স্মার্টফোন ফিল্মমেকিং
583
বার পঠিত
অনেকেই হয়ত জানেন স্মার্টফোন দিয়েও শর্টফিল্ম এমনকি ফিচার ফিল্মও তৈরি করে ফেলা যায়। কিন্তু এতে কাহিনী আছে। সাধারণত স্মার্টফোনের বিল্ট ইন ভিডিও রেকর্ডিং অপশন দিয়ে আপনি স্রেফ ভিডিও করতে পারবেন। সেটাকে ফিল্মে রুপান্তর করতে পারবেন না। অনেক সময় ফোকাস পয়েন্ট ঠিক রাখতেও বেগ পেতে হয়। ম্যানুয়ালি খুব বেশি ফাংশন থাকে না তাতে। তবে কিছু অ্যাপস আছে যা ব্যবহার করে আইফোন অথবা অ্যানড্রয়েড দিয়েও বেশ ভালো সার্ভিস পাওয়া যায়।
এখানে দুটো অ্যাপস এর ডাউনলোড লিঙ্ক দিলাম। আইফোনের জন্য আপনাকে ৪ ডলার খরচ করতে হবে। তবে অ্যানড্রয়েড এর জন্য অ্যাপটি একদম ফ্রি। viagra sildenafil generic
এই দুটো অ্যাপস দিয়ে আপনি ম্যানুয়াল ফাংশনে শুট করতে পারবেন।
যে দুটি বিষয় লক্ষ্য রাখবেন-
[] অবশ্যই পর্যাপ্ত আলোর ব্যবস্থা করবেন।
[] অবশ্যই স্ট্যাবিলাইজার ব্যবহার করবেন।
ফিল্মিক প্রো (For i-Phone)
https://itunes.apple.com/us/app/filmic-pro/id436577167?mt=8 prednisone side effects in dogs long term
সিনেমা এফভি (For Android)
https://play.google.com/store/apps/details?id=com.flavionet.android.cinema.lite
Happy Film making!!!
তারিক লিংকন বলছেনঃ
ধন্যবাদও… কাজের জিনিস শেয়ার করেছেন
রাফিন বলছেনঃ
আমি কাজের কথাই বলি! হেহেহে! ধন্যবাদ।
দুরন্ত জয় বলছেনঃ
ট্রাই করতে হবে! sildenafil basics 100 mg filmtabletten
রাফিন বলছেনঃ
অবশ্যই করবেন!
একজন আইজুদ্দিন বলছেনঃ
যদিও এ বিষয়ে খুব বেশি আগ্রহ নাই তবুও পোস্ট টা ভাল লেগেছে।
লেখার জন্য ধন্যবাদ।
রাফিন বলছেনঃ
মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ!
ফটু পাগলা বলছেনঃ
আরো বিস্তারিত দিলে ভাল হত না? এটা একটা ব্লগ
রাফিন বলছেনঃ
অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ। একবার চেষ্টা করলেই শিখে যাবেন। তবে আপনার আলাদা কোনও প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব।
রাজু রণরাজ বলছেনঃ
এপটা আছে আমার কাছে, সমস্যা আছে লাইট ভার্সনে। জুম হয়না, পজ দিয়ে আবার শট নেয়ার সুযোগ নেই। শট রিজিউমের সুবিধা থাকলে আরো ভালো হতো।
রাফিন বলছেনঃ
পজ দিয়ে পুনরায় শট নেবার সিস্টেম তো ডিএসএলআর এও নেই।
হ্যাঁ, জুমিং একটা সমস্যা। প্রো ভারসনে হাই কোয়ালিটিতে শুট করা যায়। সেখানে একটু খরচ করতে হয়।
ফাতেমা জোহরা বলছেনঃ
দারুণ তো !!!
রাফিন বলছেনঃ viagra masticable dosis
ধন্যবাদ! আসলেই দারুণ।