অসুস্থতা না টালবাহানা!
304
বার পঠিতএদেশে সব ভালো কাজেই বিলম্ব হয়, নিজামীর ফাঁসি তেও যে এমনটাই হবে,সেটা মোটামুটি জানা কথা, অসুস্থতার অযুহাতে রায় পিছিয়ে দেওয়া হয়েছে এমন তো প্রথম শুনলুম মাইরি!
হর্তাকর্তারা বলেনঃ ৪২ বছরের কলংক?? তা ধুয়ে পেলতে একটু তো সময় লাগবেই বটে(আলসেমির ভঙ্গিমায়)..
তা তো লাগবোই, গোলাম আজমকে বসাইয়া খাওয়ানো হচ্ছে। হোক না আরেকটা! তার ক্ষেত্রেও একই রকম উপসর্গ দেখা গিয়েছিল প্রসাশনের! আজ হবে, কাল হবে, এরকম করতে করতে এরপর এমন হওয়া হয়েছে, যে, শেষমেষ তো গোলাম আজমের ফাঁসির দড়িটাই ছিড়ে গেল গলা থেকে, এবার আবার নিজামী অধ্যায় শুরু। কাঁদের মোল্লার ফাঁসি কার্যকর নিয়ে তো ভালোই লুকোচুরি হয়েছিল, তারপর তো একরকম পাবলিক ও মিডিয়া প্রেশারে বাধ্য হয়ে ঐ ফাঁসি কার্যকর হয়েছিল! তববে আছি আমরা জনগণ বিচারালয়ের হা-ডু-ডু খেলার দর্শক হইয়ে বসিয়া।
এখন যাহাই ঘটুক, অসুস্থতার অজুহাতে গোলাম আজমের মতো আবার নিজামীর ফাঁসিবিহীন বসে বসে খাওয়ার শাস্তি যেনো না হয়, কারণ সব সম্ভবের দেশ তো আবার বাংলাদেশ!
তারিক লিংকন বলছেনঃ
আসলেই এইটাই প্রশ্ন? আর কত হায়েনাদের কূটকৌশল?
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
২) ব্লগ পোস্ট বিষয়ক বিধি:
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আশা করি পোস্টদাতা ব্যাপারটা খেয়াল রাখবেন। :-bd zoloft birth defects 2013
অংকুর বলছেনঃ side effects of quitting prednisone cold turkey
কথা যুক্তিযুক্ত বলেছেন।এইগুলারে কুত্তা দিয়ে… দরকার
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
দুচানি দরকার… X( thuoc viagra cho nam
অংকুর বলছেনঃ
=)) =))