পরিবেশ ও সভ্যতা
384
বার পঠিতপোড়া মাটির অবিরাম বেড়ে উঠা
আর ক্রমাগত বৃক্ষ নিধন
সভ্যতার নামে আর কত-
নগ্ন আস্ফালন?
বিশ্ব আজ অবিরত ছুটছে-
করে অফুরন্ত জলরাশির বিনাশ
সভ্যতার নামে আর কত-
মেকী উল্লাস?
হঠকারী অবকাশ নিরন্তর
করে পাহাড় আর তৃণভূমির অবসান
সভ্যতা আজ কোথায়?
সভ্যদের মেকী অহমিকায়? budesonide vs prednisone for cats
রাইট-রা সব নভোমণ্ডল জয়ে মত্ত
আগ্রাসী প্রযুক্তির ধুঁয়ায় আর আণবিকে
সভ্যতার নামে আর কত-
স্বর্গীয় নীল আকাশ হবে ফিকে?
অনিঃশেষ বিচ্ছিনতায় আর
ধারাবাহিক একাকীত্বে
সভ্যতা নামে আর কত-
হতাশা মনুষ্যত্বে?
পরিবেশ পরিবেশ স্বেচ্ছাচারী সমাবেশ
বৃক্ষ-জলরাশি-পাহাড় নীল আকাশ নত
জগদীশের প্রিয় প্রাণের তৃণরাজি
মানুষেই আহত।
সভ্যতা, টেকসই অর্থনীতি আর বেগবান বিজ্ঞান-প্রযুক্তি
সূচক ঊর্ধ্বগামী? অতঃপর পরিবেশ নিঃস্ব;
প্রাণীকূল তৃণমূল আর বৃক্ষ
সভ্যরা এগিয়ে যায় পিছনে রেখে বিশ্ব।
নোটঃ
পোস্টটি গতবছর পরিবেশ দিবসে অন্যত্র প্রকাশিত!
ঈষৎ পরিমার্জিত এবং সংশোধিত!!!
মাশিয়াত খান বলছেনঃ percocet canada online pharmacy
আগে পড়া হয়নি। যদিও কবিতা আমি কম বুঝি তারপরও বলছি ভাল লেগেছে।
তারিক লিংকন বলছেনঃ
কি অমায়িক পাঠক… %%- %%- %%- %%-
@};- @};- @};- @};- নিন ভাল থাকুন…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
অমায়িক পাঠিকা হবে…
তারিক লিংকন বলছেনঃ vibramicina 100mg doxycycline
ডন ভাই আপনি বোধহয় জানেন না এখন ছাত্রী, পাঠিকা, উপস্থাপিকা এইধরনের শব্দ এভোয়েড করা হচ্ছে…
@};- @};- @};- %%- %%- %%-
দুরন্ত জয় বলছেনঃ
আগে পড়ি নি। কবিতা ভাল লেগেছে।
লিংকন ভাই তো অলরাউন্ডার!!!
তারিক লিংকন বলছেনঃ
অলরাউন্ডার বটে গতকাল এক খেলায় ৩ ছয় ২ চারে ২৫ বলে ৩৩ রান করেছি, দারুণ মজা পাইছি। যদিও প্র্যাকটিসের অভাবে ভাল বল করা হয় নি। @-) @-) @-) @-) aborto por segunda vez con cytotec
ধন্যবাদ পড়ার জন্য… @};- @};- @};- %%- %%- %%-
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
খাইছে… @-) ;;) =D> ~x( ~x( ~x( :-S :B B-)
স্পীকার বলছেনঃ discount viagra online australia
~x( ~x( ~x( @};- @};- @};- m/ m/ m/
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
স্পিকার পুরাই স্পিকার হয় গেল।
অংকুর বলছেনঃ
accutane cost in canadaআপনি কবিতাও লিখেন ? :O :O ভালো লেগেছে । :-bd :-bd :-bd :-bd :-bd viagra 7000mg
তারিক লিংকন বলছেনঃ
এইটা কবিতা হয়েছে? আমার কাছেই ছড়া ছড়া লাগছে।
তবুও ধন্যবাদ %%- %%- %%- %%- @};- @};- @};-
স্পীকার বলছেনঃ
এপিক ছিল :-bd :-bd :-bd :-bd :-bd :-bd
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ছড়াও হয় নি।
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
আগে একবার পড়েছিলাম। ভালো লেগেছে ভাই। নিয়মিত কবিতা লিখা চালিয়ে যান।
তারিক লিংকন বলছেনঃ
%%- %%- %%- %%- :-bd :-bd :-bd
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ou acheter du viagra en ligneহু! রামপাল ক্যচালের টাইমে কী বুইজঝা লিং* ভাই ওইখানে এই কবিতা দিছিলো, আমি আজও বুগি নাই। kamagra jelly ebay
তারিক লিংকন বলছেনঃ viagra generico online italia
আমার ভাল লেগেছে তাই দিয়েছিলাম। কিন্তু রামপালের সাথে এর বিরোধ কোথায়? সব কিছু অপটিমাইজ করেই সভ্যতাকে এগিয়ে নিতে হবে! টোটাল সিস্টেমে সমস্যা তাই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানো আর সিস্টেমকে অস্বীকার করে নিজের মানুষদের কষ্ট দেয়া বা অবহেলিত রাখা কি একই ব্যাপার। আমিও বুগিতেছি না…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ভালো লাগলো… :-bd :-bd :-bd
তারিক লিংকন বলছেনঃ
আপনাকে ধইন্যা
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
online pharmacy in perth australiaঅল দ্য বেস্ট, লিংকন ভাই!