ক তো অনেক হল। এবার একটু দেশের ফুটবলের দিকে তাকানো যাক। engravidei com clomid no 1 ciclo
এই মুহূর্তে বাংলাদেশ আছে ফিফা র্যাঙ্কিং এর ১৬৫ নম্বর স্থানে। যারা জানেন না তাদেরকে বলি ফিফা’র সদস্য সংখ্যা ২০৯।
একটা সময় বাংলাদেশের ফুটবলের রমরমা অবস্থা ছিল। এটা প্রায় ২০ বছর আগের কথা। ঘরোয়া ফুটবলে আবাহনী-মোহামেডান ম্যাচ ছিল পুরা বারুদে ঠাসা। সাদা কালো আর আকাশী নীলের খেলাকে কেন্দ্র করে আয়োজনও কম হত না। আমি নিজে আবাহনী মোহামেডানের পতাকা উড়তে দেখেছি। তখন আবাহনী মোহামেডানের খেলা উপলক্ষে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যেতো। এটাও আমার নিজের চোখে দেখা। কিন্তু আজ বাংলাদেশের ফুটবলের অবস্থা দেখেন। মাঠ নাই, মাঠ থাকলেও মাঠে খেলা নাই, খেলা হলে দর্শক নাই, লাখ লাখ টাকা খরচ করে কোচ নিয়ে আসে বাফুফে কিন্তু মাসশেষে তারা কোচের বেতন দিতে পারে না। কোচ ফিফার কাছে বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করে। কি লজ্জা কি লজ্জা।
কি বললেন? বাংলাদেশের ফুটবলের মান অনেক নিচে নেমে গেছে? আপনার কথা একইসঙ্গে সঠিক এবং সঠিক না। সঠিক এই কারণে যে, সত্যি বাংলাদেশের ফুটবলের মান পড়ে গেছে। আর সঠিক নয় এই কারণে যে মান এতটা পড়েনি যে সেই খেলা আর দেখাই যাবে না। আসলে আমাদের রুচিতে এসেছে পরিবর্তন। এখন প্রতি ঘরে ঘরে ডিশের লাইন। টিভি অন করলেই ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরি আ সাথে মেসি, রোনালদো, তেভেজ, রোবেন। এখন বাংলাদেশের ফুটবল দেখতে কেন ভালো লাগবে?
কি বললেন? কেন এত কথা বলছি? বলছি, কারণ আপনাদের কাছে আমি সাহায্য চাই। হ্যাঁ, সাহায্য। একটা ধাক্কা দেওয়ার জন্য। এদেশের মৃতপ্রায় ফুটবলকে ধাক্কা দেওয়ার জন্য আমি আপনাদের সাহায্য চাই। করবেন?
কিভাবে সাহায্য করবেন? বলছি। বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য বাফুফে একটা লটারির আয়োজন করেছে। যে লটারি থেকে অর্জিত সমস্ত টাকা ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। হ্যাঁ। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে। প্রত্যেকটা টিকিটের মূল্য মাত্র ২০ টাকা। এরপরেও কি একটা টিকিট কিনবেন না?
কিভাবে কিনবেন? রাস্তার মোড়ে মোড়ে বাফুফে’র এই লটারির টিকিট বিক্রি চলছে। হলুদ পর্দা দিয়ে ঘেরা ভ্যান নিয়ে তারা টিকিট বিক্রি করছে। আর যদি সেরকম ভ্যান না পান তাহলে নিজের মোবাইল দিয়ে টিকিট কিনুন। যে কোন মোবাইল থেকে টিকিট কিনতে bff লিখে পাঠিয়ে দিন ১৬৩২৯ নম্বরে। অন্ততপক্ষে একটা কিনুন। এমনিতে ২০ টাকা কিছুই না। বাংলাদেশের ফুটবলের স্বার্থে অন্তত এটুকু করুন। প্লিজ। propranolol tabletki 40 mg
নিজের দেশের ফুটবলকে যদি আমরা না তুলি তবে কে তুলবে বলুন তো? বাংলাদেশের ফুটবল জেগে উঠলে হয়তো সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমরা বাংলাদেশ থেকে কে ব্যালন ডি অর পাবে সেটা নিয়ে তর্ক করবো।
তার জন্য প্রয়োজন আপনার অল্প একটু ধাক্কা। অল্প একটু…………
অপার্থিব বলছেনঃ
এই বিষয়ে লেখার জন্য লেখককে ধন্যবাদ। দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার জন্য প্রত্যেকেরই এতে কন্ট্রিবিউট করা উচিত
ইমতিয়াজ আজাদ বলছেনঃ buy canadian cialis online
amoxil price in pakistanঅন্তত একটি টিকিট অবশ্যই কিনবেন কিন্তু।
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ
সবার আগে প্রয়োজন ফুটবল মাঠের নষ্ট রাজনৈতিক দূষণ অপসারণ। আপনি কখনই এর থেকে মুক্ত না হলে বিশ্বে সীতা ফেলতে পারবেন না।
আর আপনার প্রস্তাবটি অসাধারন এবং খুব সহজে করা যায়….
♣ হাতে হাত রাখলেই শিকল তৈরি সম্ভব… tadalafil 5mg daily
ইমতিয়াজ আজাদ বলছেনঃ
ফুটবল মাঠের রাজনৈতিক দূষণ অস্বীকার করা যাবে না। তবে আমি মনে করি, এই দূষণ বর্তমানে অনেক কম। এখন ফুটবলের সবচেয়ে বড় সমস্যার নাম স্পন্সর।
স্পন্সরদেরই বা আর দোষ কি? তারা তো নিজেদের ব্যবসাটাই আগে দেখবে।
শিশিরস্নাত দ্রোহি বলছেনঃ
does prednisone cause acneভাল লাগলো
ইমতিয়াজ আজাদ বলছেনঃ
থ্যাংক ইউ।
দুর্বার প্রলয় বলছেনঃ
লিখার জন্য ধন্যবাদ লেখককে।
তারিক লিংকন বলছেনঃ
যেদিন সকালে বোধহয় গত শুক্রবার ফোনে এস এম এস এলো সেদিন আমার নামের তিনটা (আমার, মা আর বাবার…) জিপি নাম্বার থেকে তিনটা লটারির টিকেট কেটেছি…
বাঙলার ফুটবলের জয় হোক!! ভাল একটা কাজ করেছেন যারা এই পোস্টটি পড়বেন সবাই একটি করে অন্তত টিকেট কিনবেন, প্লীজ amoxil for kennel cough
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
সহমত…
ইমতিয়াজ আজাদ বলছেনঃ
ইমতিয়াজ আজাদ বলছেনঃ