খেলার সাথে একটু রাজনীতি, একটু ইতিহাস মেশাই- ঠিকাচ্ছে?
601
বার পঠিতমুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া দুইটা দেশের নাম বলি- ইজরাইল, ফিলিস্তিন
মুসলিম উম্মার- বিশ্বভ্রাতৃত্ববোধ তখন জাগ্রত হয়নি, তাই আজকে আপনারা যারা স্বাধীন বাংলায় বসে খেজুর চিবোতে চিবোতে সৌদি আরবের বাদশাহের গুণগান করছেন- তাদের জানাচ্ছি- সমগ্র মিডল ইস্ট থেকে একমাত্র ফিলিস্তিনিরাই সর্বপ্রথম আমাদের স্বীকৃতি দিয়েছিলো।
এখন আসি, খেলায়- সাকিব-আল-হাসানের শাস্তি নিয়ে আপনারা কইলেন যে- সাকিব আল হাসান সোনার ডিম পাড়া হাঁস। তাই তারে শাস্তি দেয়া উচিত না। তারে শাস্তি দিলে নিজেদেরই ক্ষতি। (যারা সাকিবের শাস্তিকে তার পারফর্মেন্স দিয়ে জাস্টিফাই করেছেন তাদের জন্য)
এই দৃষ্টিকোণ থেকে বলি- তাহলে তো বর্তমান সংঘাতে ইজরায়েলীদের পক্ষ নেয়াটা জরুরী। কেননা ইজরায়েলীদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখলে ভবিষ্যতের জন্য ভালো। ইসরাইলকে স্বীকৃতি দিয়ে তাদের সাথে অর্থনৈতিক,রাজনৈতিক এবং সামরিক চুক্তি করলে দীর্ঘ এবং স্বল্প মেয়াদে বাংলাদেশ অনেক লাভবান হবে।
এক্ষেত্রে কি আপনার সোনার ডিম পাড়া হাঁস থিওরী কাজে লাগাইবেন? viagra en uk
যারা মুসলিম ব্রাদারহুডের জন্য দিন রাইত চিৎকার পাইরা মরেন- কোথায় আপনাদের মুসলিম ব্রাদারহুড? তারা ফিলিস্তিনিদের সাহায্যার্থে কি করছে? একাধিক রাণী নিয়ে ইফতার পরবর্তী রতিক্রিয়ায় ব্যাস্ত আছে।
তুমি ইজরাইল, আমি নদীকে বলেছি তোমার কথা
গুজরাট তুমি এই মহাদেশ জুড়ে, রায়ট লাগিয়ে খুঁজেছ নির্জনতা।
এই লাইনগুলো লিখেছিলাম বেশ কিছুদিন আগে, কেউ কি বলতে পারেন- ‘তুমি’ শব্দটি দিয়ে আমি কার কথা বলেছি?
ইদানিং দেখলাম কিছু মানুষ(!) মানুষ ইজরাইলের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন। এবং এই জিহাদে তারা তাদের বিপ্লবী অবিসংবাদিত নেতা আল্লামা হিটলারের চেতনায় উদ্বুদ্ধ। যদিও সেসকল উজবুক জানেনা যে হিটলারের পরবর্তী টার্গেট ছিলো মুসলিমরা। ওহ, আর একটা কথা- যারা সুন্নী মৃত্যুতে, ইরাক বম্বিং, পাকিস্তান বম্বিং, বিহারীদের হত্যা, পাকিস্তানি কর্তৃক বাংলাদেশে গণহত্যা, সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং হত্যা নিয়ে কিছু কখনো বলেন নাই তাদের মুখে ‘মানবতা’ শোভা পায়না।
এখন আসি আমার কথায়, যেখানেই নিপীড়ন, যেখানেই বিচার বহির্ভূত হত্যা সেখানেই আমরা থাকবো। এরজন্যে মুক্তিযুদ্ধে কে সমর্থন দিয়েছিলো কে দেয়নাই সেটা জরুরী না। আজ যদি আমার সামনে একজন জামায়াত-শিবির কর্মী আহত অবস্থায় সাহায্য কামনা করে আমি তাঁকে সাহায্যটা করবো। কারন আমি হিন্দু নই, আমি মুসলিম নই, আমি খ্রিষ্টান নই, আমি বৌদ্ধ নই, আমি ক্যাথলিক নই, আমি ইহুদী নই, আমি জৈন নই, আমার প্রথম এবং শেষ পরিচয় আমি মানুষ। আই হ্যাভ টু স্ট্যান্ড বাই হিউম্যান।
১২/০৭/২০১৪
levitra 20mg nebenwirkungen
দুরন্ত জয় বলছেনঃ
স্যলুট ……
আমি একজন মানুষ… doctorate of pharmacy online
চাতক বলছেনঃ
অসাধারণ। আপনার সম্পূর্ণ কবিতাটি পড়তে চাই
অনুস্বার বলছেনঃ side effects of drinking alcohol on accutane
পুরো কবিতাটা কি পোস্ট করেছেন?
করে থাকলে লিংকটা পেতে পারি কি? না করে থাকলে কবে পাব? অনুগ্রহ করে জানাবেন কি? :-w
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
অমিত ব্রাদার, আপনার লেখার মূল সমস্যাটা কি জানেন? আপনি চমৎকার যুক্তিসঙ্গত ১০টা লাইনের মাঝে আকাশ থেকে অশ্বডিম্ব নাজিলের মত নিতান্তই অপ্রাসঙ্গিক এবং উদ্ভট দুইটা লাইন জুড়ে দেন। ফলশ্রুতিতে আপনার লেখাটা পরিনত হয় বিরক্তিকর জন্ত্রনায়,ক্ষেত্রবিশেষে নিতান্ত আবর্জনায়… :-@ যা বলছেন উপরের পোস্টে, প্রায় সব যুক্তিই চমৎকার, গ্রহনযোগ্য এবং টু বি ফ্রাংক, আমার মনের কথা। কিন্তু এতোগুলা ভালো কথার মধ্যে হুট করে সাকিবরে নিয়া আইসা খাওজাইতে শুরু করলেন কেন, এইটা আমি সারাজীবন চেষ্টা করলেও বুঝবো না। সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার। বিসিবির মাননীয় আবাল বালছালেরা তাকে যে নিতান্তই ব্যক্তিগত আক্রোশ এবং কিছুটা ঈর্ষার বশবর্তী হয়ে শাস্তি দিছেন, সেইটা আজ ওপেন সিক্রেট… তারপরও যদি আপনি বিষয়টা না জেনে থাকেন, তবে প্লিজ কারোর কাছ্ থেকে জেনে নেবেন। দরকার হলে আমিই না হয় আপনাকে জানিয়ে দেব। কিন্তু না জেনে এভাবে খাওজান কেনরে ভাই? আপনি সাকিবের সোজাসাপ্টা কথাবার্তা সহ্য করতে পারেন না, তার চামচামি করার অক্ষমতা বরদাশত করতে পারেন না, সেইটা তো আপনার সমস্যা। তার জন্য হুদাই যেখানে সেখানে তারে নিয়া চুলকান কেন? দয়া করে জনসম্মুক্ষে এভাবে চুলকানো বাদ দেন, দেখতে খারাপ লাগে ব্রাদার। অন্তত আপনার মত বিচক্ষণ, বিবেকবুদ্ধি সম্পন্ন মানুষের কাছ থেকে এই ধরনের আচরণ দুঃখজনক… [-( achat viagra cialis france
অমিত লাবণ্য বলছেনঃ
//(যারা সাকিবের শাস্তিকে তার পারফর্মেন্স দিয়ে জাস্টিফাই করেছেন তাদের জন্য)//
এড়িয়ে গেছেন বোধয়
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
অনুস্বার বলছেনঃ
সহমত… এত চমৎকার একটা লেখা এভাবে নষ্ট করবার যুক্তি খুঁজে পাচ্ছি না। [-(
অমিত লাবণ্য বলছেনঃ can your doctor prescribe accutane
এই দুই লাইনে সাকিব মুখ্য ছিলোনা- “সোনার ডিম পাড়া হাঁস” মুখ্য ছিলো। সাকিব জাস্ট উদাহরণ। উদাহরণ কখনো কোনো প্রবন্ধের মূল থিম নয়। গ্রো আপ
দুরন্ত জয় বলছেনঃ
ব্রাদার সাকিব কে কি শাস্তি দেয়ার পক্ষে না আপনি
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
zovirax vs. valtrex vs. famvirএকেবারে বোধযুক্তিহীন পোস্ট। কিসের সাথে কি পান্তাভাতে ঘি!
অনুস্বার বলছেনঃ
বোধযুক্তিহীন হবে কেন? উনি যুক্তি তো ভালোই দিয়েছেন। কিন্তু তার মাঝে এক ফোঁটা গোচনার মত সাকিবকে টেনেই সব গোলমাল করে ফেলেছেন। ~X(
অমিত লাবণ্য বলছেনঃ
এটা আপনার কাছে বোধযুক্তিহীন পোষ্ট মনে হলো কোন কারনে? wirkung viagra oder cialis
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ zoloft birth defects 2013
(:| (:| (:|
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
সাকিব আল হাসানের শাস্তি কেন হওয়া অনুচিত?
১) সাকিব বাংলাদেশের গ্রেট পারফরমার বলে।
২) সাকিব অপরাধ করেনি বলে।
আপনারা কোনটাকে বেছে নিবেন? আমি ২ নাম্বারটা বেছে নিলাম। বিসিবিতে রাজনীতি ভালো ভাবেই ঢুকে গেছে। সেইদিক থেকে সাকিবও রাজনীতির বলি হতে পারে। সেই হিসেবে শাস্তিটা আমার কাছে লঘু পাপে গুরু দন্ড বলেই মনে হচ্ছে। তাই আমি এই শাস্তির বিপক্ষে। ব্যাস।
আর, আপনার যুক্তি সঙ্গত পোস্টের সাথে পুরোপুরি সহমত। Stop Genocide. সকল ধরনের হত্যার বিরুদ্ধে আমি। যুদ্ধ নিপাত যাক। metformin synthesis wikipedia
চাতক বলছেনঃ walgreens pharmacy technician application online
tome cytotec y solo sangro cuando orinoরাজনীতি ইজ এভ্রিহোয়ার। সেটা সমস্যা না সমস্যা হচ্ছে দুষ্ট রাজনীতি
অমিত লাবণ্য বলছেনঃ
আমিও ২ নাম্বারটা বলবো। সাকিব যে একেবারে অপরাধ করেনি সেটা কিন্তু না, হতে পারে সেটা বিসিবির প্রতিশোধ পরায়ণতা বা অন্যকিছু, কিন্তু সাকিব হ্যাজ স্টেপড ইনটু দা ট্র্যাপ ওর সামথিং এলস puedo quedar embarazada despues de un aborto con cytotec
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
আপনি ঠিক কি বুঝাতে চেয়েছেন বুঝা গেলো না। সম্পূর্ণ বিপরীত দুটি ইস্যুকে নিয়ে গোলমাল পাকিয়ে ফেলেছেন !
চাতক বলছেনঃ
সবার সব কিছুর সাথে সব কিছু মিশানোর অধিকার আছে কিন্তু খিচুড়িরও যে একটা রেসিপি আছে অনেকে তা ভুলে বসে আছে
অংকুর বলছেনঃ
clomid over the counter১। বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ফিলিস্তিন। ইসরাইল না। ইসরাইল ফিলিস্তিন এক জিনিস না
২। সাকিবকে শাস্তি দেওয়ার বিষয়টা হল
আপনি আগে দেশ বাঁচাবেন না রাস্তা ঠিক করবেন? বিষয়টা সেইরকম। সাকিবের সাথে সেই বিষয়ের তুলনা আসছে কেন? ফিলিস্তিনের বিষয় আর সাকিবের বিষয় কি এক? ফিলিস্তিন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল মানবতার খাতিরে,যদিও বিভিন্ন কারণে তখন তা গ্রহণ করা হয়নি,তবুও আমরাও মানবতার খাতিরে তাদের পাশে দাড়াতে পারি। কারণ আমরা তাদের পরিস্থিতির ভেতর দিয়ে এসেছি। private dermatologist london accutane
অমিত লাবণ্য বলছেনঃ
half a viagra didnt workউপরের মন্তব্য দেখেন। ব্যাখ্যা দিয়ে দিসি। সাকিব এইখানে ইস্যু না, ইস্যু সোনার ডিম পাড়া হাঁস। আর আমি পোস্টে কথাও বলিনাই যে ইজরাইল ফিলিস্তিনের আগে স্বীকৃতি দিসে।
মগজে কারফিউ বলছেনঃ
সাকিব ই এখানে মুখ্য সেটা তো খেলার সাথে রাজনীতি মেশাই নামক শিরোনাম দিয়েই বোঝা যাচ্ছে । তাছাড়া টাংগাইলের পতিতা পল্লী উচ্ছেদ নামক আমার একটা লেখাতে প্রসঙ্গের অনেক বাইরে গিয়ে উনি লেগে পড়লেন , পতিতা বৃত্তির পক্ষে আমি আছি না নেই এ নিয়ে মন্তব্য ।
অথচ সেখানে মূল বক্তব্য কোনোভাবেই তা যায় না । ঠিক এই লেখাতেও একই কাহিনী করেছেন ।
সাকিবের ব্যাপারের সাথে ইসরাইল ফিলিস্থিনের ব্যাপার কি করে যায় আমার বুঝে আসলো না । একটা সম্পদকে কে কিভাবে ব্যবহার করবে সেটা সম্পদের দোষ না , দোষ হল ব্যবহারকারীর । শেন ওয়ারন এক সময় খেলা ছেড়ে , নারী , মদ নিয়ে বিশাল মুটিয়ে গিয়েছিল । আর সিএ তখন ওয়ারন কে সেখান থেকে ফিরিয়ে এনে সেই সম্পদের সঠিক ব্যবহার করে ।
সৌরভ গাঙ্গুলি স্তিভ ওয়াহ কে ত্যানা সাড়ে ৭ মিনিট দাঁড় করিয়ে রেখেছিল মাঠে ইচ্ছে করে । যা সুস্পষ্ট বেয়াদবি । ভারত কিন্তু এ কারনে তাকে শাস্তি দেয় নি । আর সৌরভের অহংকার নিয়ে নাই বা বলি ।
ভারত সৌরভ কে ব্যবহার করতে পেরেছে ঠিকঠাক ।
ওয়াসিম , ওয়াকার ,শয়েব আকতারের ফিক্সিং এর কথা বাদই দিলাম ।
সুরেশ রায়নার লিফটের ভেতর ফিক্সারের মেয়ের সাথে সেক্স ভিডিও যখন ভারতের হাতে তুলে দিয়েছিল শ্রীলংকা বোর্ড তখন ভারত সেটা চেপে গিয়ে রায়নাকে ঠিক মতো এখনো ব্যবহার করছে । মহেন্দ্রর ফিক্সিং কাহিনী ঢাকতে ভারত কি না করছে ? ব্যবহার করছে । সাকিব সে তুলনায় কিছুই করে নাই ।
সুনীল নারায়ন কে আইপিএল ছেড়ে নিউজিল্যান্ড সিরিজে যোগ দেবার কথা বললে , সুনীল আইপিএল বেছে নেয় । ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এখনো সুনিলের দেশ প্রেম নিয়ে কথা তোলে নাই । উল্টো টি ২০ সিরিজে আবার ডাক দিছে । রামদিন কোনোমতে সেঞ্চুরি করে ভিভ রিচারডস কে মাঠের ভেতর চিঠি লিখে দেখিয়েছিল , হেই ভিভ ! টক নাহ ? তখন সিনিয়রদের অপমানের জন্য রামদিনের কোন শাস্তি হয় নাই । উল্টো এখন রামদিন ক্যাপ্টেন আর ভিভ তাদের ব্যাটিং পরামর্শক । ওরা এখন একসাথে কাজ করছে । ।
শেষ কথা একটাই , সম্পদকে সঠিক ভাবে ব্যবহার করতে না জানা মালিকের দৈনতা , সম্পদের না । সম্পদ কে ফেলে রেখে সেটা শুধু তার ডেট ওভার হয়ে নষ্ট হবে । যা ক্ষতি হবে তা মালিকের ই তথা দেশেরই । metformin gliclazide sitagliptin
অনুস্বার বলছেনঃ doctus viagra
চমৎকার বলেছেন কারফিউ ভাই… :-bd >:D<