প্রসঙ্গ পুতিন
367
বার পঠিত১। ইউক্রেন ইস্যুঃ তা, ক্রাইমিয়া যে রাশিয়ার অধীনে এসে গেল, তা কিভাবে এল ? ক্রাইমিয়ায় কি চুক্তির বাইরে একটিও বেশি সেনা কি মোতায়েন করা হয়েছিল ? বা কোন ইউক্রেনিয় সৈনিক মারা গেছে রাসিয়ান সেনার হাতে ? ক্রাইমিয়ার অধিকাংশ জনগন রাসিয়ান বংশদ্ভুত, অনেকের রাসিয়ান কাছে রাশিয়ান পাসপোর্ট রহিয়াছে । আর ক্রাইমিয়া রাশিয়ার জন্য অত্যাবশ্যকীয় । কেননা ক্রাইমিয়া চলে গেলে ব্ল্যাক সী তে রাশিয়ার প্রবেশ প্রায় সীমীত হয়ে যাবে ।ইউক্রেনে যে রাশিয়া তাদের পাপেট সরকার বসিয়ে রেখেছিল তাতে কোন সন্দেহ নাই । তবে ইউক্রেনে জেভাবে সরকার পরিবর্তন ঘটল তা আসলে একটা কসাই কে বদলানো হল স্বয়ং শয়তান দারা :v আর রাশিয়া খুব ভালো ভাবেই জানত, সামরিক আগ্রাসনের দরকার নাই, “সুষ্ঠু গন্ত্রাত্রিক ভোটের মাঝেই ক্রাইমিয়া রাশিয়ার সাথে যুক্ত হইবেক” ২। মুসলিম বিশ্বঃ আসলে সিরিয়া ছাড়া রাশিয়ার আর কোথাও তেমন অস্ত্র বিক্রি হয় না । মিসর বা ইরাকে যেসব বেচা কেনা হয় তার প্রায় সবই স্পেয়ার পার্টস আর পুরানো বিমান । সিরিয়া রাশিয়ার জন্য অত্তাবশ্যকীয়, কেননা মদ্ধপ্রাচ্চে ইহাই রাশিয়ার একমাত্র সম্বল । সেজন্ন্য আসাদ সরকারকে অবশ্যই থাকতে হবে । রমজান কাদিরভকে চেনেন ? আপনাদের হয়তো মনে থাকবে যে পুতিন ক্ষমতায় আসার পর পরই চেচনিয়ায় দুটি যুদ্ধ হয় । এর মাঝে ২য়টি ছিল বিরাট আকারের । এই যুদ্ধের উদ্দেশ্য ছিল চেচনিয়ায় একটি সরকার প্রতিষ্ঠা । রমজান কাদিরভ একসময় মস্কোর বিরুদ্ধেই অস্ত্র ধরেছিল । পুতিন তাকে ক্ষমতার লোভ দেখিয়ে রমজানের বিরোধী সব দলকে শেষ করে তাকেই ক্ষমতায় বসিয়ে দেয় । রমজান ক্ষমতায় এসেই কট্টর ইসলামিক আইনের মাধ্যমে সেই অঞ্চল সমুহকে পরিচালনা করতে থাকে । ফলাফল ? সেই অঞ্চলের মুসলিমরা তাদের জন্য নতুন রাষ্ট্রের প্রয়োজনীয়তার বিশয়টি ভুলে জেতে থাকে । কেননা শরীয়া আইন, নতুন নতুন রাস্তা, বড় বড় মসজিদ, তাদের আর কি চাই ? তারা নিশ্চয়ই আর ভালো ভালো বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক পরিমণ্ডল, নিজস্ব তৈল শিল্প, ইত্যাদির প্রয়জনীয়তা সম্পর্কে এতটা অবগত নয় । ৩। মানবাধিকারঃ গে পিটানো পুতিন , তবে তার এই গে পিটানোর মুলে রয়েছে রুশিয়ান প্রতেস্তেন চার্চের মন থেকে সোভিয়েত ইউনিয়নের ভয় নামানো আর রাশিয়ান অধিকাংশ গ্রাম্য জনগনের সমর্থন লাভ । পুতিন আগে খুব ভালো পর্যায়ের সরকারী কর্মকর্তা ছিলেন সভিএত আমলে সো তার ঈশ্বর চিন্তা সবাই খুব ভালো ভাবেই ধারনা করা যায় । যদি রাশিয়ার ৯০ % এর ও বেশি লোক সমকামীতা সমর্থন করত তাহলে পুতিনের কাজ নিন্দনীয় হতে পারে । আরে মিয়া, ইহাই তো “সহিহ গণতন্ত্র” তাই নয় কি ? বিশববিদ্দালয়ের শিক্ষকের ভোটের যা মূল্য, গ্রামের অশিক্ষিত মৌলবাদী লোকটির ভোটের মূল্য তো সমানই !
তবে পুতিনের সবচেয়ে বড় সাফল্য ? রাশিয়ার অখণ্ডতা বজায় রাখা, রাশিয়াকে খণ্ড বিখন্ড হওয়া থেকে বাচিয়ে দেয়া । নইলে পুতিন আসার আগে রাশিয়ার অর্থনিতির যা অবস্থা ছিল, অইটাকে যেভাবে পুতিন টিকিয়ে ফেলল, সেটা একটা মিরাকলই বটে ।
zithromax trockensaft 600 mg preis
চাতক বলছেনঃ
ভাল বলেছেন
অনুস্বার বলছেনঃ
সহমত… :-bd