হতাশা
346 metformin synthesis wikipedia
বার পঠিত zithromax azithromycin 250 mgআজ হতাশার দীর্ঘ কলামে
আমি সামনের সারিতে,
আজ বিকালটা রোদ হারালে
সুবাস নেই ঐ পাপড়িতে। posologie prednisolone 20mg zentiva
স্বপ্নগুলো আজ কোনঠাসা,
কৃষ্ণগহ্বরে নীলকষ্ট আকা!
ধুসর ছাইয়ের স্তুপের ভিড়ে,
রোজ হারানোর ভয় আসছে ফিরে।
কালো কোন খামের ফিতেয়,
সূচনা শুরুটা আজ হারানোর নেশায়।
গন্ধ শুকেই এগিয়ে আমি,
কিছুটা এগিয়েও পরাজয়ের গ্লানি।
আজ কান্নার জল বাষ্প হয়েছে,
পাখিটা ঐ নীড় হারিয়েছে।
একা আমি আর এই কোকিল
আজ হতাশ গানের সুরে,
ক্লানির রোদ গায়ে মেখেছি
বৃষ্টি কোথায় কতদূরে!
পাখিটার নীড় কতভাবে ভেঙ্গেছে,
পাখিটা নীরবে কেঁদেছে,
তাই শেষ বিকেলে আমারই সাথে
হতাশা গানের সুরটা বেধেছে।
আমার আর পাখিটার সাথী সান্তনা
এক মুঠো হতাশা,
হেরে পালিয়েছি আমরা জীবনে
পিছনে ঐ কুয়াশা।
আমাদের বন্ধু বাড়ি অদৃশ্য,
আমাদের দিবাস্বপ্ন কেন ভস্ম!
আমরা যে হতাশাগ্রস্থ।
ফাতেমা জোহরা বলছেনঃ
স্বপ্নগুলো আজ কোনঠাসা,
কৃষ্ণগহ্বরে নীলকষ্ট আকা!
ধুসর ছাইয়ের স্তুপের ভিড়ে,
রোজ হারানোর ভয় আসছে ফিরে।
চমৎকার
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ আপি
তারিক লিংকন বলছেনঃ
চমৎকার ভাবের প্রকাশ!!
অনবদ্য লাগলো লাইন দুটি!!
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ লিংকন ভাই। আমি চেষ্টা করছি আরকি অনবদ্য কিনা জানিনা।
মিনহাজ শিবলী বলছেনঃ
http://sovyota.com/wp-includes/images/smilies/1.gif ভাল লেগেছে
মুদ্রা আতিক বলছেনঃ