জয় বাংলা
450 prednisone side effects menopause
বার পঠিতমানুষ হত্যা মহাপাপ জানি,
ক্রোধের কাছে পরাজিত হতে নেই তাও জানি!
তারপরও যদি সুযোগ পেতাম,
রক্তচোষা সেই রাজাকারের চোখে
রক্তাক্ষরে লিখে দিতাম “জয় বাংলা” ! buy viagra alternatives uk
পলাশীর পাড় থেকে আত্নাটা কৃতদাস,
আত্নাকে তোতা পাখির মত বুঝিয়েছি!
তোতা পাখিটাও স্বাধীনতা চেয়েছিল,
পরাজিত আত্নাদের বুকের উপর চড়ে
দাপিয়ে দাপিয়ে চিৎকার শহীদ আত্নার”জয় বাংলা”!
গাংচিল উড়ে,
দীর্ঘশ্বাস ছেড়ে সুপ্রভাত হাসে!
এক আকাশ ক্রোধ নিয়ে কাঠঠোকররা মাথা আচড়ায়,
শকুনের হাতে কেন পতাকা উড়ে!
ইচ্ছে হয় রাজাকারের বক্ষপিঞ্জরে পতাকা দেই গেড়ে !
মানুষ হত্যা মহাপাপ জানি,
বুদ্ধিমানেরা নাকি ফেরারী স্বপ্নের পিছু ছোটেনা!
তারপরও আমার পূর্বপুরুষের রক্তে ভেজা শার্টের কসম,
সুযোগ হলে শকুনের হৃৎপিন্ডে এক দীর্ঘ আচড় আঁকব!
রক্তের কালিতে শকুনের বুকে গাইব “জয় বাংলা”
নীহারিকা বলছেনঃ domperidona motilium prospecto
pastilla generica del viagraঅসাধারন ! জয় বাংলা!
মুদ্রা আতিক বলছেনঃ prednisolone injection spc
ধন্যবাদ এবং জয় বাংলা।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
clomid dosage for low testosteroneচমৎকার
lasix tabletten
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ ভাই।
দুর্বার প্রলয় বলছেনঃ ampicillin working concentration e coli
আতিক ভাই অসাধারন হয়েছে। জয় বাংলা।
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ দূর্বার প্রলয়
শিশিরস্নাত দ্রোহি বলছেনঃ exact mechanism of action of metformin
চমকপ্রদ হৃদয় ছোঁয়া doxycycline monohydrate mechanism of action
মুদ্রা আতিক বলছেনঃ
use metolazone before lasixধন্যবাদ ।
ফাতেমা জোহরা বলছেনঃ
দারুণ লাগলো… 2nd course of accutane side effects