বোকা আমি বোকা মন
615
বার পঠিতসেই আগের মত নেই
বদলে গেছে অনেক কিছু।
এগিয়ে যাচ্ছে সবাই আগে
আমিই শুধু তাকিয়ে পিছু।
চারদিকে সব নতুনের খেলা,
পুরোনো আমি, পাই অবহেলা,
অবহেলিত কবিতারা আজ উঠছে জেগে,
বিশ্বাসের সময়ে- মিথ্যা আমার ভাগে।
বারে বারে আঘাত পেয়েও
ছুটে যাই আঘাতেরই কাছে।
আঘাত আর প্রবঞ্চনার মাঝেই
আমার ভালোবাসা লুকিয়ে আছে।
বোকা ছিলাম,তাই আছি,থাকব সারাজীবন-
বিশ্বাস-অবিশ্বাসে আহত বোকা মন। clomid over the counter
দুরন্ত জয় বলছেনঃ
ভালো লেগেছে। একদম মনের কথা গুলো
মিনহাজ শিবলী বলছেনঃ metformin synthesis wikipedia
ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগল।
তারিক লিংকন বলছেনঃ side effects of quitting prednisone cold turkey
সহজ সরল কাব্যের ঢং এ নিজের ভাবের প্রকাশ…
আরো ভালর অপেক্ষায়! নিয়মিত লিখতে থাকুন!!
জাফরান দেশের কাঁচপোকা বলছেনঃ
বেশ হয়েছে, ভাইয়া। চালিয়ে যাও। irbesartan hydrochlorothiazide 150 mg
মিনহাজ শিবলী বলছেনঃ
about cialis tabletsধন্যবাদ। আমি লিখি কম। আপনাদের লেখা পড়তেই আনন্দ। তবু মাঝে মাঝে কিছু চেষ্টা… viagra vs viagra plus
banglakobita বলছেনঃ
আজকের কবিতা: না জেনে না বুঝে যা হলো আর কি cialis new c 100
ভিজিট করুন: https://bit.ly/2UZhtMc renal scan mag3 with lasix