জয় বাংলা
450
বার পঠিতমানুষ হত্যা মহাপাপ জানি,
ক্রোধের কাছে পরাজিত হতে নেই তাও জানি!
তারপরও যদি সুযোগ পেতাম,
রক্তচোষা সেই রাজাকারের চোখে
রক্তাক্ষরে লিখে দিতাম “জয় বাংলা” !
পলাশীর পাড় থেকে আত্নাটা কৃতদাস,
আত্নাকে তোতা পাখির মত বুঝিয়েছি!
তোতা পাখিটাও স্বাধীনতা চেয়েছিল,
পরাজিত আত্নাদের বুকের উপর চড়ে
দাপিয়ে দাপিয়ে চিৎকার শহীদ আত্নার”জয় বাংলা”!
গাংচিল উড়ে,
দীর্ঘশ্বাস ছেড়ে সুপ্রভাত হাসে!
এক আকাশ ক্রোধ নিয়ে কাঠঠোকররা মাথা আচড়ায়,
শকুনের হাতে কেন পতাকা উড়ে!
ইচ্ছে হয় রাজাকারের বক্ষপিঞ্জরে পতাকা দেই গেড়ে ! prednisone side effects moon face
মানুষ হত্যা মহাপাপ জানি,
বুদ্ধিমানেরা নাকি ফেরারী স্বপ্নের পিছু ছোটেনা!
তারপরও আমার পূর্বপুরুষের রক্তে ভেজা শার্টের কসম,
সুযোগ হলে শকুনের হৃৎপিন্ডে এক দীর্ঘ আচড় আঁকব!
রক্তের কালিতে শকুনের বুকে গাইব “জয় বাংলা”
নীহারিকা বলছেনঃ
অসাধারন ! জয় বাংলা! buy viagra alternatives uk
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ এবং জয় বাংলা।
using zithromax for strep throat
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
চমৎকার
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ ভাই।
দুর্বার প্রলয় বলছেনঃ
আতিক ভাই অসাধারন হয়েছে। জয় বাংলা।
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ দূর্বার প্রলয়
শিশিরস্নাত দ্রোহি বলছেনঃ
চমকপ্রদ হৃদয় ছোঁয়া
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ ।
sito sicuro per comprare cialis generico
ফাতেমা জোহরা বলছেনঃ acheter cialis 20mg pas cher
দারুণ লাগলো…