ঈগল ও পয়ার
449
বার পঠিতকে তুমি
মৌনভাবে দাঁড়িয়ে ওখানে কে,
তন্দ্রা নাকি?
মিথ্যে বলোনা, অন্ধকারে কিচ্ছু
দেখছি না ক্ষমা করব..
তারপর কেমন আছ? ঘুম পাচ্ছে নাকি?
আমি কি ভুল করলাম? নাকি সেই
পুরাতন….
মিশরে যেতে পারি নি, যাই
নি নালিতা বাড়িতে
-শুধু-
তোমার চোখে স্বপ্ন দেখব বলে, আঁকব এক
ক্যানভাসে ছবি
মাতাল হবার শখ ছিল এক সময়, তা য়া
হতে দিলে কই!
কেবলই তোমার ছবি-স্বপ্ন
নিয়ে সারাদিন আমি যাপিত হই।
ভাবছ পাগল হলাম কিনা? আচ্ছা এত
সুক্ষ্মদর্শী হলে কি করে?
লবনের সাথে চিনির স্টোইকিওমেট্রীর
বিক্রিয়ায় নাকি?
-জানা আছে-
বাতাসে যে উগ্রগন্ধ তার মাত্রিক
বিশ্লেষণ?
সিতাব রায় কেন পদচ্যুত হয়েছিল?
রায়দুর্লভ কি বিশ্বাস ঘাতক?
- থাক সে সব কথা-
যবনিকা হলো পাঠ, লও ঘর
স্নিগ্ধ হবে জোছনা,
জোনাকি জ্বালবে বাতি renal scan mag3 with lasix
ফাতেমা জোহরা বলছেনঃ will metformin help me lose weight fast
অনেক ভালো লাগলো …
রাজু রণরাজ বলছেনঃ
অসাধারন।
শঙ্খনীল কারাগার বলছেনঃ
অসাধারণ।
দুর্বার প্রলয় বলছেনঃ zithromax azithromycin 250 mg
can your doctor prescribe accutaneঅসাধারন।