অপেক্ষা
335
বার পঠিতথাকলে থাকুক যন্ত্রণা সব পাথর চাপা একটা বুকেই।
রৌদ্রভরা সুনীল দিনে রৌদ্রজলে বৃষ্টি নামুক বৃষ্টি কিংবা অশ্রু হয়েই।
একটা শালিক যেমন করে খড় আর কুটো লালন করে নিলন বোনে,
তেমন করে সাত পরতে কষ্ট জমুক, কষ্ট থাকুক খুব যতনে।
না’হয় বারেক আঁখির জলে ধুয়ে দিলাম নিলয় আমার।
কি আসে যায়! কি আসে যায়! কিই বা আসে যায়টা তোমার? kamagra pastillas
না’হয় বারেক অচিন ক্রোধে থাকব চুপে পঞ্চবটী বনের কোণে।
সীতার বেশে আসবে ফিরে? রাখব তোমায় খুব যতনে।
দিচ্ছি কথা, যন্ত্রণা সব থাকুক চাপা। একটা পরত সুখকে পেলেই
কষ্টেরা আর অশ্রুরা সব যায় মিলিয়ে এক আকাশের হাসির তোড়েই।
শালিক পাখি একলা ঘরে শীত-শরতে খুব থেকেছে কষ্ট নিয়ে।
এবার না’হয় বর্ষা আসুক। নীড়টা ভাসুক। ভিজবে শালিক আকাশ থেকে জল আনিয়ে।
যন্ত্রণা সব একটা বুকেই অনেক বছর একলা আছে।
এবার না’হয় আধখানা তার কেউ নিয়ে নিক নিজের কাছে। half a viagra didnt work
দুরন্ত জয় বলছেনঃ
ভাল লেগেছে । doctorate of pharmacy online
// যন্ত্রণা সব একটা বুকেই অনেক বছর একলা আছে।
এবার না’হয় আধখানা তার কেউ নিয়ে নিক নিজের কাছে।//
:-bd :-bd :-bd side effects of drinking alcohol on accutane
তারিক লিংকন বলছেনঃ
তুইও এই লাইন দুটো কপি করেছিস? আমিও তাই করছিলাম!
আসলেই ভাল লেগেছে কবিতা
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আমার কাছেও অসাধারন লাগলো… ^:)^
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
>:D<
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
অনেক ধন্যবাদ তারিক ভাই। cialis new c 100
দুরন্ত জয় বলছেনঃ synthroid drug interactions calcium
venta de cialis en lima peruআপনে আবার দু:খ কারে দিবেন??
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
কিছু কথা থাক না গুপন!
চাতক বলছেনঃ
গুপন থাকবে নাকি কবি ওপেন করবেন?
আপনার কবিতা ভাল লেগেছে! আপনি দেখি অলরাউন্ডার zithromax azithromycin 250 mg
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
কথা যেহেতু তারিক ভাইয়ের, ওপেন করলে না’হয় তিনিই করবেন। আমি চুপ!
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ধন্যবাদ!
renal scan mag3 with lasix
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ metformin tablet
metformin synthesis wikipediaবরাবরের মতই ভালো লাগছে ক্লান্ত দা!
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
>:D:D:D<