ওপার
300
বার পঠিতনদীর এপার থেকে দেখছি,
ওপারের আকাশ ভারী।
মৃত মানুষের চিৎকারে নি:শ্বাস কলঙ্কিত,
আহত হৃদয় খুবলে খুবলে খাচ্ছে শকুনের ঝাক!
তবুও ওপারে যাব,
এপার থেকে শুনছি আমার প্রেমিকার চিৎকার!
ওপারের শহরে,তোমাদের পৌরষত্বের
অহঙ্কারে,
রাস্তার কুকুরের মত ছাপ!
তোমার বাক্য এক থলে অভিশাপ।
যে শহরে আমার প্রেমিকা ভাল নেই,
সে শহর ধ্বংস হোক হিরোসিমার মত করে। openwetware ampicillin
সব খাদকের দল ওপারের ডাস্টবিনে যায়,
মুমুর্ষ কুকুরের থালাতে ভাগ বসায়!
অন্ধরা হাতড়িয়ে খায়,
ওপারে আমার প্রেমিকার ডাক শোনা যায়!
ঈশ্বর আমায় ওপারে নিয়ে যাও।
দুরন্ত জয় বলছেনঃ
বুঝি নি ব্যখ্যা করলে ভাল হয়।