ইসরায়েলকে বয়কট করব, কিন্তু কিভাবে ?
483 mycoplasma pneumoniae et zithromax
বার পঠিততাহলে আপনি ইসরায়েলকে বয়কট করতে চান ? অতীব ভালো কথা, তা সেটা কিভাবে করতে হবে ? এমন ভাবে করতে অথবা বয়কটের উদ্দেশ্য এমন হওয়া উচিত যাহাতে ইসরায়েলে অর্থের চলাচল বন্ধ হয় যাতে করে ইসরায়েল সরকার বিভিন্ন ধরনের ট্যাক্স থেকে উপার্জিত অর্থ হারায় । তবে এই কাজে আপনার প্রতি আমার শুভকামনা রইল । কেননা অনেকেই এই কাজ করতে ব্যর্থ হয়েছেন ।
আমাদের বা আপনার উদ্দেশ্য এমন হওয়া উচিত যাতে করে যেসব কোম্পানি ইসরায়েলের সাথে বা ইসরাইলিদের সাথে আর্থিক লেনদেন আছে তারা ক্ষতির সম্মুখীন হয়, যাতে করে ইসরাইলি সেনাবাহিনীতে অর্থের টান পরে । এছারাও ইহুদি নাছারারা বিভিন্ন ভাবে তাদের প্রোপাগান্ডা আমাদের তরুন সমাজের প্রতি বিতরন করছে । এমনটাও হওয়া উচিৎ যাতে করে আমাদের তরুন সমাজ ইহুদিদের দুষ্ট কথায় না ভুলে ।
তাহলে শুরু করা যাক ! clomid and metformin success stories 2011
আপনি যদি কম্পিউটার ব্যাবহার করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যাতে আপনার কম্পিউটার টিতে ইন্টেল এর সিপিইউ, বিশেষ করে ৩য় ও ৪র্থ প্রজন্মের core i3, core i5, core i7 প্রসেসর না থাকে । কেননা ইন্টেলের অনেক সিপিইউ ডিজাইন করায় ইসরাইলি আইটি ফার্ম গুলির অনেক অবদান রয়েছে । আপনি যদি কোন ইন্টেলের সিপিইউ কেনেন, ইসরাইলি অইসব ফার্ম গুলা রয়ালিটি পায় । আর এইসব কোর আই সিরিজের প্রসেসর তো ডিসাইনই করেছে ইসরাইলি Telmap. otc viagra uk
এএমডি সিপিইউ এর কথা ভাবছেন ? ইন্টেলের পথ ধরে তারাও তো ২০১০ সালে তেল আবিবে একটা আর&ডি সেন্টার খুলেছে, যেটা আমেরিকা আর ইউরোপের বাইরে তাদের দ্রুতবর্ধনশীল কেন্দ্র । শুধু তাই নয়, অনেক ইসারাইলি ফ্রী ল্যান্সার সেখানে কাজ করছেন “রয়ালিটির” ভিত্তিতে । হুম, ঝামেলা !!! চিন্তা করে দেখছেন, আপনারা এইসব জিনিসপাতি কিন্না ইসরায়েল বিরোধী লেখা লিখেন, আর তাতে কইরা রয়ালিটি পায় ইসারাইলি ফার্ম আর ট্যাক্স পায় ইসরাইলি সরকার ।
আর মাইক্রোসফট এর প্রোডাক্ট ব্যাবহারের সময় একটু চিন্তা করে দেখবেন । কেননা এমএস অফিসের সোর্স কোড লেখা হয়েছে ইসরাইলে । হয়তোবা তাদের লেখা সফটওয়্যার আপনাকে ইহুদিদের প্রপাগান্ডা আপনার নিজের অজান্তেই আপনাকে দিয়ে পড়াচ্ছে !
মাইক্রোসফটের ওএস ভালো লাগে ? উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ সেভেন ? জেনে খুব মর্মাহত হবেন যে ইহাও ইসরাইলি ইঞ্জিনিয়ারদের প্রোডাক্ট ! সেভেনের বেশীরভাগ অধুনিকায়নের নকশাই তো করা হল ইসরাইলে ! তারপর ইহুদিদের লেখা আর নির্দেশনায় উইন্ডোজ সেভেন কোড করা হল । মাইক্রোসফট এত কিছু বুঝেই কিনা Herzelia য় Advanced Technology Labs স্থাপন করল ! এশিয়ায় একটাই এইরকম ল্যাব আছে । উইন্ডোজ সেভেন কেনেন বা না কেনেন, এটা যখন আপনি ব্যাবহার করেন, সবাই জানতে পারে যে আপনার মাইক্রোসফট ভালো লাগে । মাইক্রোসফট এর মূল্য বৃদ্ধি পায় ।
লিনাক্স ব্যাবহার করতে পারেন, এটা নিরাপদ । কারন এটা নয় যে লিনাক্স এর উন্নয়নে কোন ইসরাইলির হাত নেই, কারন হচ্ছে যে লিনাক্স এর উন্নয়নে কোন ইসরাইলির হাত থাকলেও তা আমরা জানি না কেন এই সিস্টেম টা অ্যানোনিমাস ।
দয়া করে গুগল ব্যাবহার করবেন না, কেননা এইটা ইসরাইলি সার্চ এলগরিদম ব্যাবহার করে । এইকারনেই আপনি হয়তোবা মুসলিমদের দাবিয়ে রাখার সংবাদ গুলো পাচ্ছিলেন না । বিং ? একই কাহানী । cialis online pharmacy forum
দয়া করে বৈদ্যুতিক গাড়ি ব্যাবহার করবেন না । কেননা বৈদ্যুতিক গাড়ির উন্নয়নে ইসরাইলিদের ভুমিকাই প্রধান । সোলার প্যানেল ব্যাবহারে সতর্ক থাকুন । কেননা আধুনিক সস্তা সোলার প্যানেলের উৎপত্তি ইসরাইলি কোম্পানিতে এবং তা থেকে তারা ভালই রয়ালিটি পেয়ে থাকে । অনেকে ক্ষেত্রে ইসরাইলিরাই সৌর বিদ্যুৎ কেন্দ্র নানান দেশে স্থাপন করে থাকে । ও হ্যাঁ, আরেকটি কথা, দয়া করে বিশ্ববিদ্যালয়ে জায়নিস্ট ইহুদিদের লেখা বই পড়বেন না । কেননা এতে করে সেই সব ইহুদি “বিদ্বান” লোকরা আপনার মনকে বিষিয়ে তুলতে পারে । ventolin spray precio mexico
বঙ্গোপসাগরে যে সুনামি বয়া গুলো আছে, এগুলর অনেকগুলই ইসরাইলি সাহায্যে পাওয়া । আর দয়া করে একটা আন্দোলন গড়ে তুলুন, যাতে করে এগুলো খুলে ফেলা হয় । একবার ভবে দেখুন, হয়তোবা এইগুলা বিষ ছারছে আমাদের সাগরে, কিংবা পিনাকি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস শুষে নিচ্ছে ।
ইসরাইল খুব ছোট একটি দেশ । এই দেশের কর্মসংস্থানের অবস্থা খারাপ, জনগের দেয়া ট্যাক্সের পুরোটাই সামরিক বাহিনী ও নানান অলাভজনক কাজে ব্যাবহার হয়ে থাকে । যদি আপনি সচেষ্ট হোন তাহলে অবশ্যই এই ইহুদিদের বিরুদ্ধে দাড়াতে পারবেন ।
ধন্যবাদ । acheter viagra pharmacie en france
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
ইসরাইলী পণ বর্জন করুন, এমন কথা অতি আবেগের ফল। যার কোন ভিত্তি নাই।
অনুস্বার বলছেনঃ
সহমত… কাজের কাজ কিছুই হচ্ছে না এতে… মাঝখান থেকে ফেসবুকে লাইক আর শেয়ারের ব্যবসাটা হচ্ছে অসাধারন… [-(
ত্রিভুজ বলছেনঃ
উচিৎ কথা বলেছেন ।
চাতক বলছেনঃ
ইহুদী এবং ইসরাইল বিদ্বেষই হচ্ছে আজকের নপংশুক অকর্মণ্য এবং অন্যের করুণায় বেঁচে থাকা মুসলমান্দের সস্তা আবেগের ফসল
অনুস্বার বলছেনঃ
কথা একবারে ভুল বলেননি, তবে আমেরিকান শকুন সাপোর্টেড ইসরাইলি শুয়োরগুলোর জানোয়ারের মত আচরণটাও আপনাকে বলতে হবে…
নইলে কিন্তু ব্যাপারটা একতরফা হয়ে যাবে মিস্টার… :-q
রায়হান বলছেনঃ
কোন একতরফা হল না। কেননা does accutane cure body acne
মুসলীম + হিন্দু = সংঘাত, ভারতে
মুসলীম + খ্রিস্টান = সংঘাত, নাইজেরিয়াতে
মুসলীম + বৌদ্ধ= সংঘাত, মায়ানমারে
মুসলীম + মুসলীম = সংঘাত, পাকিস্তানে ইরাকে soulcysters net metformin
পুরো পৃথীবি একদিকে মুসলীম অন্যদিকে।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
হুদাই পোস্ট!
সবার ওপরে লাইক সত্য। তাহার ওপরে নাই।
অনুস্বার বলছেনঃ
prednisone side effects in dogs long termসবার ওপরে লাইক সত্য। তাহার ওপরে নাই।
[-(
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
ইয়ে, ক্লান্তদা কি এগুলা অস্বীকার করতেছেন? আসেন ভাই ইসরাঈলি পেপসি খাইয়া গলা ভিজাই।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
propranolol clorhidrato 10 mg para que sirveআমি স্রেফ বলতে চেয়েছি, ইজরায়েলী পণ্যগুলো বয়কটের ডাকওয়ালা স্ট্যাটাসগুলো আসে স্রেফ লাইকের জন্যই। অরিজিনালি সেগুলোর আউটপুট শূন্য। তাই, এই পোস্টটা থেকেও ফাইনালি কিছুই হবে না। ইজরায়েলী পন্য বয়কটের ডাক সমানেই আসবে।
কারণ, সবার ওপরে লাইক সত্য।
ত্রিভুজ বলছেনঃ
কয়ডা লাইক পরছে ? লাইক ই যদি চাইতাম তবে চটি পেজ খুইল্লা ইসলামী আর অ্যান্টি ইজরাইল পোস্ট দিতাম ।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ওপরের কমেন্ট দেখেন। আমার মন্তব্যের ব্যখ্যা দিয়েছি।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
কালবৈশাখি তার বক্তব্য ক্লিয়ার করছে, ব্রাদার… :-bd
তারিক লিংকন বলছেনঃ
ইহুদী এবং ইসরাইল বিদ্বেষ আসলেই আত্ববিষেদাগার ছাড়া কিছু না
অনুস্বার বলছেনঃ
জাজমেন্ট একতরফা হয়ে গেল না স্যার?
does enzyte work like viagra
সোমেশ্বরী বলছেনঃ
ভাই,
আপনি ব্যংগাত্মকভাবে বললেও সত্যটাই সাহসের সাথে তুলে ধরেছেন এই মূর্খের দেশে!
আমরা এতটাই মূর্খ যে অধিকাংশজনই জানি না~
কোন কিছু বর্জন করতে হলে আগে তার চেয়ে বেশি অর্জন করতে হয়!
অর্জনের বেলায় নাই খালি বর্জন, বর্জন বুলির ফাপা আওয়াজ তোলাই সার!!!