জানি ৭০০ শ্লোকে পেট ভরে না তোমার
264
বার পঠিতমা, এ দীনের দ্বারে এসেছ?
ভস্ম করবে?
ভিক্ষান্ন ছাড়া আর কিছু যে নেই..
গোলপাতা আর বাশেঁর ছঁাওনি
মাটির হাড়ি,কলার পাতা যার বাসন
তুমি তার কাছে এসেছ মা!
যার কিছু নেই।
মা, আমার দেবার মত কিছুই নেই …..
সন্তানের একটি ইচ্ছাও পূরণ করতে পারিনি
আজ-কাল করতে করে আজ ৪ বছর….
বিবাহিত স্ত্রীর বদনে কখনোই হাসি পাইনি
কোন দিন তাকে প্রণয়মূলক কিছু দেই নি….
ভারী নিতম্ব,উন্নত স্তন, ভরাট অধরযুগলে
কেলি করেছি অহোরাত্র শুধু!
ব্লাউজ- কাঁচুলির আড়ালে থাকা মনকে দেখতে পাইনি
শুধু মাত্র অর্থাভাবে।
মা!
ভুল করেছ নাকি?
এ দীনের দ্বারে এসেছ…..
যার উদরে বড় হয়েছি,
দিবারাত্রি যার বিশ্রাম কেড়েছি
তার দিকে এই সকল পার্বনে,পুজায়
ভক্তিভরে তাকাতে পারিনা!
ভক্তির সাথে অর্থের অনেক মিল মা!
ভুল করেছ নাকি?
এ দীনের দ্বারে এসেছ…
যার ঔরসে জন্ম, যার তিলে তিলে
গড়া ভিটায় আমার বসবাস
তাকে তো নিয়ে গেছ অনেক আগেই….
অর্থের জন্য পিতৃপক্ষে তার তর্পণ করতে পারি না।
মা!
যার হাতে বড় হয়েছি সেই ঠাকুমার মুখ
সর্বশেষ কবে হেসেছিল জানো?
জানো তুমি আমার ঘড়ে গেলে
সে জিজ্ঞাসিবে – ‘ কে? কি চাই? ’
পারবে তার মুখে হাসি ফুটাতে?
যদি নাই পারো মা, তবে এ দীনের
সাথে উপহাস কেন মা?
কেন মার দেবীপক্ষে এ আগমন?
মা!
সত্যি করে বলত ভুলকরেছ কিনা?
ধর্মশাস্ত্রে আর অর্থশাস্ত্রে যে লোকটা সর্বজ্ঞ ছিল
সে কি পেয়েছিল জীবনে?
৪০ বছর প্রত্যহ গীতা, চন্ডী আর ভগবত পরে
কি লাভ করেছিল ঠাকুর দাদা?
বলতে পারো কেন তার সম্পদ-সম্পত্তিতে
অন্যের থাবা পড়েছে?
কেন তার মাতৃ-সম্পদের তার অধিকার নেই?
সে যাই হোক মা বলতে পারো-কবে হাসব?
কি পারো না তো?
পারবে কি করে, পারতো শুধু গিলতে…
এ তিথী, ও তিথী করে করে তো ঢের খাও…
এ আয়ণে তো শুধু ঘুমাও, কাজ-কাম নেই
তবু খাবার জন্য চলে আসো?
কখনো বা আমার মত দীনের ঘরে…
যাতে অভিশাপে ভস্ম করা যায় বংশকে…
যেখানে পাপই সব, পাপেই জন্ম,পাপেই মরন
সেখানে কি দরকার তোমার আসার…..!
কেন এ মতিভ্রম নাকি ছলনা?
সত্যি করে বলতো মা,“ কোন ঋষি পাঠিয়েছে?”
নাকি নিজেই এসেছ?
নাকি ভুল করে এসেছ এ দীনের ঘরে? doctorate of pharmacy online
আমি জানি,
এখন আর ৭০০ চন্ডী শ্লোকে পেট ভরেনা তোমার
গুটিকয়েক স্তুতি,বন্দনায় মুগ্ধ হওনা তুমি
তোমার চাই অনেক অনেক টাকা
মিষ্টান্ন-পায়েস, কাপড়-চোপড়, স্বর্ণ,হিরে জহরত।
জানি, চুনি-পান্নায় আরো বেশি খুশি হও।
জানো মা, তোমাকে দেখার জন্য লাইন ধরে
আর সেই তুমি আমার দ্বারে ? (!)
তারা রাতের পর রাত কাটায়
তোমায় দেখার আশায়।
তোমার মেয়েরা বেশ সাজে,
কেউ আদিম আহ্বান জানায়
কেউ আবার ব্যবসা চালায়!
সে যাইহোক,
মা,
তোমার যা চাওয়া তা আমাতে নয় উচ্চবিত্তে
যাও সেখানে যাও, বৃথা কালক্ষেপণ করো না।
প্লিজ মা,
আমার এ দীন দ্বার থেকে গিয়ে
আমাকে, তোমার এহেন সন্তানকে মুক্তি দাও;
জানি ৭০০ শ্লোকে পেট ভরে না তোমার;
আর কিছুই যে নেই তোমাকে দেবার আমার।
© 190815190809
কোলাহল

যখন বলেছেনঃ জানু ১২, ২০২৩ 
যখন বলেছেনঃ ডিসে ০৮, ২০২২ venta de cialis en lima peru
যখন বলেছেনঃ মে ৩১, ২০২২ about cialis tablets
যখন বলেছেনঃ এপ্রি ২৯, ২০২২ posologie prednisolone 20mg zentiva
puedo quedar embarazada despues de un aborto con cytotecযখন বলেছেনঃ ফেব্রু ২৪, ২০২২ 
যখন বলেছেনঃ জানু ২৫, ২০২২ glyburide metformin 2.5 500mg tabs
যখন বলেছেনঃ জানু ১৬, ২০২২ 
যখন বলেছেনঃ ডিসে ১৯, ২০২১
wirkung viagra oder cialisMohd Shahanoor Alam Bhuiyan Titu @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা
shapan @ প্রসঙ্গ নারী : ধর্মীয় আর সামাজিক বর্বর আইন নারী খৎনা Female Circumcision
Mkjk @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas