পরিবেশ ও সভ্যতা
384
বার পঠিতপোড়া মাটির অবিরাম বেড়ে উঠা
আর ক্রমাগত বৃক্ষ নিধন
সভ্যতার নামে আর কত-
নগ্ন আস্ফালন?
বিশ্ব আজ অবিরত ছুটছে-
করে অফুরন্ত জলরাশির বিনাশ
সভ্যতার নামে আর কত-
মেকী উল্লাস?
হঠকারী অবকাশ নিরন্তর
করে পাহাড় আর তৃণভূমির অবসান
সভ্যতা আজ কোথায়?
সভ্যদের মেকী অহমিকায়?
রাইট-রা সব নভোমণ্ডল জয়ে মত্ত
আগ্রাসী প্রযুক্তির ধুঁয়ায় আর আণবিকে
সভ্যতার নামে আর কত-
স্বর্গীয় নীল আকাশ হবে ফিকে?
অনিঃশেষ বিচ্ছিনতায় আর
ধারাবাহিক একাকীত্বে
সভ্যতা নামে আর কত-
হতাশা মনুষ্যত্বে?
পরিবেশ পরিবেশ স্বেচ্ছাচারী সমাবেশ
বৃক্ষ-জলরাশি-পাহাড় নীল আকাশ নত
জগদীশের প্রিয় প্রাণের তৃণরাজি
মানুষেই আহত। prednisone side effects menopause
সভ্যতা, টেকসই অর্থনীতি আর বেগবান বিজ্ঞান-প্রযুক্তি
সূচক ঊর্ধ্বগামী? অতঃপর পরিবেশ নিঃস্ব;
প্রাণীকূল তৃণমূল আর বৃক্ষ
সভ্যরা এগিয়ে যায় পিছনে রেখে বিশ্ব।
নোটঃ
পোস্টটি গতবছর পরিবেশ দিবসে অন্যত্র প্রকাশিত!
ঈষৎ পরিমার্জিত এবং সংশোধিত!!!
মাশিয়াত খান বলছেনঃ
আগে পড়া হয়নি। যদিও কবিতা আমি কম বুঝি তারপরও বলছি ভাল লেগেছে।
তারিক লিংকন বলছেনঃ
কি অমায়িক পাঠক… %%- %%- %%- %%-
@};- @};- @};- @};- নিন ভাল থাকুন…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
অমায়িক পাঠিকা হবে…
তারিক লিংকন বলছেনঃ
ডন ভাই আপনি বোধহয় জানেন না এখন ছাত্রী, পাঠিকা, উপস্থাপিকা এইধরনের শব্দ এভোয়েড করা হচ্ছে…
@};- @};- @};- %%- %%- %%- acne doxycycline dosage
দুরন্ত জয় বলছেনঃ
zithromax tri pakআগে পড়ি নি। কবিতা ভাল লেগেছে।
লিংকন ভাই তো অলরাউন্ডার!!!
তারিক লিংকন বলছেনঃ
অলরাউন্ডার বটে গতকাল এক খেলায় ৩ ছয় ২ চারে ২৫ বলে ৩৩ রান করেছি, দারুণ মজা পাইছি। যদিও প্র্যাকটিসের অভাবে ভাল বল করা হয় নি। @-) @-) @-) @-)
ধন্যবাদ পড়ার জন্য… @};- @};- @};- %%- %%- %%-
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
খাইছে… @-) ;;) =D> ~x( ~x( ~x( :-S :B B-) furosemide prednisone drug interactions
স্পীকার বলছেনঃ
levitra 5 mg nebenwirkungen~x( ~x( ~x( @};- @};- @};- m/ m/ m/
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
স্পিকার পুরাই স্পিকার হয় গেল।
অংকুর বলছেনঃ aborto por segunda vez con cytotec
আপনি কবিতাও লিখেন ? :O :O ভালো লেগেছে । :-bd :-bd :-bd :-bd :-bd
তারিক লিংকন বলছেনঃ
এইটা কবিতা হয়েছে? আমার কাছেই ছড়া ছড়া লাগছে।
তবুও ধন্যবাদ %%- %%- %%- %%- @};- @};- @};-
স্পীকার বলছেনঃ
fluoxetine hydrochloride 20 mg reviewsএপিক ছিল :-bd :-bd :-bd :-bd :-bd :-bd
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ছড়াও হয় নি।
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
আগে একবার পড়েছিলাম। ভালো লেগেছে ভাই। নিয়মিত কবিতা লিখা চালিয়ে যান।
তারিক লিংকন বলছেনঃ
percocet canada online pharmacy%%- %%- %%- %%- :-bd :-bd :-bd
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
হু! রামপাল ক্যচালের টাইমে কী বুইজঝা লিং* ভাই ওইখানে এই কবিতা দিছিলো, আমি আজও বুগি নাই।
তারিক লিংকন বলছেনঃ
আমার ভাল লেগেছে তাই দিয়েছিলাম। কিন্তু রামপালের সাথে এর বিরোধ কোথায়? সব কিছু অপটিমাইজ করেই সভ্যতাকে এগিয়ে নিতে হবে! টোটাল সিস্টেমে সমস্যা তাই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানো আর সিস্টেমকে অস্বীকার করে নিজের মানুষদের কষ্ট দেয়া বা অবহেলিত রাখা কি একই ব্যাপার। আমিও বুগিতেছি না…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ভালো লাগলো… :-bd :-bd :-bd
তারিক লিংকন বলছেনঃ
pfizer sildenafil 100mgআপনাকে ধইন্যা
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ kamagra jelly paypal zahlen
অল দ্য বেস্ট, লিংকন ভাই!