সে আছে (অনুগল্প)
332
বার পঠিত-তুমি কখন এলে?
-তুমি যখন ঘুমাচ্ছিলে।
-ও। ডাকলেই পারতে।
-অনেকদিন ঘুমাওনি না?
-না তেমন কিছুনা, একটু ক্লান্ত ছিলাম।
রুমের চারপাশটা একবার ঘুরে দেখে নিয়ে মেয়েটি আবার খাটের কাছে এসে বসলো। কিছুক্ষন পর বলল, ‘শুভ তোমার ঘরের এই অবস্থা কেন?’
শুভঃ আমিতো এমনি ছিলাম, আমার ঘরও। শুধু মাঝের সময়টায় তুমি ছিলে তাই………
-থাক সেসব কথা, শেইভ করোনা কেন?
শুভঃ সময় পাইনা একদম।
-দেবদাস সাজার শখ, আমি সব বুঝি। তোমাকে একদম মানাচ্ছেনা। শেইভ কর এখনি।
শুভঃ পরে করবো।
-না এখনি।
শুভঃ এখনি!
-হুম।
শুভঃ তুমি অনেক জেদি হয়ে গেছো।
-একা থাকলে হয়তো সবাই হয়। শাসন করার ও কেউ নেই এখন।
শুভঃ কিছু খাবে?
-আমাকে, খাবার কথা বলছো!
শুভঃ তাই তো, তোমাকে কেন খেতে বলছি! ভুলে যাই, আজকাল অনেক কিছুই মনে থাকেনা।
কিছুক্ষন দুজনেই চুপ করে রইলো। শুভ উঠে গেলো। শেইভ করে কিছু খেয়ে নিলো। সুর্যটা ডুবো ডুবো করছে।
-শুভ ঘরটা গোছাও বিরক্ত লাগছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে।
শুভঃ কেন এলে তুমি?
-না এলে খুশি হতে?
শুভঃ হয়তো হতাম।
-তুমি বদলে গেছো।
শুভঃ আজকাল সবাই তাই বলে। metformin tablet
-অনেকদিন তুমি যাওনা, একা একা শুয়ে থেকে আর ভাল লাগছিল না। তোমাকে মিস করছিলাম।
শুভ দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। বারান্দা দিয়ে বাইরে তাকায়। আস্তে আস্তে দুনিয়াটা আধার হয়ে যাচ্ছে। সন্ধ্যা নেমে এসেছে। capital coast resort and spa hotel cipro
শুভঃ নিপা চল তোমাকে রেখে আসি। রাত হয়ে যাচ্ছে।
নিপাঃ আর কিছুক্ষন থাকি তোমার সাথে?
শুভঃ না, চল।
নিপা শুভর দিকে তাকায়। শুভর চোখ দেখা যাচ্ছেনা। তখনও বাইরে তাকিয়ে আছে সে।
নিপাকে ভিতরে রেখে এসে গাড়িতে বসে শুভ। গেইট দিয়ে আরেকবার ভিতরে তাকায়। কবরটা দেখা যাচ্ছে। এইতো কয়েকটা মাস আগের কথা, পাষন্ডের মত নিপাকে এখানে রেখে গেলো। মেয়েটা একা থাকতে চাইতোনা কখনও, ভয় পেতো। এখন আর ভয় পায়না নিপা। বদলে গেছে অনেক। metformin gliclazide sitagliptin
তারিক লিংকন বলছেনঃ
চমৎকার… খুব ভাল লাগলো দাদা!!
আরো গল্প চাই!!
দুরন্ত জয় বলছেনঃ
tome cytotec y solo sangro cuando orinoএকটু দেখবেন বাক্য গঠনে ভুল নাকি বাদ পড়েছে লাইন???
আর্ ভাল লেগেছে……… :-bd
দুর্বার প্রলয় বলছেনঃ
amiloride hydrochlorothiazide effets secondairesধন্যবাদ তারিকদা, পড়ার জন্য।
দুর্বার প্রলয় বলছেনঃ
জয় বাক্য গঠনেই ভুল ছিল। ঠিক করে দিয়েছি এখন। :-c