স্বপ্নতে মিথ্যে বাস্তব!
513
বার পঠিতহোঁচট খেতে খেতে ছেলেটা যখন তীরে এসে উপস্থিত তখন দেখে কোন বোট কিংবা নৌকা কিছুই নেই। মিথ্যা জীবনের মিথ্যা বাঁচার লড়াই। তাকে যেতে হবে সমুদ্র পারি দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে। ওকে খুঁজে পেতেই হবে। কিন্তু কিভাবে? clomid and metformin success stories 2011
হঠাৎ একটা কলা গাছ দেখে ভেলা বানায় সে, কোন কিছু না ভেবেই চড়ে বসে ভেলায়।ভাসতে থাকে সমুদ্রে।দীর্ঘ্য সমুদ্র পথ পারি দিতে দিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে।হঠাৎ জেগে দেখে তার কলা গাছের ভেলায় পচন ধরেছে,কলা গাছের খোল গুলি খসে যাচ্ছে।আর একটু পরেই ডুবে যাবে সে।ছেলেটা সাতার জানেনা।দিসেহারা হয়ে এদিক সেদিক কিছু একটা খুজে,যা আকরে ধরে বাঁচা নয়, অন্তত ভেসে থাকা যায়।কিন্তু কিছুই খুজে পায়না।চারিদিকে শুধুই শান্ত ঢেও।ভেলাটা একেবারেই অকেজো।ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে ছেলেটা।হাত পা ছুড়াছুড়ি করছে…
হঠাৎ ঘুম ভেঙ্গে যায় রফিকের।জেগে দেখে বিস্তির্ন ধান ক্ষেতের মাঝে গোল করা এক ফাঁকা জায়গায় পাটির মতন কিছু একটায় শুয়ে আছে।একটু খেয়াল করে দেখে ঠিক পাটি নয়, ধান শুকানোর জন্য গরুর গোবর দিয়ে লেপ দিয়ে শুকিয়ে বানানো এক ধরনের খলা।
রফিক কিছুটা অস্বস্তিতে পড়ে যায়।সে এখানে কিভাবে আসল,কেন আসলো তার মনে এমন কোন প্রশ্ন নেই।রফিক শুধু ভাবছে তার স্বপ্নের কথা।এ কেমন ভয়নক স্বপ্ন?চোখ দুটি দেখে মনে হচ্ছে ঘুম না ভাঙলে বুঝি সত্যি সত্যি ও মাঝ সমুদ্রে মারা যেতো।স্বপ্নগুলি এতো বাস্তব হয়ে উঠে কিভাবে? cara menggugurkan kandungan 2 bulan dengan cytotec
রফিক আকাশের দিকে তাকায়।এক নিচ্ছিদ্র কালো মেঘে ঢাকা আকাশ।নিশ্চুপ অন্ধকারে শুষে নিয়েছে জোছনার গৌরবর্ন।বাতাসে দুল খাচ্ছে সবুজ শিষে,ভরা যৌবনের ধান।জোনাক পোকারা ধীরে ধীরে নিভে যাচ্ছে,ওদের ভালবাসার হাটবাজারে আর নেই কোলাহল ঝিঝি পোকার।চারিদিক থমথমে নিস্তব্দতা।
এমন ভৌতিক পরিবেশে খুব ভয় পেয়ে যায় রফিক।রাতের প্রহরী হুতুম পেঁচার ক্ষনে ক্ষনে করে উঠা রহস্যময়ী শব্দে ভীষণ ভাবে মুছরে পড়ে।ঠিক তখনি তার জানতে ইচ্ছে হয়, আমি এখানে কেন?
ভীষণ কালো ঝড় ধেয়ে আসছে।ভয়ে তার পা অবশ হয়ে যাচ্ছে।ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেটে যাচ্ছে।দৌড় দিতে চাচ্ছে কিন্তু পারছে না।খেয়াল করে দেখে সে সামনের দিকে যাচ্ছে না।তার গতি যেন ঝড়ের দিকে।সময় তাকে সময় দিচ্ছে না।অথবা সময় থেমে গেছে।কি হচ্ছে রফিক বুঝতে পাড়ছে না।হঠাৎ এক খাদে পড়ে কেঁদে উঠে।কেউ নেই জেনেও হাত বাড়িয়ে দেয়।হাতের আঙুলের ডগায় প্রথম বৃষ্টির ফুঁটা।
হঠাৎ চোখে মুখে পানির ছটকায় ঘুম ভেঙ্গে যায় রফিকের।চোখ খুলতেই নীতুর চিন্তিত মুখটা চোখের সামনে ভেসে উঠতেই হেসে দেয়,আর বলে আমি কি আজও চিৎকার করে কাঁদছিলাম? না। তুমি চিৎকার করে কাঁদছিলে না। তুমি মরার মত পরে পরে ঘুমচ্ছিলে। তুমি কি জানোনা আজ আমার জন্মদিন, নাকি ভুলে গেছো? তুমি বলেছিলে আমার জন্মদিনে আমাকে সমুদ্রে নিয়ে যাবে। তুমি জানতো, সমুদ্রের গর্জন আমার কত ভালো লাগে! আজ সন্ধ্যা রাতে সমুদ্রের বুকের উপর নেমে আসা আকাশের বুকে জ্বলে উঠা নক্ষত্রের মেলায় দুইজন হারিয়ে যাবো। যলদি উঠো দেরি হয়ে যাচ্ছে তো। propranolol clorhidrato 10 mg para que sirve
জোয়ার এসেছে। ঢেউ গুলি বিশালাকার ধারন করে পাথরের বুকে আছড়ে পরছে। আবারো চোখে মুখে জলের ছটা! রফিক চোখ মেলে দেখে এক বিশাল আকাশ। হাজার হাজার নক্ষত্রের ভিতর হারিয়ে যাওয়া নিতুকে খুঁজার অহেতুক চেষ্টায় ক্লান্তু চোখ দুটি অবশ হয়ে আসে। এটা কি স্বপ্ন নাকি বাস্তব? নিতু কোথায়? এটা স্বপ্ন, এটা অবশ্যই স্বপ্ন! খুব শীঘ্রই আমি ঘুম ভেঙ্গে দেখবো আমি বাসায়। নীতু আমার জন্য অপেক্ষা করছে। ওকে সমুদ্র দেখাতে নিয়ে যেতে হবে! ramipril and hydrochlorothiazide capsules
ণ বলছেনঃ
Inception দেখে এই স্বপ্নের লেয়ার নামক ধারনাটা প্রথম মাথায় আসে। লেখাটা ভাল লেগেছে। লিখতে থাকুন।
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
ধন্যবাদ আপনাকে। ইনসেপশন মুভিটা আমিও অনেক আগে দেখেছি। লেখার পর মনে হইছে এইডা কি লিখলাম,ইনসেপশন হইয়া গেলো যে! =((
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ইনসেপশন থেকে যদি ভালো কিছু হয়,ত্তবে ইনসেপশনই ভালো… =D> >:D<
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
ধন্যবাদ ডন ভাই
দুরন্ত জয় বলছেনঃ
অমিও গল্প পড়ে Inception এর কথা মনে করেছি।
মুভিটা দেখেছি কিন্তু আগা মাথা কিছুই বুঝি নি। খালি স্বপ্ন দেখে।
ফাতেমা জোহরা বলছেনঃ
খুবই ভালো লেগেছে লেখাটা। এরকম আরও লেখা পড়বার অপেক্ষায় রইলাম
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
=)
মাশিয়াত খান বলছেনঃ diflucan one time dose yeast infection
সুন্দর
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
ধন্যবাদ… diflucan dosage for ductal yeast
তারিক লিংকন বলছেনঃ
dream within dream…
দুর্দান্ত ব্যবহারও! ভাল লাগলো!!
আরেকটু বড় হলে আরও জমত মনে হচ্ছে
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
আপনাকে ধন্যবাদ লিংকন ভাই।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
কনসেপ্টটা সুন্দর। কিন্তু, মাত্রাতিরিক্ত বানান ভুল খুব বেশি চোখে লেগেছে।
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
ventolin spray precio mexicoবাংলা বানানে আমি সত্যি খুব কাঁচা।পরবর্তীতে বানানগুলির ব্যাপারে সতর্ক হতে চেষ্টা করবো। আপনাকে অনেক ধন্যবাদ।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
অভ্র দিয়ে লেখেন? viagra masticable dosis
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
হ্যা…
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
অভ্র’র ভার্শন ৫ বা এর চেয়ে উন্নত সংস্করণগুলোতে তো স্পেল চেকার সংযুক্ত আছে। ctrl + F7 চাপলেই স্পেল চেকার ওপেন হবে। সেখানে আপনার লেখাটুকু পেস্ট করে আবার F7 চাপলে ভুল বানান আর সম্ভাব্য সাজেশনগুলো দেখিয়ে দেবে। get viagra now
আর যদি ফনেটিকে লেখেন, তাহলে Tools → Avro Phonetic Option → Dictionary mode is default in suggestion সিলেক্ট করুন। তাহলেই বানান ভুল অনেক কম হবে।
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
metformin slow release vs regularউপকৃত হলাম। অনেক ধন্যবাদ।
দুরন্ত জয় বলছেনঃ
গল্পটা ভাল লেগেছে ভিন্ন ধাচের গল্প
কৃষ্ণ গহ্বর বলছেনঃ articles on kamagra polo
আপনাকে ধন্যবাদ