“Led Zeppelin” – স্বর্গের সিঁড়ি নির্মাণ করেছে যে গানের দল
670
বার পঠিতলেড জেপিলিন (Led Zeppelin) ১৯৬৮ সালে লন্ডনে যাত্রা শুরু করা একটি রক ব্যান্ড। গিটারিস্ট জিমি পেইজ, গায়ক বা ভোকাল রবার্ট প্ল্যান্ট, বেইজিস্ট এবং কি-বোর্ডিস্ট জন পল জোন্স এবং ড্রামার জন বনহ্যাম এর হাত ধরেই এই ব্যন্ডের জন্ম। ব্লুজ ওরিজিন এবং ফোক ধাঁচের গানের সাথে তাদের ব্যতিক্রমী হেভি মেটাল ধারার ইউনিক সঙ্গিত মূর্ছনা শুরুতেই বিশ্ব সঙ্গীত বোদ্ধাদের নজর কাড়ে। ‘ইয়ার্ড বার্ড’ দল গঠন করলেও তারা প্রথম সাইন করে অ্যাটল্যান্টিক রেকর্ডের সাথে ‘লেড জেপিলিন’ (Led Zeppelin) নামে।
১৯৬৯ সালেই তাদের নাম শিরোনামের দুতি এ্যালবাম প্রকাশিত হয়; লেড জেপিলিন এক এবং লেড জেপিলিন দুই অর্থাৎ Led Zeppelin (1969) ও Led Zeppelin II (1969)। এরপর ১৩ বছরের ব্যান্ড কেরিয়ারে তাঁরা একে একে তাঁদের ৯ টি এ্যালবাম বের করে। ১৯৭১ সালে প্রকাশিত তাঁদের চতুর্থ এ্যালবাম Led Zeppelin IV (1971) এর “Stairway to Heaven” গানটিই তাঁদের সঙ্গীত জগতের স্বর্গের সোপান নির্মাণ করে। আজও বিশ্বের সকল ধরণের সেরা রক গানের সকল লিস্টে গানটি প্রথম তিনটির মাঝে স্থান করে নেয় নিজ গুনে। যেখানে বেশিরভাগ তালিকায় গানটি শীর্ষ স্থান দখল করে থাকে।
And she’s buying a stairway to heaven.
When she gets there she knows, if the stores are all closed
With a word she can get what she came for.
Ooh, ooh, and she’s buying a stairway to heaven.There’s a sign on the wall but she wants to be sure
‘Cause you know sometimes words have two meanings.
In a tree by the brook, there’s a songbird who sings,
Sometimes all of our thoughts are misgiven.Ooh, it makes me wonder,
Ooh, it makes me wonder.There’s a feeling I get when I look to the west,
And my spirit is crying for leaving.
In my thoughts I have seen rings of smoke through the trees,
And the voices of those who stand looking.
Ooh, it makes me wonder,
Ooh, it really makes me wonder.
And it’s whispered that soon, if we all call the tune,
Then the piper will lead us to reason.
And a new day will dawn for those who stand long,
And the forests will echo with laughter.

If there’s a bustle in your hedgerow, don’t be alarmed now,
It’s just a spring clean for the May queen.
Yes, there are two paths you can go by, but in the long run
There’s still time to change the road you’re on.
And it makes me wonder.
Your head is humming and it won’t go, in case you don’t know,
The piper’s calling you to join him,
Dear lady, can you hear the wind blow, and did you know
Your stairway lies on the whispering wind?
And as we wind on down the road
Our shadows taller than our soul.
There walks a lady we all know
Who shines white light and wants to show
How everything still turns to gold.
And if you listen very hard
The tune will come to you at last.
When all are one and one is all
To be a rock and not to roll.
And she’s buying a stairway to heaven.

প্রথম তিনটি এ্যালবাম অর্থাৎ Led Zeppelin (1969), Led Zeppelin II (1969), Led Zeppelin III (1970) এর এ্যালবাম কভারগুলো acquistare viagra online consigli
একবার এক সাক্ষাৎকারে মাইলসের শাফিন আহমেদকে বলতে শুনেছিলাম তাঁদের পছন্দের ব্যন্ড হচ্ছে লেড জেপিলিন। এই অসাধারণ ব্যান্ডটির সেরা গানের তালিকা তৈরি করা আমার মতন নাদান শ্রোতার পক্ষে সম্ভব নয় তবুও একটা তালিকা দাড় করানোর চেষ্টা করলাম পাঠকদের জন্যে-

Dazed And Confused
Your Time Is Gonna Come
album: “Led Zeppelin II” (1969)
Whole Lotta Love
The Lemon Song
Thank You
album: “Led Zeppelin III” (1970)
Immigrant Song
Celebration Day
album: “Led Zeppelin IV” (1971)
Black Dog
Stairway To Heaven
When The Levee Breaks
The Song Remains The Same
album: “Physical Graffiti” (1975) sildenafil 50 mg mecanismo de accion
Kashmir
Sick Again metformin er max daily dose
Achilles’ Last Stand
Tea For One pastillas cytotec en valencia venezuela
Hot Dog
All My Love
album: “Coda” (1982)
We’re Gonna Groove
Wearing And Tearing
লেড জেপিলিনের এ্যালবাম সমূহ (Discography):
- Led Zeppelin (1969)
- Led Zeppelin II (1969)
- Led Zeppelin III (1970)
- Led Zeppelin IV (1971)
- Houses of the Holy (1973)
- Physical Graffiti (1975)
- Presence (1976)
- In Through the Out Door (1979)
- Coda (1982) prednisone side effects menopause
লস এঞ্জেলস টাইমস জিমি পেইজকে সর্বকালের ২য় সেরা গিটারিস্ট হিসেবে নির্বাচন করে। তার গীটারের কাজে প্রত্যেকটা গানই হয়ে উঠে রক প্রেমীদের কাছে অনন্য সাধারণ সৃষ্টিতে। যেখানে রোলিং স্টোন পত্রিকা তাঁকে ৩য় এবং গিবসন ম্যাগাজিন তাঁকে ৪র্থ স্থানটি দিয়েছে। একই সাথে এই ব্যান্ডটি পেয়েছি একাধিক আজীবন সম্মাননা। রোলিং স্টোনসহ সকল ধরণের সঙ্গীত ভিত্তিক পত্রিকার মহত্তম গানের দলের তালিকায় সদর্পে ১০ এর ভিতরে স্থান করে নেয় এই স্বর্গের সিঁড়ি নির্মাণকারী গানের দলটি। cialis new c 100
সবাইকে ভাল গান শোনার আহ্বান জানিয়ে আজকের মত এইখানেই বিদায়। এঞ্জয় “Stairway To Heaven”…
তথ্যসুত্রঃ
ক) উইকিপিডিয়া
দুরন্ত জয় বলছেনঃ
গান তেমন শোনা হয় না। তাদের গান শুনব অবশ্যই।
চাতক বলছেনঃ
লেড জেপিলিনের আরও কিছু অনবদ্য গান আছে নিচে সবার সাথে শেয়ার করলামঃ
‘কাশ্মীর’ও অনন্য সাধারণ আরেকটি সৃষ্টি…
চাতক বলছেনঃ
অনুস্বার বলছেনঃ
bird antibiotics doxycyclineঅশেষ কৃতজ্ঞতা ব্রাদার… :-bd
চাতক বলছেনঃ
lasix dosage pulmonary edemaএইবার কাশ্মীর দেখেনঃ
চাতক বলছেনঃ sildenafil 50 mg dosage
“Kashmir”
Oh let the sun beat down upon my face, stars to fill my dream
I am a traveler of both time and space, to be where I have been
To sit with elders of the gentle race, this world has seldom seen
They talk of days for which they sit and wait and all will be revealed
Talk and song from tongues of lilting grace, whose sounds caress my ear
But not a word I heard could I relate, the story was quite clear
Oh, oh.
Oh, I been flying… mama, there ain’t no denyin’
I’ve been flying, ain’t no denyin’, no denyin’
All I see turns to brown, as the sun burns the ground
And my eyes fill with sand, as I scan this wasted land
Trying to find, trying to find where I’ve been.
Oh, pilot of the storm who leaves no trace, like thoughts inside a dream
Heed the path that led me to that place, yellow desert stream
My Shangri-La beneath the summer moon, I will return again
Sure as the dust that floats high in June, when movin’ through Kashmir.
Oh, father of the four winds, fill my sails, across the sea of years
With no provision but an open face, along the straits of fear
Ohh.
When I’m on, when I’m on my way, yeah
When I see, when I see the way, you stay-yeah
Ooh, yeah-yeah, ooh, yeah-yeah, when I’m down…
Ooh, yeah-yeah, ooh, yeah-yeah, well I’m down, so down
Ooh, my baby, oooh, my baby, let me take you there
Let me take you there. Let me take you there…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ aborto cytotec 9 semanas
লিরিকসটা হৃদয় ছুয়ে যাবার মত… :-bd
শেহজাদ আমান বলছেনঃ
স্টেয়ারওয়ে টু হেভেন, হোল লোটা লোভ, কাশ্মির — এরকম অসাধারণ কিছু গানের মাধ্যমে লেড জেপলিন কোয়ালিটি রক গানের এক জনপ্রিয় ধারা তৈরিতে দারুণ অবদান রেখেছে।