কৌরব কূলে পান্ডব যোদ্ধা (বা মওদুদ আহমেদের সত্য প্রচার)
345 rash on top of hands accutane
বার পঠিত বলছিলাম মওদুদ আহমেদ এরর কথা।লোকটা একদিন পার্লামেন্টে বলেছিল আমার কথা থেকে লেখনি বেশি সত্য। যা হোক তিনি এখন বিএনপিতে স্থায়ী। কোন ঝুট ঝামেলা ছাড়াই বড় নেতা। তিনি কি ১৫ আগস্ট জন্মদিন পালনের পক্ষে? চলুন দেখে নেই কি বলেন তিনি:– ‘কারাগারে কেমন ছিলাম
২০০৭-২০০৮’ বইয়ের ৩২৪ পৃষ্ঠায়
তিনি লিখেছেন,
‘আজ জাতীয় শোক দিবস। ১৯৭৫
সালের এই
দিনে বাংলাদেশের
স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাঁর ধানমন্ডির
বাড়িতে স্ত্রী ও পরিবারের
অন্যান্য সদস্যদের সঙ্গে খুন হন।
জাতির ইতিহাসে এ এক
মহাশোকের দিন। বিতর্কিত
একটি জন্মদিনের হিসেবে আজ
বেগম জিয়ার ৬৩তম জন্মদিন।
সঠিক হলেও আমি হলে আমার
জন্মদিন বোধ হয় এক দিন
আগে বা পরে পালন করতাম ও
শেখ মুজিবুর রহমানের
হত্যা দিবসের
প্রতি শ্রদ্ধা জানাতাম।
এটা একটা রুচিবোধের বিষয়।
বেগম জিয়া তা করলে তিনি সব
শ্রেণির জনগণের কাছ
থেকে আরও বেশি শ্রদ্ধা অর্জন
করতে পারতেন।’
গত বছরের
অক্টোবরে নির্বাচনকেন্দ্রিক
অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্র
হাসিনা ও বিরোধী দলের
নেতা খালেদা জিয়ার
মধ্যে যে টেলিফোন সংলাপ
হয়েছিল, তাতেও
বিষয়টি উঠে এসেছিল। শেখ
হাসিনা অভিযোগ করেছিলেন,
‘আমাকে কষ্ট দেওয়ার জন্যই
খালেদা জিয়া ১৫ আগস্ট কেক
কেটে জন্মদিন পালন করেন।’
৫ জানুয়ারির পর দেশের
পরিবর্তিত রাজনৈতিক
পরিস্থিতিকে যখন
খালেদা জিয়া বারবার
সমঝোতামূলক রাজনীতির
কথা বলছেন, তখন
আশা করা গিয়েছিল
তিনি এবার জন্মদিনে কেক
কাটবেন না। আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল
ইসলাম একাধিক সভায় বিএনপির
নেত্রীর প্রতি জাতীয় শোক
দিবসে জন্মদিন পালন না করার
জন্য আহ্বান জানিয়েছিলেন।
তিনি ব্রিটেনের
রানি দ্বিতীয় এলিজাবেথের
উদাহরণ টেনে বলেছিলেন,
তিনি দুটো জন্মদিন পালন করেন
—একটি সরকারি আর
একটি ব্যক্তিগত।
সরকারি জন্মদিনটিই
আনুষ্ঠানিকভাবে পালন করা হয়।
সূত্র: কারাগারে কেমন ছিলাম ২০০৭-২০০৮.(মওদুদ আহমেদ)
এসজিএস শাহিন বলছেনঃ
এই শালা আরো বড় বেঈমান । আজ এই দলে তো কাল সেই দলে । কোনদিন বল বসবে এই লিখাটা তার না, জেল সুপারের!
এই রকম বেঈমানদের পরিত্যাগ করাই শ্রেয় ।
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ cialis dla kobiet opinie
না ভাই এনার লেখাটা বিশ্বাস করা যায়…….উনি পার্লামেন্টে বলেছিলেন – ‘আমার কথা নয় লেখাগুলি পড়ুন, বিশ্বাস করুন’ তো তাকে (লেখাকে) বিশ্বাস করা যায়……
পড়ার জজন্য ধন্যবাদ…..
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
পৃথিবীর ইতিহাসে এইরকম বিরল প্রজাতির দুমুখো গিরগিটি আর জন্মেছে কিনা সন্দেহ… :-” শাহিন ভাইয়ের সাথে আমিও একমত। এই রকম বেঈমানদের পরিত্যাগ করাই শ্রেয়… :!!
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ
দুমুখো নন বহুমুখ…. কিন্তু তার লেখায় প্রচুর সত্য কথা বেড়িয়ে আসে……….
পড়ার জন্য ধন্যবাদ……