Secret — খুব গোপন এক সুরের ইন্দ্রজাল কিংবা সময়কে স্তব্ধ করে দেয়া এক অভাবিত ভালবাসার উপাখ্যান…
379
বার পঠিতসঙ্গীতের ছাত্র Jay Chou যখন Tamkang স্কুলে ট্রান্সফার হল, তখনও সে জানতো না স্কুলের প্রথম দিন তার জন্য কি অদ্ভুত এক চমক জমিয়ে রেখেছে। sky নামের মেয়েটার সাথে যখন তার প্রথম কথা হল, তার কিছুক্ষন পরে হঠাৎ সে এক অদ্ভুত রকমের রহস্যময় সুর শুনতে পেল। সুরের উৎসের সন্ধানে যখন সে পুরাতন বিল্ডিংটার ভেতরে ঢুকল, হঠাৎ তার সাথে দেখা হয়ে গেলো rain নামের আরেক সঙ্গীতের ছাত্রীর সাথে। দুজনেরই পিয়ানোতে মেজর । পরিচিত হবার পরে স্বভাবতই প্রথম যে প্রশ্নটি জে রেইনকে করল , তা হলঃ সে পিয়ানতে একটু আগে যে সুরটি তুলল, সেটা কোন গানের সুর? রহস্যময়ী রেইন আরও রহস্যময় একটা হাসি দিয়ে তাকে জানালঃ buy canadian cialis online
it is a secret that cannot be told 3rd round of clomid 100mg
কিছুটা অন্তর্মুখী স্বভাবের জে এরসাথে এরপর উচ্ছল রহস্যময়ী রেইনের খুব অদ্ভুত রকমের এক সম্পর্ক তৈরি হয়ে গেলো। রহস্যের কুয়াশায় ঢাকা সেই সম্পর্কে অলিগলি জে বেচারা মাঝে মাঝেই হারিয়ে যেত। সবচেয়ে অবাক ব্যাপারটা হল জে যখন রেইনের সাথে থাকতো, তখন করিডোর, ক্লাসরুম, ড্যান্সপার্টি, খেলার মাঠে, সবখানেই সবাই জে এর দিকে খুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতো। যে দৃষ্টিতে শুধু নিখাদ বিস্ময়ই ছিল না, ছিল একগাদা কনফিউশনও। এদিকে প্রথম পরিচিতা স্কাই মনে মনে জে কে খুব পছন্দ করে। যার ফলাফলটা খুব সুখের হল না। স্কাই এর ব্যাপারে জে এর মৌনতা কিংবা উদাসীনতা একদিন ঘটিয়ে ফেলল এক অনিচ্ছাকৃত দুর্ঘটনা। যেই দুর্ঘটনার জন্য রেইন ভুল বুঝল জে কে, জে এর সবকিছু উলটপালট করে চলে গেলো বহুদূরে। এদিকে গ্রাজুয়েশনের দিন ঘনিয়ে এল। যেহেতু সেদিনই পুরাতন পিয়ানো বিল্ডিংটা ভেঙ্গে ফেলা হবে, মুছে যাবে জে আর রেইনের অতি রহস্যময় সম্পর্কের উচ্ছল কিছু মুহূর্তের স্মৃতি, তাই শেষবারের মত জে কে দেখতে রেইন ছুটে যায় স্কুলে। আর সেখানেই নিষ্ঠুর সময়ের প্রবঞ্চনায় আরেক বার দুমড়ে-মুচড়ে যায় রেইন এর ভালবাসার লাল গোলাপ। দুর্ভাগা জে তখনও জানেই না, তার জীবনের সবচেয়ে প্রার্থিত গোলাপটা ভেতরথেকে শুকিয়ে যাচ্ছে একটু একটু করে। দিশেহারা জে তারপর রেইনের মা ও তার বাবার কাছ থেকে জানতে পারে বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে যাওয়া এক ভালবাসার গল্প, যে গল্পে অদ্ভুতুড়ে সময় তাকে জুড়ে দিয়েছে এক অবাক নিপুনতায়। হতবিহবল জে মুখোমুখি হয় এক অদ্ভুত বাস্তবতার, সুস্থ স্বাভাবিক কোন মানুষের কাছে সেই বাস্তবতা হয়তোবা গাঁজাখুরি কোন কল্পনা, কিন্তু জে’র জীবনে একমাত্র সত্য সেই বাস্তবতা তার জন্য রেখে যায় আপাতদৃষ্টিতে এক অতি অসম্ভব কাজ, একমাত্র শুদ্ধ ভালোবাসাই পারে সেই অসম্ভবকে সম্ভব করতে…
Jay Chou নামক এক Taiwanese মিউজিশিয়ানের গল্পে ও তার প্রথম পরিচালনায় নির্মিত 不能說的秘密 (Secret)– (The Secret That Cannot Be Told”) মুভিটি মুক্তি পায় ২০০৭ সালে। পরিচালনাতে অভিষেকেই মাত করে দেয়া Jay Chou ছিলেন এই মুভির প্রধান অভিনেতার ভুমিকায়। আর তার সাথে রহস্যময়ী রূপসী হিসাবে রেইন চরিত্রে ছিলেন Gwei Lun-mei। এবং স্কাই চরিত্রে তাদের মাঝে কাবাব মে হাড্ডি হিসাবে নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন Alice Tzeng। এই মুভির অভিনয় নিয়ে বলার মত ভাষা খুঁজে পাইলাম না বলে দুঃখিত। শুধু নির্বাক করে দেয়া অভিনয়ই নয়, নিজের পরিচালিত প্রথম মুভিতে একজন চমৎকার সুরস্রষ্টা হিসেবে সুরের ইন্দ্রজালে দর্শককে মোহাবিষ্ট করে রাখার কাজটি খুব ভালোভাবেই করেছেন Jay Chou। আর মুভিটা যে প্রশংসার তোড়ে ভেসে গেছে, তা এর পুরস্কারের ঝুলি দেখলেই বুঝতে পারা যায়। ২০০৭ সালের Outstanding Taiwanese Film এর পুরস্কার পাওয়া এই মুভিটি ৪৪তম Golden Horse Awards এ মনোনীত হয়েছিল ৬টি বিভাগে, 27th Hong Kong Film Awards এ মনোনীত হওয়া সহ পেয়েছে আরো অসংখ্য পুরস্কার…
কোরিয়ানরা রোমান্টিক মুভিতে সেরা, তা জানতাম।কিন্তু তাইওয়ানিজরাও যে এই ধরনের রহস্যময় মাস্টারপিস বানায়, এই মুভি দেখার আগ পর্যন্ত আমার সেটা ধারণাতেও ছিলও না। রটেনে ৮৭% দর্শক রেটিং পাওয়া এই মুভি সম্পর্কে আরও কিছু অনুভুতি তুলে দিলাম… propranolol tabletki 40 mg
” You leave the cinema with the image of Chou’s fingers dancing over the piano keys, creating that extraordinary music. It will be the image of Chou playing the piano one-handed, playing two pianos at the same time, and playing the piano with his upturned face in dream-like bliss. That is what makes this movie worth the watch. As I said, its salvation. Music, so it seems, really can be magical.””
সবশেষে বলা যায়, Jay Chou তার পিয়ানোর সুরের মায়াজালে যে ভালোবাসাকে একটু একটু বুনেছেন, সে ভালোবাসা শুধু আমাদের নির্বাকই করে দেয় না, ভালবাসার অভাবিত ক্ষমতা সম্পর্কে আমাদের আবার ভাবতে বাধ্য করে। কি অসীম প্রচণ্ডতায় ভালোবাসা চূর্ণ করে ফেলে অভূতপূর্ব সব বাধা, অসীম ক্ষমতাধর মহাকাল যেখানে কেবলই বিস্ময়ে নির্বাক দর্শকমাত্র…
http://www.imdb.com/title/tt1037850/
Torrent Download—http://extratorrent.com/torrent_download/1958923/Secret+-+Jay+Chou.torrent
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
Download দিলাম। দেখা যাক, কতটা মোহিত করে রাখতে পারে। cipro allergy to pcn
তারিক লিংকন বলছেনঃ
এইটাও দেখি নাই বোধহয়!! কিছু মুভি নিয়ে যেতে হবে এইবারের ঈদের ছুটিতে…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ clomid dosage for low testosterone
জি স্যার, হুবহু ঠিক এই আশাবাদই আপনি গত বছরও রেখেছিলেন, যদিও আজো তা আলোর মুখ দেখল না… :-?? :-@ আদৌ এই জীবনে এই মুভি আপনার দেখা হবে কিনা কে জানে… :-”
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
প্রথম এক ঘণ্টা ঘুমিয়ে ঘুমিয়ে কোন মতে পার করেছি।
পরের আধ ঘণ্টায় বোধ হয় চোখের পলকও ফেলিনি।
অসাধারণ!
অনুস্বার বলছেনঃ
তাই নাকি… দেখতে হবে তো তাহলে… অবশ্য পোস্টকর্তা যেভাবে মুভিটা নিয়ে লিখেছেন, এতে না দেখাটা অন্যায়ই হবে… ~X( :-” দেখে ফেলব দ্রুতই… pct nolvadex
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
যাক, জেনে ভালো লাগলো যে আপনি শেষপর্যন্ত দেখেছেন মুভিটা… “:> এবং জেনে আরও খুশি হলাম যে, মুভিটা আপনার বিরক্তি কাটিয়ে শেষ পর্যন্ত আপনাকে তব্দিত করতে পেরেছে… :-bz :-bz >:D< B-) erectalis tadalafil
মাশিয়াত খান বলছেনঃ
clomid 100mg and metformin success:-SS :-SS :-SS online pharmacy xanax australia
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আপনার আবার কি হল ম্যাম? @-) নখ খাচ্ছেন কেন? :O
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ tadalafil 5mg daily
খাচ্ছে না তো! দেখেন না, নখ কেটেই দু’পাশে থু থু করে ফেলে দিচ্ছে… :)) amoxil price in pakistan
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
উনার নখ এতো বড় কেন? O.o খেয়েই যাচ্ছে, খেয়েই জাছচে, ফুরোচ্ছে না যে… :-S
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
মনে হয় বিশ বছর পরে তার নখ যত বড় হবার কথা, তত বড় করে খাওয়া শুরু করেছে।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আর আপনি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? :-?? থামান উনাকে, পেটে অসুখ করবে যে? :)]
নীহারিকা বলছেনঃ
আমার বোন বলল মুভিটা সুন্দর … অনলাইনে দেখে ফেলব …
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
propranolol hydrochloride extended release capsulesতাড়াতাড়ি দেখেন আপু, ভালো না লাগলে মেগাবাইট ফেরত…