আত্মকামী ও জীবনদর্শন…
460 cialis 20 mg prix pharmacie
বার পঠিতজন্ম থেকেই আমি পরীক্ষার্থী। ব্যাধি, শিশুমনে অবান্তর ভাবনা, আরেকটু বড় হওয়ার পর আরেকটু বড়সড় সংকট, যৌবনে সম্পর্কের টানাপোড়েন আরো শত শত পরিক্ষার ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে। আর কিছু হোক না হোক প্রচন্ড আত্মপ্রেমী হয়ে বেড়ে উঠেছি আমি, নিজের পাশে নিজেই দাঁড়িয়েছি সুখে দুঃখে সবসময়। এভাবে আত্মকাম আত্মপ্রেমে মগ্ন হয়ে একটা সময় আবিষ্কার করেছিলাম অন্যের প্রতি আমার কোন আবেগ নেই, স্বার্থপর আর অহংকারী হিসেবে পরিচিতি পেয়েছিলাম। তারপর জানিনা কিভাবে যেনো ভালোবাসতে শিখে গেলাম, প্রতিটা মানুষের জন্য ভালোবাসা। মিশে গেলাম। একে একে অনেক কিছুই জীবনে এলো, প্রেম, প্রেরনা, যৌনতা। অন্য একটি শরীর ছুঁয়ে ফিরে এসে আয়নার সামনে দাঁড়ানো মানুষটাকে বলেছি, এই অনুভুতিটা তোমার জন্য উপহার। তুমি খুশি তো? bird antibiotics doxycycline
ওপাশের মানুষটা বলেছে, পাপ!
আমি বলেছি, না! ওটা পাপ নয়, ভালোবাসার ষ্পর্শে পাপ থাকতে পারেনা। ওটা প্রেম। হোক নগ্নতা, হোক যৌনতার ভেতর এর প্রকাশ, প্রেম প্রেমই।
নিজেকে আমি লাভ মেকিং এর যথার্থতা বোঝাতে পেরেছিলাম। শরীরটা বুঝতে শিখেছিলো কিভাবে সুখ আসে, পরিনামে বহুগামিতা আমাকে বিধ্বস্ত করতে পারেনি, প্রতিটা মানুষকে আমি অনন্ত প্রেম নিয়ে ছুঁয়েছি, কখনো বাছ বিচার না করেই। এমনকি নিজেকে, যাকে আমি ভালোবাসি, নিজের ঠোঁট, নিজের চিবুক, নিজের বুক, নিজের কোমড়, নিজের উদ্দীপ্ত লিঙ্গ, পিঠের নির্দিষ্ট উঠোন, গুপ্তকেশ, পরিপাটি চুল সব আমি ছুঁয়েছি সমান প্রেমে। নিজেকে কখনো বঞ্চিত করিনি। আমিই সম্ভবত সেই ব্যাক্তি নিজেকে যে কখোনই ঘৃনা করতে পারিনি, জীবনটাকে করেছি কখনো কখনো, পরে বুঝেছি এ অনবদ্য দান, আমি জীবনের প্রেমে পরেছিলাম, জীবন আমাকে শিখিয়েছে কিভাবে বেঁচে থাকতে হয় এমনকি বেঁচে থাকার কোন উপাদান না থাকা স্বত্ত্বেও। শেষ বিন্দু অক্সিজেন বাতাসে মিশে যাবার আগে তা থেকে কিভাবে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে হয় তা আমি শিখেছিলাম জীবনের কাছেই। যাপনের পথে জীবনই আমার শ্রেষ্ঠ শিক্ষক।
প্রচন্ড মন খারাপ হলে আয়নার সামনে দাঁড়িয়ে থেকেছি! ওপাশের মানুষটা আমাকে ভীষন বুঝে। সে তার কপালে চিন্তার ভাঁজ ফেলে জিজ্ঞেস করেছে, মন খারাপ?
সমস্ত রাত তখন ঘুমিয়ে, জেগে শুধু আমি আর আমি!
‘হ্যা মন খারাপ, খুব মন খারাপ’
আমার হাত তখন আমার হাতে,
- আমি বুঝতে পারি, কেনো মন খারাপ আমাকে বলা যায়?
ওপাশের মানুষটা হাসে, এতো চেনা হাসিটা! মনে হয় আমি যেনো আমি নই, তবুও বলি,
‘তুমি তো আমিই, তোমাকেই তো বলবো! ‘
তারপর আয়নায় ঠোঁট রেখে ফিশফিশ করে সব কথা অকপটে বলে দেখেছি, ভালো লাগছে আমার। হালকা লাগছে খুব।
তারপর নিজের সাথে নিজে মিলিত হয়েছি, কামড়ে, চোষে, ছেনে, হাতড়ে নিজেকেই নিজে এনে দিয়েছি চুড়ান্ত সুখ।
এভাবেই নিজেকে ভালোবেসে অন্যকে ভালোবাসতে শিখেছি আমি, সুখে থাকতে শিখেছি।
domperidona motilium prospecto
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ prednisone side effects moon face
একেবারে মনের কথাগুলো বলেছেন দাদা… ^:)^ কীভাবে পারেন? >:D<
দুরন্ত জয় বলছেনঃ
এখন আত্মপ্রেম নিয়ে পড়েছেন রাজু দা!!! গল্প লাগবে আপনার
চাতক বলছেনঃ
আপনার প্রেম এবং কামানুভুতি আসলেই অনবদ্য, ভাল লাগলো
তারিক লিংকন বলছেনঃ ventolin evohaler online
ভালই বলেছেন…
মাশিয়াত খান বলছেনঃ
বিবর্তন? এটা কি প্রেমের বিবর্তন বোঝালেন ???