½ হালি + ½ হালি = 1 হালি।
273 puedo quedar embarazada despues de un aborto con cytotec
বার পঠিত amiloride hydrochlorothiazide effets secondaires(একটি রাজনৈতিক গল্প)
ভারত-চীন বিরোধপূর্ণ
সীমান্তে একটি মুরগী আছে।
মুরগীটির বিশেষত্ব হল: দুটি করে ডিম
দেয়। প্রাগৈতিহাসিক
থেকে সে ডিম খেয়েই
বেচেঁ আছে আন্দাবিল নামক রাক্ষস।
একদিন গভীর রাতে দুই দেশের
রাষ্ট্রপ্রধানকে
বিধাতা স্বপ্নে বললেন,
“ বিরোধপূর্ণ সীমান্তের মুরগী আজ
যে ডিম পারবে তা আনলে দেশের
সকল অভাব দূর হবে।কাউকে কোন কাজ
করতে হবে না, পৃথিবী তোমার অধীন
হবে কিন্তু সাবধান অন্যদেশের কেউ
জানলে কিন্তু ডিম নিষ্ফলা হবে।”
রাষ্ট্রপ্রধানের কথা মত দুদেশের সৈন্য
দল সেখানে গেল।কিন্তু একে অন্যদের
দেখে ফিরে আসল।
এসে বলল: আনতে গিয়ে দেখি ওদের
যান।তাই
আনিনি পাছে জানাজানি হয়ে যায়।
এদিন স্বপ্নে আসল:
“কিরে আনলি না তো,
আন্দাবিলকে ঘুম পাড়িয়ে রেখেছি,
কাল নিয়ে আসবি।আন্দাবিল কাল
সন্ধ্যায় জাগবে।”
রাষ্ট্রপ্রধানরা বেশ চিন্তায় পড়লেন।
শেষমেশ সিদ্ধান্ত হল-আজ রাতেও
তো হাফ হালি পারবে, প্রয়োজনে ½
হালি করে আনবে।
যে চিন্তা সেই পথ।দু দেশের সৈন্যদল
½ ঘন্টা আলোচনা করে ½
হালি করে নেওয়ার সিদ্ধান্ত নিল।
ডিম নিয়ে যে যার
দেশে চলে গেল….
দেশে আসলে মনেপপড়ল যে ডিমের
কর্মক্ষমতা নষ্ট হয়ে গেছে (অন্যদেশের
কেউ জানলে নষ্ট হবে)।
এবার সিদ্ধান্ত নিল বিক্রি করার।
জাতিসংঘের উপস্থিতিতে হিমালয়
পর্বতে নিলাম হবে। দর
হাকাতে পারবে শুধু রাজনৈতিক দল।
আমাদের দুই দল যথারীতি সেখানেও
হাজির।
# বলুনতো কে কারটা কিনবে?(দাম
একই)
(নিলামের আইন অনুসারে)
যা হোক আওয়ামীলীগ ভারতের ½
হালি আর বিএনপি চীনের ½
হালি কিনে ফিরল।উল্লেখ্য AL
চীনের ডিমের আর BNP ভারতের
ডিমের দামই হাকায় নি।
কিন্তু কেন? শুধু কি ভোট ই এর
পিছনে দায়ী নাকি আছে অন্য
ইতিহাস??
না ভোট নয় আছে অন্য এক বিচিত্র
ইতিহাস।তা নাহলে আওয়ামীলীগ
কোনোদিন ক্ষমতায় যেতে পারত না,
বিএনপি কোনোদিন
ক্ষমতা থেকে নামত ণা।।
কারন::
আওয়ামীলীগ কেন
ভারতেরটা কিনল:-
দেশের ইতিহাসের সাথে ভারত এক
বিশেষ নাম। সেই
সোহরাওয়ার্দী থেকে শুরু।মুক্তিযুদ্
ধপূর্ব, মুক্তিযুদ্ধকালীন, আর মুক্তিযুদ্ধ
পরবর্তী সময়ে দেশ গড়ার
পিছনে দেশের ভূমিকা অনেক।
তাছাড়া শ্রীমতি ইন্দিরা গান্ধী শেখ
সাহেবের মুক্তির জন্য যা করেছেন
বিশ্বজুড়ে, র’র মাধ্যমে তাকে হত্যার
বিষয়ে অবহিত করন বলে দেয় ভারত এক
বিশ্বাস্য রাষ্ট্র। আর চীনের
সাথে পাকিস্তানের দহরমমহরম তাই
ভারতই শ্রেয়।
বিএনপি কেন চীনের টা কিনল:-
বংগবন্ধু হত্যার যে বৈঠক হয় (জিয়ার
বাসায়) , তার একমাত্র
অনুলিপি ভারতের র’ই
কুড়িয়ে নিয়ে বংগবন্ধুকে জানায়।
লোকটা ওদের ছেলে মানত তাই
নচেৎ সবগুলোকে দিত। আর র’ই এক
এজেন্ড গোটা পরিবারের বিচার আর
সম্পৃক্ততা প্রমান করেভ।
তাই ভারত নয়। আর ধানের শীষ
ভাষানীর প্রতিক, আর
ভাষানী চীনপন্থি তাই চীন শ্রেয়।
বক্তব্য বুঝলে বুঝুন নইলে চলে যান……….
কোলাহল
Mohd Shahanoor Alam Bhuiyan Titu @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা
shapan @ প্রসঙ্গ নারী : ধর্মীয় আর সামাজিক বর্বর আইন নারী খৎনা Female Circumcision
Mkjk @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas