অশোভন ইচ্ছে
632
বার পঠিতইচ্ছে ছিল কাক হব,
তোর জানালার গ্রিল ধরে কাকা ডাকব!
তোর ঘুম ভাঙ্গাব!
তুই কা কা ডাক শুনে বিরক্ত হবি!
ফুসফুসের সমস্ত বাতাস এক করে
ক্রোধের বশে বলবি,বিদেয় হও বাঁছা!
যেমনটা আগে করতিস।
তবুও কাক হব,
পরজন্মের অস্তিস্ব যদি থাকে!
আবার বলছি,
পরজন্ম থাকলে বাজপাখি হব,
তোর হৃৎপিন্ড থেকে প্রেম
ছিনিয়ে নেব!
মাংসপ্রেমী না তবু ছিড়ে ফেলব
তাদের বুক,
যাদের তরে এ জন্মে তুই অন্যের!
হাতের মুঠোয় নয় ঠোঠের কাছেই
তীক্ষতা,
ভালবাসা নয় পরজন্মে প্রতিশোধের
প্রতিজ্ঞা!
একদিন ঈশ্বর আমার সত্তা দুভাগ করে
কাক আর বাজপাখি হয়ে দিলেন ছেড়ে!
কাক হয়ে ইলেকট্রিক তারের উপর আমি,
কখনোবা ডাস্টবিনের ময়লাস্তুপে!
পারিনি আমি চিরন্তন কাক হতে!
কাক হয়ে কেঁদেছি!
কাকেদের চোখে পানি আসেনা তবুও!
বৃদ্ধার সঙ্গে কাকের ময়লা খাবার শেয়ার,
কিংবা বালিকার আদিম লোভে নগ্নউল্লাস!
আমাকে বাধ্য করেছে কাঁদতে!
পরদিন বাজপাখির বেশে,
হোচট খেলাম প্রিয় মানুষগুলোর নগণ্যতায়!
ছোট্ট এক শিশুকে খাবার দেয়নি ওরা!
বাজপাখি আমি খাবার ছিনিয়ে নিতে পারিনি!
আমার বাম প্রকোষ্ঠের দিব্যি ঈশ্বর,
প্রেমিকার প্রতি প্রতিশোধ নেয়া হয়নি!
একবার ভালবাসলে বুঝি হয়না,
প্রিয়তমার প্রতি ক্ষোভ হয়না ঈশ্বর!
ঈশ্বর মানুষ বানিয়ে নেও,
কাক,বাজপাখির কষ্টগুলো তুমি নাহয় নেও!
তবু মানুষ বানিয়ে দেও,
অপেক্ষায় আবার জাগিয়ে দেও!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ভালো লাগলো… %%-
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ ভাই।
অংকুর বলছেনঃ
ভালো লিখেছেন how does metformin work for pregnancy
মুদ্রা আতিক বলছেনঃ
অংকুর বলছেনঃ
=))
মুদ্রা আতিক বলছেনঃ
difference between bendroflumethiazide and hydrochlorothiazideঅংকুর বলছেনঃ
:-/ :-/ :-/
মাশিয়াত খান বলছেনঃ
সত্যি বলছি এই অংশটা পড়ে চোখে পানি চলে এসেছে।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
মাশিয়াত খান বলছেনঃ
আপনার মন খারাপ কেন ??
মুদ্রা আতিক বলছেনঃ comprar viagra en farmacia sin receta en chile
খুব কাছের কিছু মানুষ থেকে প্রাপ্ত কিছু তীক্ষ অভিক্ষতার সাপেক্ষেই লাইন দুইটি লেখা। সত্যি খুবই অদ্ভুত বেঁচে থাকা হিংস্র রকমের এই ধরনীতে !
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
খুব কাছের কিছু মানুষ থেকে প্রাপ্ত কিছু তীক্ষ অভিক্ষতার সাপেক্ষেই লাইন দুইটি লেখা। সত্যি খুবই অদ্ভুত বেঁচে থাকা হিংস্র রকমের এই ধরনীতে !
অনুভূতিটা মিলে গেল ভাই… [-(
মুদ্রা আতিক বলছেনঃ
medicamento generico do viagraহ্যাঁ,ভাই। বেঁচে থাকাটা তাও আবার মানুষ হিসেবে বড়ই আশ্চর্যজনক।
মাশিয়াত খান বলছেনঃ
বেঁচে থাকাটা না কষ্ট সহ্য করতে পারাটা ।
কিছু সত্য ভুলে যেতে ইচ্ছে হয়, কেন যে আওনারা বাস্তবতার সামনে এনে দাঁড় করান বারবার বুঝি না… [-(
মুদ্রা আতিক বলছেনঃ zoloft dosage 100mg side effects
সত্য আপনা আপনি বের হয়ে আসে,
বাস্তবতা সুযোগ পেলেই অবজ্ঞার হাসি হাসে।
আপনি বা আমি যতই থামাথামির চেষ্টা করিনা কেন,বেহায়া বাস্তবতা সামনেই মরবে। মরেই থামবে না,আমাদের আপাত সুখ গুলোকেও মারবে। buy viagra online in ireland
মাশিয়াত খান বলছেনঃ
হয়ত বাস্তবতাকে ভুলে যাওয়ার চেষ্টা না করে মেনে নিয়ে সুখ তৈরি করা উচিত ছিল।
তাইলে বেচারা আর প্রতিশোধ নিতে আসত না
ফাতেমা জোহরা বলছেনঃ
আপনার কবিতা বরাবরই চমৎকার লাগে। এটিও তার ব্যতিক্রম নয়
মুদ্রা আতিক বলছেনঃ
শুনে প্রীত হইলাম ফাতেমা জোহরাপু
মুদ্রা আতিক বলছেনঃ
সত্য আপনা আপনি বের হয়ে আসে,
বাস্তবতা সুযোগ পেলেই অবজ্ঞার হাসি হাসে।
আপনি বা আমি যতই থামাথামির চেষ্টা করিনা কেন,বেহায়া বাস্তবতা সামনেই মরবে। মরেই থামবে না,আমাদের আপাত সুখ গুলোকেও মারবে।
মাশিয়াত খান বলছেনঃ
viagra all natural equivalentবারবার বলে আরও তীব্র করেন ক্যান ভাই??
মুদ্রা আতিক বলছেনঃ
নেটের সমস্যার কারণে কমেন্ট করছি একখানে আসছে আরেক জায়গায় :O
মাশিয়াত খান বলছেনঃ
হা হা ভাল diflucan fluconazole buy online
মুদ্রা আতিক বলছেনঃ
:3 :3