চলচ্চিত্র নির্মাণ বিষয়ক প্রবন্ধ- স্বল্প আলোয় শুটিং এর কিছু সহজ কৌশল
527 get viagra now
বার পঠিত sildenafil efectos secundarios
সিনেমাটোগ্রাফির একটি প্রধান নিয়ামক হল প্রোপার লাইটিং। আসলে গোটা প্রসেসটাই প্রোপার লাইটিং এর ওপর গভীরভাবে নির্ভরশীল।
এখানে প্রোপার লাইটিং কেন বলছি জানেন? ইচ্ছেমত গলা পরিপূর্ণ করে খাওয়া আর রুটিনমাফিক পরিমিত খাবার গ্রহন করার মধ্যে বিস্তর পার্থক্য আছে। অতিরিক্ত আলো বা প্রয়োজনের তুলনায় কম আলো, এই দুটি বিষয়ে দর্শক মারাত্মক বিরক্তি বোধ করেন। সেজন্যই একজন সিনেমাটগ্রাফারের প্রধান কাজ হল পর্দার সামনে বসে থাকা মানুষগুলোকে এজাতীয় বিরক্তি থেকে মুক্তি দেয়া। ফ্রেমে আলো বেশি থাকলে সম্পাদনার সময় হয়ত ঝামেলা মেটানো যায়, তবে কম আলোর ব্যাপারে সম্পাদক যতই কারিকুরি করুন না কেন, নয়েজ (ঝিরঝির ভাব) এড়াতে পারবেন না।
অনেক সময় আমরা স্বল্প আলোর দৃশ্য এড়িয়ে অন্য কোনভাবে সিচুয়েশন কাভার করি। এটা অবশ্যই বেশ সৃজনশীল চিন্তার প্রকাশ ঘটায়। তবে আমি এই ব্যাপারটা ইগনোর করার চেষ্টা করি না। সামনে বাধা এলে কত রাস্তা পাল্টাবো? লেটস ফেইসইট ম্যান।
তো চলুন এবার স্বল্প আলোয় শুটিং করার কিছু কৌশল জেনে নিই।
১।
স্বল্প আলোয় শুটিং করার বড় হাতিয়ার হল আলোর ব্যবস্থা করা। না, এটা কোন জোক ছিল না। আপনি যাই করুন না কেন, অবশ্যই ফোকাসড সাবজেক্টের মুখউজ্জ্বল(!) করতে হবে। যদি পারেন, দিনের বেলাতেও রাতের শুট করে ফেলুন। যারা “ক্যাপ্টেন ফিলিপস” মুভিটি দেখেছেন তারা নিচের ছবিটি দেখে বুঝবেন, সম্পাদনায় কত কি সম্ভব!
এজন্য আপনি ক্যামেরার সাথে এলইডি লাইট সংযুক্ত করলে তা আপনাকে দারুন সহায়তা করবে। নিচের ছবিটির মত একটি মাইক্রো প্রো এলইডি লাইট ব্যবহার করতে পারেন। blueberry 100 sildenafil review
prednisolone for cats diarrhea
২।
অ্যাপারচার বাড়ান। অ্যাপারচার হল ক্যামেরার আইরিস না রেটিনা কি যেন বলে। তবে আমি এটাকে বলি জানালা। আপনি একটা ঘরের জানালা যত খুলবেন, ঘরে তত আলো প্রবেশ করবে। ভিউফাইন্ডারে নিচের ছবিটির মত [F] সূচিত মান যত কমাতে থাকবেন, আপনার অ্যাপারচার তত বাড়তে থাকবে।
এবার নিচে আরেকটি ছবিতে বুঝিয়ে দেয়া হল কেন আমি এটাকে জানালা বলি।
অ্যাপারচার বাড়ার সাথে সাথে আপনার ক্যামেরায় আলো প্রবেশের জন্য অনেক বড়একটি স্থান তৈরি হবে যা আপনাকে আলোকসল্পতায় কাজ চালিয়ে নিতে বেশ সাহায্যকরবে। তবে অ্যাপারচার বাড়ানোর ফলে আপনার ডেপথ অফ ফিল্ড বেড়ে যাবে, মনের মত সিনেমাটিক লুক হয়ত থাকবে না। নিচের ছবিটির দিকে তাকান। বাম পাশের ফ্রেমে অ্যাপারচার রেট “f/2” এবং ডান পাশের ফ্রেমে অ্যাপারচার রেট “f/5.6”।
৩।
শাটার স্পীড কমিয়ে ফেলুন। মুলত শুটিং এর সময় ১/৬০ বা ১/৫০ শাটারস্পীডে কাজ করা হয়। আপনি কমিয়ে সেটা ১/৩০ বা ১/২৫ এ নিয়ে আসুন। এতে করে আপনার ক্যামেরায় আগের তুলনায় দ্বিগুণ আলো প্রবেশ করবে। নিচের রেড মার্কড ফাংশনটি শাটার স্পীড নির্দেশ করে। cuanto dura la regla despues de un aborto con cytotec
শাটার স্পীড মুলত কিভাবে কাজ করে তা নিচের ছবিটি দেখে বুঝতে পারবেন। viagra para mujeres costa rica
৪।
লো লাইট সিচুয়েশনে ফ্রেম রেট জত কম হবে তত বেশি আলো সম্বলিত ছবিআপনি তুলতে পারবেন। 24fps হল সাধারন ফ্রেম রেট যা এমনিতেই আপনাকে বেশ ভালসার্ভিস দেবে। তবে আপনি যখন কোনও মাঠ, ধানক্ষেত, আকাশ অর্থাৎ ল্যান্ডস্কেপছবি ক্যাপচার করবেন, তখন চাইলে ফ্রেম রেট কমিয়ে 12fps বা 6fps করে নিতেপারেন। তবে মনে রাখবেন, এই সুবিধাটি সব ক্যামেরায় থাকে না।
যদি ওপরের চারটির কোনটিতেই আপনি সন্তুষ্ট হতে না পারেন তবে আখেরি চাল হিসেবে এই পাঁচ নম্বর রাস্তাটি বেছে নেবেন। তবে ব্যক্তিগত ভাবে আমি কখনোই এই সিস্টেমটি সাপোর্ট করি না।
যখন আর কোনো উপায় থাকবে না তখন আপনি আপনার ক্যামেরার ISO বাড়িয়ে দিন। এতে করে ক্যামেরার সেন্সিটিভিটি বাড়বে। তবে আপনার ধারণকৃত দৃশ্যটি হাই ISO তে বেশ নয়েজি আসবে, যা দর্শকদের মোটেও আরাম দেবে না। তাই যতটা পারেন এটি বর্জন করার চেষ্টা করবে।
এই ছোটখাট কিন্তু বেশ জরুরী বিষয়গুলো মাথায় রাখলেই আপনার কাজ বেশ সহজ এবং অপেক্ষাকৃত কম ঝামেলায় সম্পন্ন হবে। কেউ উপকৃত হলে আনন্দিত হব।
ভালো থাকুন সবাই।
অংকুর বলছেনঃ
ভাই ফটোগ্রাফির ক্ষেত্রেও কিন্তু তাই। কিন্তু ISO বাড়িয়ে দিলে যে নয়েজি হয়ে যাবে
:S :-! d(-_-)b prednisone side effects in dogs long term
রাফিন বলছেনঃ
নয়েজির জন্যই বলেছে, ঠেকায় না পড়লে ISO বাড়ানো বোকামি। বাকীগুলো অ্যাপ্লাই করলে অবশ্য ISO বাড়ানো লাগে না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
ক্যামেরা নিয়ে কোন ধারনাই নাই। সেই তুলনায় অনেক কিছুই জানলাম।
রাফিন বলছেনঃ
এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ। বেসিক তেমন কিছু লাগে না যদিও। মন্তব্যের জন্য ধন্যবাদ।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
আলোকচিত্র নিয়ে খুব বেশি আগ্রহ নেই। মাঝে সাঝে মোবাইল ক্যামেরা দিয়ে দুএকটা তোলা পর্যন্তই।
তবে, পোস্টটা পড়ে বেশ কিছু তথ্য জানতে পারলাম। আশা করি, এমন লেখা সামনেও থাকবে। efek samping minum obat viagra
রাফিন বলছেনঃ ramipril and hydrochlorothiazide capsules
মন্তব্যের জন্য ধন্যবাদ! cialis 10mg or 20mg
দুরন্ত জয় বলছেনঃ
আগ্রহের বিষয় এটি। জেনে খুশি হলাম……
রাফিন বলছেনঃ
ধন্যবাদ!
তারিক লিংকন বলছেনঃ
cialis online pharmacy forumঅনেকের আগ্রহের বিষয় এটি!! পরবর্তী পর্ব কি দিয়েছিলেন?
আমার মনে হয় ফটোগ্রাফির আরও অনেক বিষয় নিয়ে ধারাবাহিক করে লিখতে পারেন!!
রাফিন বলছেনঃ
এটা একটাই পর্ব! ধারাবাহিক করার ইচ্ছে আছে!