চাইছি তোমার বন্ধুতা!
852
বার পঠিততাকে সামনাসামনি প্রথম দেখি পাবলিক লাইব্রেরীর সামনে; সে তার কয়েকজন সহযোদ্ধার সঙ্গে হেটে আসছিল। দ্বিতীয়বার তার সাথে দেখা পাবলিক লাইব্রেরীর সিড়িতে; সে সেখানে তার ২ বান্ধবীর সাথে বসে গল্প করছিল। আমি তার পাশ দিয়ে যাওয়ার সময় ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালাম। দেখলাম, ও আসলে সুইট আর কিউট একটা মেয়ে; মাথার চুলগুলো সুন্দর আর সিল্কি; শুধু গায়ের রংটা কালো। আমাকে ওভাবে তাকাতে দেখে সেও ঘাড় ঘুরিয়ে ‘আগ্রহ সহকারেই’ আমার দিকে তাকালো। তখন আমি আবার নজর ফিরিয়ে সামনের দিকে হাটতে থাকলাম।
এরপর, ওর ওকে শাহবাগে অনেক দেখেছি। অনেক চোখাচোখি হয়েছে; আমিও সময় সময় দুষ্টামি করে ওর দিকে চোখ চোখ রেখে তাকিয়ে থাকতাম। সেও হয়তো বুঝতো, এই ছেলেটা ‘হয় আমার সাথে দুষ্টামি করছে, নয়তো আমার প্রতি তার আগ্রহ আছে’! আর আমার অবশ্য কখনোই মনে হয়নি ও আমার এই দুষ্টুমিতে বিরক্তবোধ করতো। কিন্তু, মজার ব্যাপার হল, শাহবাগে যখনি আমি তাকে দেখতাম, আমার খালি হাসি পেত। অর ড্রেস আপ আর হাটার স্টাইল আমার কাছে খুবই মজাদার মনে হত!
একটা পত্রিকা অফিস থেকে সুকৌশলে ওর নাম্বারটা জোগার করে একদিন ওকে ফোন দিয়েছিলাম। একটি জাতীয় দৈনিক পত্রিকায় ওর সাক্ষাতকার ছাপা হওয়ার জন্য ওকে অভিনন্দন জানালাম। ও আমাকে ধন্যবাদ দিয়ে আমার পরিচয় জানতে চাইলো। আমি বললাম, “আমি শেহজাদ আমান। চিনতে পেরেছেন?” ও বললো, “হ্যা, নামটা পরিচিত।” তারপর ও শাহবাগে আছে জানিয়ে পরে কথা বলবে জানিয়ে বিদায় বললো।
এর পর আর ওকে ফোন দেয়া হয়নি। আমার মোবাইল সেট হারিয়ে যাওয়ার কারণে ওর নাম্বারও হারিয়ে গেছে।
সে একটা বাম রাজনৈতিক দলের সাথে জড়িত! তার সাথে আবার দেখা হয় তার দলের আয়োজিত একটা সেমিনারে। সে ঐ প্রোগ্রামের সঞ্চালক ছিল এবং ডায়াসের উপর বসা ছিল। আমি যথারীতি দর্শক সারিতে বসেছিলাম। ওখানেও আমাদের চোখাচোখি হল। ওকে দেখলেই আমার খালি হাসি পাচ্ছিল; তাই মাঝে মাঝে আমি মুখ ঘুরিয়ে রাখছিলাম! হঠাৎ দেখি ও আঙ্গুল দিয়ে আমাকে দেখিয়ে ওর পার্টির একটা মেয়েকে কি জানি বল্লো। ওই সময় আমি আবার একটু নার্ভাস হয়ে পড়েছিলাম; আশঙ্কা করেছিলাম আবার কোন কেচাল না হয়! শেষ পযন্ত অবশ্য কিছুই হয়নি।
ওকে লাস্ট দেখলাম আমার স্বপ্নে, ঘুমের ঘোরে — কয়েকদিন আগে। দেখলাম ও যথারীতি তার মোবাইল প্যান্ট পরে আছে, সাথে নীল’ কালোর মধ্যে একটা চেক শার্ট। ওর মাথা থেকে কোমরের নীচ পর্যন্ত লম্বা চুলের অসাধারণ সুন্দর বেনিটাও আমার নজর এড়ায়নি :D। আমি স্বপ্নের মধ্যেই ওর সাথে হাত মেলালাম; দেখলাম ও আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে।
মেয়েটার নাম না হয় নাই বললাম। তবে, আশা রাখি নিকট ভবিষ্যতেই ওর সাথে আমার ভালো একটা ‘দোস্তি’ হবে। কোন এক ঘরোয়া অনুষ্ঠানে আমিও বলতে পারবো, “এবার কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আমার বোন, আমার বন্ধু, আমার সহযোদ্ধা ………কে।”
ওর প্রতি আমার অনুভূতিটা জাস্ট মানুষের প্রতি মানুষের ভালবাসা; বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর ফিলিংসের চেয়ে বেশি কিছু না।
আজকাল তো বেশিরভাগ ছেলে-মেয়ে একে অপরের সাথে জৈবিক সম্পকের বেশি কিছু ভাবতে পারেনা। সেখানে আমার চিন্তা-ভাবনা বেশিরভাগ মানুষের কাছেই ছেলেমানুষী বা পাগলামী মনে হতে পারে। কিন্তু, আমি জানি আমি ওকে যেভাবে দেখি, বন্ধুত্বের স্বরুপ এমনই হওয়া উচিত!
ওর সম্পর্কে পুরোপুরি জানিনা; তবে, বিশ্বাস করি ও ভালো একটা মেয়েই হবে। আমার মত ক্ষুদ্র মানুষের জীবনে ওর কাছ থেকে শক্তিশালী একটা বন্ধুতা পেলে আমিই সমৃদ্ধই হব আশা করি!
তারপর আমরা হয়তো একসাথে আন্দোলন করবো, অন্যায়ের বিরুদ্ধে হাতে হাত রেখে রুখে দাঁড়াবো!
ওর বন্ধুত্ব, সহমর্মিতা আর সহযোগিতার বাড়িয়ে দেয়া হাতের প্রত্যাশায় রইলাম!
হে আমার অনাগত বন্ধু, তোমায় স্বাগতম!
দুরন্ত জয় বলছেনঃ
venta de cialis en lima peruব্যপার টা শুধুই কি বন্ধুত্ব!!! নাকি জোর করে বন্ধুত্ব বলা হচ্ছে?
অংকুর বলছেনঃ
posologie prednisolone 20mg zentivaএইটা আসলে কিছুই না জয়
শেহজাদ আমান বলছেনঃ
না ভাই! বন্ধুত্বই ! একজন বন্ধুর স্থান একজন প্রেমিকাকে দিয়ে পূরণ হয়না। ঠিক তেমনি প্রমিকার স্থান বন্ধুকে দিয়ে পূরন হয়না।
আমাদের কোন ক্লোজ ফ্রেন্ডকে আমরা যেমন ভাই বলে সম্মোধন করি, ঠিক তেমনি একজন মেয়ে বন্ধুকে বোন হিসেবে দেখা যেতেই তো পারে!
মাশিয়াত খান বলছেনঃ
এই পোস্টটা পড়ে প্রথমত মনে হয়েছে ‘বন্ধুত্ত্ব কি?’ আসলে কখনো স্বতস্ফুর্ত বন্ধুত্ত্বের বাইরে বন্ধুত্ত্ব দেখে অভ্যাস নেই তো তাই মনে হয় একটু খটকা লাগছে
অংকুর বলছেনঃ
লাগারই কথা,আসলেই তো। ” বন্ধুত্ব কি? “
মাশিয়াত খান বলছেনঃ
এই সংজ্ঞাটা জানা প্রয়োজন এই মুহুর্তে
শেহজাদ আমান বলছেনঃ
একজন বন্ধুর স্থান একজন প্রেমিকাকে দিয়ে পূরণ হয়না। ঠিক তেমনি প্রমিকার স্থান বন্ধুকে দিয়ে পূরন হয়না।
আমাদের কোন ক্লোজ ফ্রেন্ডকে আমরা যেমন ভাই বলে সম্মোধন করি, ঠিক তেমনি একজন মেয়ে বন্ধুকে বোন হিসেবে দেখা যেতেই তো পারে!
স্বতঃস্ফূর্ত বধুত্ব তো এভাবেই সম্ভব, তাই নয় কি?
অংকুর বলছেনঃ
অবশ্যই প্রেমিকা দ্বারা পূরণ হয়। হে মহত ব্যাক্তি, আপনি কি জানেন না, প্রেম-ভালোবাসা হচ্ছে বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায়? আর যদি প্রেমিকাকে বন্ধু ভাবতে নাই পারেন তাহলে কিসের ভালোবাসা?
শেহজাদ আমান বলছেনঃ
ধরেন আপনি যদি প্রেম করেন, তাহলেতো আপনার জীবনে বন্ধুর আর দরকার নিশ্চয় হবেনা। যেহেতু, আপনি বলেছেন, বন্ধুত্বের চাহিদা প্রেমিকা দ্বারা পূরন হয়।
অংকুর বলছেনঃ
আমি প্রেমিকাকে বন্ধুর বিকল্প হিসেবে বলিনি। আমি বলেছি প্রেমিকা মানেই বন্ধু। এখানে আপনি বন্ধুর প্রয়োজন শেষ এইভাবে কেন দেখছেন? বন্ধু আর প্রেমিকা এদেরকে আপনি একে অপরের প্রতিদ্বন্দ্বী বানাচ্ছেন কেন বুঝতেছিনা
মাশিয়াত খান বলছেনঃ acquistare viagra in internet
puedo quedar embarazada despues de un aborto con cytotecপ্রেমের প্রসঙ্গ আসল কেন বুঝমাল না। যাই হোক।
না, ঠিক সেটা বলছি না। স্বতঃস্ফুর্ত বন্ধুত্ত্বে কখনো এরকম চাওয়ার প্রসঙ্গ আসে না। দ্বিতীয়ত পোস্টটা পড়ে একটা খারাপ অনুভূতি তৈরি হয়েছে। একান্ত ব্যক্তিগত অনুভূতি। মনে হয়েছে সে কিছুটা জনপ্রিয় জন্য বন্ধুত্ত্ব করতে চাইছেন। আবার বন্ধুত্ত্ব কেন করবেন তার বিভিন্ন কারণ দর্শানোর একটা ব্যাপার চোখে পড়েছে। দুঃঃখিত আপনার ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করায়।
আপনিই বলুন এভাবে কি বন্ধুত্ত্ব হয়?
অংকুর বলছেনঃ
হুম কথাটা ঠিক zithromax azithromycin 250 mg
শেহজাদ আমান বলছেনঃ
acne doxycycline dosageএটা তো বটেই। কিন্তু, যারা জনপ্রিয় নয়, এমন মানুষের সাথেও আমি বন্ধুত্ব করতে যথেষ্ট আগ্রহী। আর এটাও ঠিক, আমি জীবনে সত্যিকার অর্থে ভালো কোন মেয়ে বন্ধু এখনো পাই নাই বলে হয়তো তাকে নিয়ে আমার একটা কল্পজগত সৃষ্টি হয়েছে। কিন্তু, বিশ্বাস রাখি সে আমার ভালো বন্ধু হতে পারে।
এভাবে যদি বন্ধুত্ব না হয়য়, তাহলে আপনিই বলুন আমি তার সাথে কিভাবে বন্ধুত্ব করতে পারি?
মাশিয়াত খান বলছেনঃ
বন্ধুত্ত্বের সংজ্ঞা না দিয়ে বরং আপনার বন্ধুত্ত্বের ত্রুটির অংশটাই বলি। আমরা বন্ধুত্ত্বের ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিষয় দেখে অভ্যস্ত। এরকম একপাক্ষিক আমন্ত্রণে বন্ধুত্ত্ব হয় তা দেখিনি। আপনার সাথে চিন্তা মতাদর্শ ইত্যাদির মিল অথবা মিল না থাকলেও জীবনের সাথে সম্পৃক্ততা থাকলে তার সাথে বন্ধুত্ত্ব গড়ে উঠতে পারে কিন্তু সেখানে দ্বিপাক্ষিক বিষয়টা না থাকলে খুব চোখে লাগে। এরকম হতে পারেনা তা না। ফেসবুকে আমরা যেরকম কারো প্রতি আগ্রহ তৈরি হলে তাকে request পাঠাই। আপনার এটাকে আমি বিস্তৃত অর্থে সেরকম একটা অনুরোধ ধরা যেতে পারে। তবে এতটা দীর্ঘ, কারণ দর্শিত অনুরোধ দেখে অভ্যস্ত নই। তাই খুব বেশিই চোখে লেগেছে।
( আপনি কিভাবে বন্ধুত্ত্ব করবেন তা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আমি এবিষয়ে একটূ বেশিই বলে ফেলায় দুঃখিত )
অংকুর বলছেনঃ
এইটা আসলে কি ছিল? কিছুই তো বুঝলাম না আগামাথা
দ্য হোয়াইট শ্যাডো বলছেনঃ
synthroid drug interactions calciumকিছু সম্পর্ক থাকে যেগুলো ঠিক বন্ধুত্ব বলা ভুল হয়! সেখানে যেন সব রকমের সম্পর্ক থাকে, একদমই অদ্ভুত, লেখাটা পড়ে সেই অনুভুতির কথা মনে হোল !
সুন্দর অনুভুতি!
শেহজাদ আমান বলছেনঃ
আত্মার টান যেখানে থাকে, যেখানে পবিত্রতা থাকে সেটা সত্যিই অদ্ভূত হয়ে থাকে। viagra in india medical stores
কিন্তু, এটাকে বন্ধুত্ব বলা ভুল কেন, সেটা আমার কাছে ক্লিয়ার না!
অংকুর বলছেনঃ
metformin synthesis wikipediaবন্ধুতা কি জিনিস?
মাশিয়াত খান বলছেনঃ
আমার মনে হয় লেখক এই যায়গাটা পরিস্কার করলে আরো ভাল হত। লেখার একটা বিশেষ মর্মার্থ পাওয়া যেত। হয়ত বন্ধুতা নিয়ে নতুন ধারনা তৈরি হত আমাদের
শেহজাদ আমান বলছেনঃ
হিন্দি রক অন বা তামিল ‘ওহ মাই ফ্রেন্ড’ সিনেমাগুলো দেখলে কিছুতা ধারণা পেতে পারেন এই সম্মন্ধে!
অংকুর বলছেনঃ
আরে মিয়া বন্ধুতা জিনিসটা কি?
মাশিয়াত খান বলছেনঃ
অংকুর’দা চেতেন ক্যান? আমরা আমরাই তো…
মাশিয়াত খান বলছেনঃ
কি বলা উচিত ছিল?
মাশিয়াত খান বলছেনঃ
zovirax vs. valtrex vs. famvirআপনি বললে ভাল হয় না???
অংকুর বলছেনঃ will i gain or lose weight on zoloft
বন্ধুতা শব্দটা শুইনা চেততাছি
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ
side effects of quitting prednisone cold turkeyকিছু বলতে ইচ্ছে হচ্ছে কিন্তু বললাম না,……
তবু প্রতিটা প্রেমিক-প্রেমিকা ভাল বন্ধু না হলে তাদের সম্পর্ক (রিলেশন) যে মুরগী পোষার মত হয়ে যাবে?
আর ইদানিং বন্ধুত্ব দিয়েই তো ভালবাসার শুরু হচ্ছে ……
#লেখার object টা ধরতে পারলাম না বোধ হয়……
অংকুর বলছেনঃ
ovulate twice on clomidহুম ঠিক
শেহজাদ আমান বলছেনঃ
@ পথিক ভাইঃ “আর ইদানিং বন্ধুত্ব দিয়েই তো ভালবাসার শুরু হচ্ছে ……”
— আপনার কথা ঠিক আছে! কিন্তু, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কি ভাই-বোনের মত নিঃস্বার্থ নিস্পাপ বন্ধুত্ব হতে পারেনা। একটা মেয়ে যখন নিজের বোনের মত একটা ছেলের পাশে দাঁড়ায়, সেটা তো আসলে অনেক কিছু, তাই না?
তবে, আমি কিন্তু আগেই বলেছি লেখাটাতে, ” আমার চিন্তা-ভাবনা বেশিরভাগ মানুষের কাছে ছেলেমানুষি মনে হতে পারে…।”
মাশিয়াত খান বলছেনঃ
দেখুন। শেহজাদ’দা মোটেও ছেলেমানুষী মনে হয়নি। আমি দুঃখিত কিন্তু বলতেই হচ্ছে চিন্তায় গভীরতার অভাব মনে হয়েছে। আপনি ভাই-বোনের সম্পর্ককেই কেবল নিঃস্বার্থ নিশপাপ বলছেন কেন? বন্ধুত্ত্ব কি নিশপাপ হতে পারে না? প্রেমের সম্পর্ক কি নিশপাপ না? (নিঃস্বার্থ নিয়ে কিছু বলছি না কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি সব কিছুর পেছনেই স্বার্থ থাকে)
অংকুর বলছেনঃ
আসলেই, ভালোবাসার সম্পর্কও তো নিষ্পাপ। পাপী সম্পর্ক আবার কি? =)) =)) =))
শেহজাদ আমান বলছেনঃ
আপনার সাথে এগ্রি করছি অংকুর ভাই। ভালোবাসার সম্পর্কও নিস্পাপ, যদি সেখানে ভণ্ডামি বা দুই নাম্বারী না থাকে। আর নারী-পুরুষের মধ্যে বন্ধুত্বও নিস্পাপ হতে পারে, যদি সেখানে নির্ভেজাল বন্ধুত্বই থাকে।
আজকাল তো দেখা যায়, অনেক ছেলে-মেয়ে একসাথে ঘোরে। তাদের মধ্যে সবকিছুই হয়। কিন্তু, অন্যের কাছে তারা পরিচয় দেয় বন্ধু বলে। এসব তো অবশ্যই কাম্য নয়।
মাশিয়াত খান বলছেনঃ
তারা তাদের সম্পর্ককে কিভাবে দেখে সেটা তো তাদের বিষয়। তা নিয়ে নিশ্চই আমরা মন্তব্য করতে পারিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেকোন সম্পর্ক সম্পর্কে মানুষের ব্যক্তিগত ধারনা থাকতে পারে। কিন্তু তার সম্পর্ককে যুক্তিযুক্ত করার দায়িত্বও তার।
এ ব্যাপারটি আপনার পোস্টে তুলে ধরতে বলেছিলাম
অংকুর বলছেনঃ
তখন কিন্তু সেইটাকে ভালোবাসা বলা যায়না। =)) =))
মাশিয়াত খান বলছেনঃ
তারাও তো বলছে না
শেহজাদ আমান বলছেনঃ
half a viagra didnt workসেটার কথাই তো আমি বলছি।
তাহলেতো হয়েই গেল। আমার উদ্দেশ্য এবং লেখা নিয়ে মনে হয়না আর ধোঁয়াশা থাকবে কারও কাছে।
মাশিয়াত খান বলছেনঃ
আমি আপনার লেখার যে অংশটা চোখে লাগে সেটা নিয়ে মন্তব্য করেছি (উপরে দেখুন )