খুন হয়ে যাই
322
বার পঠিত zovirax vs. valtrex vs. famvirদিনদুপুরে হঠাৎ কেন খুন হয়ে যাই?
মাথার ভেতর সরল প্রেমিক গুম হয়ে যায়
দাঁত বসিয়ে রঙিন ফড়িং ঘুম হয়ে যায়
বৃষ্টিছঁটা কাঁচ-জানালায় অশ্রু ঝরায়
হৃদয় কেন শুকনো জলে জং ধরে যায়!
দিনদুপুরে বুকের ভিতর খুন হয়ে যাই
——————-খুন হয়ে যাই।
একটা মানুষ খুব যতনে কান্না চাপে
রুগ্ন মুকুল গন্ধটুকু আগুনে মাখে
ফুল-রুমালে নাক ডুবিয়ে ভুল হয়ে যাই
——————-খুন হয়ে যাই।
এক যে আমি বুক-পকেটে রাত্রি জমাই
আরেক তুমি পকেট ভরে চাঁদ হয়ে যাও
জোনাক-জোনাক সন্ধ্যে হলেই গল্প সাজাও
টেবিল জুড়ে বায়বীয় সব স্বপ্ন বাঁধাও
নীল কালিতে কষ্টে-সৃষ্টে বুঁদ হয়ে যাই
———————খুন হয়ে যাই।
এসজিএস শাহিন বলছেনঃ
চমৎকার । ভাল লাগলো ।
অসীম নন্দন বলছেনঃ
levitra 20mg nebenwirkungenধইন্যা দাদাভাই প্রীতি নেবেন
অনুস্বার বলছেনঃ
চমৎকার লাগলো নন্দন… >:D< চালিয়ে যাও… :-bd
অসীম নন্দন বলছেনঃ
ধন্যবাদ দাদাভাই। প্রীতি ওশুভেচ্ছা নেবেন।
তারিক লিংকন বলছেনঃ
– এই অংশ খুব ভাল লাগলো!! ধন্যবাদ নিয়মিত সুন্দর কবিতা লিখবেন আশাকরি
অসীম নন্দন বলছেনঃ
ধন্যবাদ লিংকন দা। দুঃখিত এইজন্য যে আজকাল কিছু সমস্যার কারণে ব্লগে আসা হয় না। আশির্বাদ করবেন। puedo quedar embarazada despues de un aborto con cytotec
দুরন্ত জয় বলছেনঃ
irbesartan hydrochlorothiazide 150 mgদাদা কবিতা নিয়মিত চাই। ভাল লেগ্রছে অনেক
অসীম নন্দন বলছেনঃ
ভালোবাসা নিস ভাই
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
অসাধারন লাগলো এই অংশটা। কিপ ইট আপ!
অসীম নন্দন বলছেনঃ
ধন্যবাদ