দ্বিধা
227
বার পঠিতআমি কত কোটিবার তোমার হাত স্পর্শ করতে গিয়েও
হাত গুটিয়ে নিয়েছি তা বিধাতা জানে
কত সহস্র হাজার বার তোমার দরজায় কড়া নাড়তে গিয়ে
শুধু চৌকাঠ আলতো করে স্পর্শ করে ফিরেছি তাও ঈশ্বর জানে
আমার সৃষ্টিকর্তা এটাও জানে কত অযুত লক্ষবার
আমি তোমার নাম ধরে চিৎকার করতে গিয়েও বোবা হয়ে গিয়েছি।
আমি কতবার তোমার নামের সৈকতে
নিজেকে সর্বগ্রাসী ঢেউয়ের মত আছড়ে ফেলতে গিয়ে
কষ্টের চূড়ান্ত বাধেঁ আটকে গিয়েছি ঈশ্বর জানে।
সাত আসমানের অধিকর্তা জানেন,
একবার তোমার কন্ঠস্বর শোনার জন্য
আমি কত হাজারবার জন্ম থেকে জন্মান্তরের পথ পাড়ি দিয়েছি।
তিনি জানেন, তোমার কথা, তোমার নিঃশ্বাসের শব্দ
কতটা অস্থির করে আচ্ছন্ন করে দেয় আমার সমগ্র চেতনাকে;
আমি তোমার অদৃশ্য চুম্বনের আগুনে
দিবানিশি দহন জ্বালায় পুড়ে অংগার হই।
একমাত্র আমার প্রভু জানেন,
তোমার মুখোমুখি হওয়া শুধু আমার হৃদস্পন্দন বাড়ায় না
বরং তুমি আমার হৃদযন্ত্র থেমে যাবার কারন।
তুমি আমার কাছে এলে আমি প্রাণপন আমার নিঃশ্বাস চেপে রাখি,
পাছে তোমার নিঃশ্বাসের ধ্বনি না চাপা পড়ে যায়।
তুমি আমার ঘূর্ণি ঝড়ের বৈশাখ থেকে তপ্ত খরার চৈত্রমাস।
তুমিই আমার জীবনের স্বস্তি হরণকারী, তুমিই চূড়ান্ত সর্বনাশ। puedo quedar embarazada despues de un aborto con cytotec
মাশিয়াত খান বলছেনঃ
পুরো কবিতাটা খুব ভাল লেগেছে। শুধু,
অতটা না। কিন্তু বাকিটা ভাল। অনেক ভাল
রুদ্ধ কণ্ঠস্বর বলছেনঃ
ভাল লাগল
তারিক লিংকন বলছেনঃ half a viagra didnt work
চমতকার কবিতা!! আপনি পারেনও বটে.. ভাল লাগলো!!
ফাতেমা জোহরা বলছেনঃ
খুবই ভালো লাগলো